ঢাকার ব্যস্ততাকে পাশে ঠেলে উত্তরার এক কোনায় দাঁড়িয়ে আছে সাদা রঙের দশতলা একটি ভবন, যা বাইরে থেকে দেখতে সাধারণ হলেও এর ভেতরেই যেন এক রুপালি জগৎ। কারণ, এই ভবনে একসঙ্গে বসবাস করছেন দেশের জনপ্রিয় ২০ তারকা। কেউ সিনেমার হিরো, কেউ নাটকের প্রাণ, আবার কেউ ওটিটির চেনা মুখ।
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকেন এই ভবনে। উত্তরার রাস্তায় কিংবা স্থানীয় দোকানে প্রায়ই দেখা যায় তাকে পরিবারসহ।
এই ভবনের আরেক বাসিন্দা চিত্রনায়ক শরিফুল রাজ। যদিও সময়ের অভাবে তিনি খুব বেশি সময় কাটাতে পারেন না এখানে। নাটকের পরিচিত মুখ নিলয় আলমগীর ও তার স্ত্রী, ইনফ্লুয়েন্সার তাসনুভা তাবাসসুম হৃদি দুজনই সরব সোশ্যাল মিডিয়ায়। তাদের ফেসবুক পোস্টে প্রায়ই উঠে আসে এই ভবনের ছাদ কিংবা বসার ঘরের দৃশ্য।
ওটিটি মাধ্যমে প্রশংসিত অভিনেতা শ্যামল মাওলা থাকেন তার ফ্যাশন ডিজাইনার স্ত্রী মাহাকে নিয়ে। তারকা দম্পতি নাজিয়া হক অর্ষা এবং মোস্তাফিজ নূর ইমরানও রয়েছেন এই ভবনে।
মঞ্চ ও পর্দার অভিজ্ঞ অভিনেতা সাজু খাদেম তার স্ত্রী পৈত্রি হকসহ যুক্ত হয়েছেন এই তারকাবহুল তালিকায়। এ ছাড়া একই ভবনে থাকেন জনপ্রিয় মুখ আ খ ম হাসান, আরফান আহমেদ, শিবলী নোমান, নাবিলা ইসলাম ও সামিয়া অথৈ। নির্মাতাদের দিক থেকেও পিছিয়ে নেই ভবনটি—এখানে থাকেন দর্শকপ্রিয় নির্মাতা হিমু আকরাম।
পর্দায় মা-বাবার চরিত্রে যাদের প্রায়ই দেখা যায়, মাসুম বাশার ও মিলি বাশার দম্পতি থাকেন তাদের কন্যা অভিনেত্রী নাজিবা বাশারকে নিয়ে। এই তারকাবহুল ভবনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, ছাদের আড্ডা।
মাঝে মধ্যে সবাই মিলে খোলা ছাদে আয়োজন করেন খাওয়া-দাওয়া, গল্পগুজব, গানে-বইয়ে সন্ধ্যা। সেসব মুহূর্ত ধরা পড়ে তাদের ইনস্টাগ্রাম-ফেসবুক স্টোরিতে, যা দেখে মুগ্ধ হয় হাজারো ভক্ত।
মন্তব্য করুন