আসছে ৯ মার্চ ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত হতে যাচ্ছে ‘সুফি রাবত’ দিনব্যাপী সুফিবিষয়ক আলাপ চর্চা ও কাওয়ালির আয়োজন থাকবে রাবতে।
এই অঞ্চলের সুফিদের ধারা, সংস্কৃতি, তাদের উন্মেষ, ঢাকার সুফিজম এবং লালনের সঙ্গে ইবনে আরাবির যোগ নিয়ে দিনব্যাপী একাডেমিক আলোচনা হবে। এ বিষয়ে কথা বলবেন দক্ষ একাডেমিকরা।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন আয়োজকদের একজন মীর হুযাইফা আল মামদূহ। এরপর সন্ধ্যায় থাকবে কাওয়ালি। কাওয়ালি গাইবেন পুরান ঢাকার বিখ্যাত কাওয়াল নাদিম এহতেশাম রেজা। ‘নাদিম কাওয়াল’ খ্যাত নাদিমরা ঢাকা শহরে চার পুরুষ ধরে কাওয়ালি করছেন।
রাবতের আয়োজক হিসেবে আছেন মীর হুযাইফা আল মামদূহ ও সাইয়েদ শাহবাজী।
মন্তব্য করুন