ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। তার অভিনয়ে মুগ্ধ হন দর্শক। যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেন তিনি। এবারের ঈদে তাকে ‘পোস্ট মাস্টার’ নাটকে দেখা যাবে।
নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হাসান। এতে তার বিপরীতে রয়েছেন এঞ্জেলিনা জাস মান্নাত। এটি রচনা ও পরিচালনা করেছেন মো. খলিলুর রহমান কচি।
হাসান বলেন, ঈদের নাটক ‘পোস্ট মাস্টার’। আমার যারা দর্শক রয়েছেন। আমাকে ভালোবাসেন। তাদের জন্য ভালোমানের নাটকে অভিনয় করার চেষ্টা করি। এই নাটকটিও তার ব্যতিক্রম না। আমার দর্শকরা নাটকটি পছন্দ করবেন বিশ্বাস করি।
মান্নাত বলেন, আসলে এই নাটকের গল্প একজন পোস্ট মাস্টারকে নিয়েই। একবার পোস্ট মাস্টার চিঠি বিলি করতে গিয়ে ইচ্ছা করে ভুল চিঠি দিয়ে দেয়। ঘটতে থাকে নানা ঘটনা। হাসান ভাই একজন বড় মাপের অভিনেতা। তার সঙ্গে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখতে পেরেছি। দর্শক আমাদের জুটি পছন্দ করবেন আশা করি।
এতে হাসান-মান্নাত ছাড়া আরও অভিনয় করেছেন ম আ সালাম, আলিফ চৌধুরী, তমা ইসলাম প্রমুখ।
ঈদে ‘পোস্ট মাস্টার’ নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে। এরপর ইউটিউবে মুক্তি পাবে।
মন্তব্য করুন