হুমায়ুন কবির, সাভার
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

‘আয়নাঘর’ ফেরত সাভারের তিন ভুক্তভোগী যাচ্ছেন ট্রাইব্যুনালে

সাভারে গুমের শিকার ভুক্তভোগী তিনজন। ছবি : সংগৃহীত
সাভারে গুমের শিকার ভুক্তভোগী তিনজন। ছবি : সংগৃহীত

সাভারের দুই যুবদল নেতাসহ তিনজন গুমের শিকার হন ২০২৩ সালে। গুম হওয়ার ৬ দিন পর তাদের ফেরত দেওয়া হয়। পরিবার থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পর ডিবি পুলিশ তাদের নাটকীয়ভাবে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাজির করে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ঘটে যাওয়া ওই ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। শিগগির তারা মানবতাবিরোধী অপরাধের বিচার ট্রাইব্যুনালে অভিযোগ দেবেন বলেও জানিয়েছেন তারা।

ভুক্তভোগীদের অভিযোগ—গুমের পর অজ্ঞাত স্থানে তাদের অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে, প্রথম তিন দিন কাটাতে হয়েছে রহস্যময় ‘আয়নাঘরে’, যেখানে চোখ ও হাত বেঁধে রাখা হয়েছিল।

গুমের শিকার চারজন হলেন—সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা সুরুজ্জামান, কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম এবং শহীদুল ইসলামের প্রাইভেটকার চালক সুজন আহমেদ।

২০২৩ সালের আগস্ট—দেশজুড়ে তখন ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের উত্তাপ। বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী গ্রেপ্তার এড়াতে ঢাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন। সাভারের শহীদুল ইসলামও ছিলেন তাদের একজন। তার পরিবারের ভাষ্য, ২০২৩ সালের ৫ আগস্ট বিকেলে প্রথমে শহীদুলের গাড়িচালক সুজনকে আটক করে নিয়ে যায় ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এরপর ১২ দিন কোনো খোঁজ মেলে না। এ ছাড়া একই দিনে আদাবরের ভাড়া বাসা থেকে শহীদুল, সুরুজ্জামান ও মোমিনুল ইসলামকেও তুলে নিয়ে যায় ডিবির একই টিম।

ভুক্তভোগীদের অভিযোগ নিখোঁজের পরদিন থেকেই শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। ভুক্তভোগী শহীদুল ইসলাম বলেন, ‘আমাদের চোখ ও হাত শক্ত করে বেঁধে রাখা হয়েছিল। অন্ধকার ছোট ঘরে শুধু ফ্যানের শব্দ শোনা যেত। খাবার হিসেবে পেতাম শুধু পাউরুটি আর কলা। টয়লেটে যেতে হলে হাতে রশি বেঁধে নিয়ে যেত।’ তিনি আরও বলেন, ‘শিগগির আমরা মানবতাবিরোধী অপরাধের বিচার ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করব।’

মোমিনুল ইসলাম বলেন, ‘আমাদের মনে হয়েছে ওই ঘর ছিল আয়নাঘর—যেখানে প্রায়ই অন্য বন্দিদের চিৎকার শোনা যেত। শেষ তিন দিন ছিলাম এক অজ্ঞাত স্থানে, পরে বুঝতে পেরেছি সেটি ছিল ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়। কথোপকথন ও গাড়ির শব্দে জায়গাটা শনাক্ত করেছিলাম।’

পরিবারের সদস্যদের অভিযোগ, গুমের পরপরই ‘উদ্ধারের কথা বলে’ ভয়ভীতি দেখিয়ে বেশ কয়েক দফায় নগদ অর্থ আদায় করা হয়। শহীদুল ইসলামের স্ত্রী সুরাইয়া হোসেন বলেন, ‘পুলিশ বারবার বলেছে, এমন কোনো মানুষ তারা আটক করেনি। কিন্তু একই সঙ্গে গোপনে লোক পাঠিয়ে কয়েক লাখ টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। আমরা ভয়ে কিছু বলতে পারিনি।’

এদিকে ঘটনার ছয় দিন পর সংবাদ সম্মেলনে নিখোঁজ চারজনকে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত করা হয়। সংবাদ সম্মেলন করে তৎকালীন পুলিশ সুপার জানান, ‘আসামিরা ভয়ংকর নাশকতাকারী। তারা সাভার-আশুলিয়া অঞ্চলে পুলিশের মনোবল ভাঙতে একাধিক নাশকতা করেছে।’

তবে ভুক্তভোগীরা জানান, সংবাদ সম্মেলনে হাজির করার আগে কেরানীগঞ্জের একটি পাম্পে তাদের বহনকারী গাড়ি থামিয়ে তাদের পোশাক পরিবর্তন করানো হয়। শহীদুল ইসলাম বলেন, ‘সংবাদ সম্মেলনে পুলিশ আমাদের সাজানো নাটকের চরিত্র বানিয়ে তুলেছিল। এসপির বক্তব্য ছিল মিথ্যা ও বানোয়াট।’

যুবদল নেতা সুরুজ্জামান বলেন, ‘আমাকে এমনভাবে নির্যাতন করা হয়েছিল যে, একাধিকবার জ্ঞান হারাই। পরে প্রাণভয়ে আদালতে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য হয়।’

ভুক্তভোগীরা মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত বলে জানান। এ ছাড়া তারা প্রশাসনের কাছে ঘটনার স্বচ্ছ তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন। শহীদুল ইসলাম বলেন, ‘আমরা বেঁচে ফিরেছি ভাগ্যক্রমে; কিন্তু আজও সেই অন্ধকার ঘরের আতঙ্ক ভুলতে পারিনি। দেশের নাগরিক হিসেবে সত্য উদ্‌ঘাটনের দাবি জানাচ্ছি। রাষ্ট্রের নিরাপত্তা ও নাগরিক অধিকার কখনো একে অপরের বিপরীতে দাঁড়াতে পারে না। গুম, নির্যাতন ও ভয়ভীতির সংস্কৃতি একটি গণতান্ত্রিক সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং দোষীদের শাস্তিই হতে পারে আইনের প্রতি আস্থা ফিরিয়ে আনার একমাত্র পথ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের গোলবন্যা

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী তৃষা

আইফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার জন্য দায়ী যে অ্যাপ

লিবিয়া থেকে দে‌শে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা, হতে পারে বন্যাও

জামায়াতের মনোনয়ন পেলেন তুরস্কফেরত ড. হাফিজ

এশিয়া কাপ ট্রফি তালাবদ্ধ করে রেখেছেন নকভি, কারও ছোঁয়াও নিষেধ

অভিনয়-নির্মাণে ব্যস্ত পলাশ

কত বয়সে শুরু করবেন কোলেস্টেরল টেস্ট? চিকিৎসক যা বলছেন

অবৈধ পার্কিংয়ে বাসচালককে জরিমানা, পুলিশ সদস্যের ওপর হামলা

১০

পাল্টে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের সময়

১১

১৭ জেলায় রাতে ঝড়ের আভাস

১২

ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

১৩

দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না : রাশেদ প্রধান

১৪

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন শহিদুল আলম

১৫

এরদোয়ানের সবুজ সংকেত, গাজা মিশনের জন্য প্রস্তুত তুর্কি সেনা

১৬

শাহবাগের তিন জায়গায় ৩ জনের মরদেহ

১৭

মিয়ানমারে আবারও সংঘাত, সীমান্তে গোলাগুলি

১৮

এক রাতে ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

১৯

এবার ইসরায়েলে মোতায়েন হবে মার্কিন সেনা

২০
X