শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্যানসার রোগীদের জন্য শুরু হলো অনলাইন টিকিট

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের আলোচনা সভা। ছবি : কালবেলা
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের আলোচনা সভা। ছবি : কালবেলা

ক্যানসার রোগীদের জন্য শুরু হলো অনলাইন টিকিট ব্যবস্থা। এর ফলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই চিকিৎসকের সাক্ষাৎ পাবেন রোগীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অঙ্গীকারবদ্ধ। ইতোমধ্যে এ খাতে ব্যাপক উন্নতি হয়েছে। বিগত সময়ে ৫০ শয্যার ক্যানসার হাসপাতাল ৩০০ শয্যায় রূপান্তরিত হয়েছে। বর্তমানে দেশের একমাত্র বিশেষায়িত এ হাসপাতালটিকে ৩০০ থেকে ৫০০ শয্যায় বর্ধিতকরণের কাজও সম্পন্ন হয়েছে।

সংযোজন করা হচ্ছে নতুন উন্নত আধুনিক যন্ত্রপাতি। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যেই বিপুলসংখ্যক নতুন চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। সরকার একদিকে যেমন প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তুলে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে, তেমনি বিশেষায়িত হাসপাতাল তৈরি করে দেশেই বিশ্বমানের চিকিৎসাপ্রাপ্তি নিশ্চিত করছে।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে ক্যানসার প্রতিরোধ ও নিরাময়ের উপায় নিয়ে মূল্যবান অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. জাহাঙ্গীর কবীর বাংলাদেশে ক্যানসার চিকিৎসা বিকেন্দ্রীকরণের ওপর জোর দেন এবং দেশের ৮টি বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল স্থাপন ও দেশের একমাত্র বিশেষায়িত ক্যানসার চিকিৎসাকেন্দ্রকে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করার ব্যাপারে অধিক গুরুত্বারোপ করেন।

দেশেই ক্যানসারের সুচিকিৎসা আছে জানিয়ে তিনি অপ্রয়োজনে বিদেশে গিয়ে কষ্টার্জিত অর্থ অপচয় না করার আহ্বান জানান। ক্যানসার চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল হওয়ার প্রেক্ষিতে দেশে ক্যানসার বিমার বিশাল গুরুত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া এ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানরা তাদের বক্তব্যে নিজ নিজ বিভাগের রোগীর সেবার মান এবং সাফল্য তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রকিব উদ্দীন আহমেদ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডা. মো. সারোয়ার বারী, সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার ক্যলাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অধ্যাপক ডা. মো. আবু জাফর, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, অধ্যাপক ডা. নাজমুল হোসেন, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রাক্তন প্রকল্প পরিচালক, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল।

এর আগে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি র‍্যালি আয়োজন করা হয়। এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা নিশ্চতকরণ ও সেবার মান আধুনিকীকরণের লক্ষ্যে নতুন ২টি রেডিওথেরাপি মেশিনের উদ্বোধন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১০

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১১

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১২

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৩

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৪

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৫

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৬

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৭

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৮

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৯

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

২০
X