কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী রিয়া মণি। গত সোমবার পারিবারিক আদালতে দেনমোহর ও ভরণপোষণের জন্য ১২ লাখ টাকা দাবি করে এ মামলা করেন তিনি।
রিয়া মণির ভাষ্য, হিরো আলম আমাকে ডিভোর্স দিয়েছে, সে মিডিয়ায় এমন কথা বলে বেড়াচ্ছে। অথচ এখন পর্যন্ত আমি কোনো কাগজ হাতে পাইনি। এখন পর্যন্ত আমি আইনত তার স্ত্রী। আমার খোঁজখবর নেয় না হিরো আলম। তাই দেনমোহর ও ভরণপোষণের জন্য আদালতে মামলা করেছি।
এর আগে ১৭ এপ্রিল দুপুরে বগুড়ার এরুলিয়া এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে তার সঙ্গে সংসার না করার ঘোষণা দেন হিরো আলম।
সেসময় বগুড়া থেকে ঢাকায় ফিরেই রিয়া মণিকে ডিভোর্স দেবেন বলেও জানিয়েছিলেন হিরো আলম।
হিরো আলমের অভিযোগ ছিল, তার মুমূর্ষু বাবাকে হাসপাতালে রেখে তিনি এক মাস ধরে লড়াই করছিলেন। অথচ তার স্ত্রী রিয়া মণি একদিনও খোঁজ নিতে আসেনি। শুধু তাই না বাবার মৃত্যুর পর মরদেহ দেখতেও আসেনি। এমন অবস্থায় রিয়ার মতো স্ত্রীর সঙ্গে সংসার করতে চান না তিনি।
মন্তব্য করুন