গত মাসে আটলান্টিকের গভীরে ডুবে থাকা টাইটানিকের ধ্বংসস্তূপের দিকে যাত্রা করতে গিয়ে বিধ্বস্ত হয় মিনি সাবমেরিন ‘টাইটান’। এ দুর্ঘটনায় সাবমেরিনে থাকা পাঁচ যাত্রীই নিহত হন।
১৮ জুন টাইটানিকের ধ্বংসাবশেষের সাবমার্সিবলটি বিস্ফোরিত হয়। এই ঘটনা পুরো বিশ্বের আলোচনার কেন্দ্রে উঠে আসে। পাশাপাশি সিনেপ্রেমীদের মধ্যেও তৈরি হয় এক ধরনের কৌতূহল।
অনেকেই এই ঘটনাকে ঘিরে সিনেমা নির্মাণের পরামর্শ দেন। অনেকে আবার নিজ উদ্যোগেই সিনেমার পোস্টার তৈরি করেন। এই আলোচনায় উঠে আসে অস্কারজয়ী পরিচালক জেমস ক্যামেরনের নাম। কেননা ১৯৯৭ সালে ‘টাইটানিক’ সিনেমা বানিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। অনেকের দাবি করছেন, ‘টাইটান’-এর দুর্ঘটনা পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন কেবলই জেমস ক্যামেরন। তবে এই গুঞ্জন ও আলোচনা মোটেও পছন্দ করছেন না অস্কার বিজয়ী পরিচালক জেমস ক্যামেরন।
এ বিষয়ে ১৫ জুলাই এক টুইট করেছেন জেমস ক্যামেরন। লিখেছেন, ‘আমি সাধারণত মিডিয়াতে আপত্তিকর গুজবের প্রতিক্রিয়া জানাই না। তবে আমার এখন কথা বলা প্রয়োজন। আমি ওশানগেট ফিল্ম নিয়ে আলোচনা পছন্দ করছি না। আমি কখনই এটিতে জড়াতে চাই না।’
সূত্র : ভ্যারাইটি
মন্তব্য করুন