কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়
ছবি : সংগৃহীত

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয় বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। তারা বলেন, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার উচ্চ রক্তচাপবিষয়ক দ্বিতীয় বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশ একটি সফল উদাহরণ হিসেবে উঠে এসেছে।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ : অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক সাংবাদিক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ২৩ সাংবাদিক অংশ নেন।

বক্তারা বলেন, ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে দেশের কিছু অঞ্চলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার ১৫ থেকে বেড়ে ৫৬ শতাংশে উন্নীত হয়েছে, যা আশাব্যঞ্জক। তবে এখনো দেশের এক-চতুর্থাংশ মানুষ এ রোগে ভুগছে। এই প্রকোপ কমাতে চলমান পদক্ষেপ যথেষ্ট নয়। দেশের সব কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে।

কর্মশালায় জানানো হয়, উচ্চ রক্তচাপ একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা, যা অকাল মৃত্যু ঘটায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিতকরণকে এই রোগ নিয়ন্ত্রণে আনার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে এই খাতে ধারাবাহিক বিনিয়োগের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ডা. মুহাম্মদ হাবিবুর রহমান জানান, উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগের ওষুধ প্রদানের ক্ষেত্রে বাজেট এবং ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছি। আশা করি দ্রুতই আমরা এগুলো কাটিয়ে উঠতে পারব।

কর্মশালায় এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. রিয়াদ আরেফিন বলেন, আমরা সবসময় চেষ্টা করি চাহিদা অনুযায়ী প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য এনসিডি কর্নার এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে সময়মতো উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ নিশ্চিত করার। এটা অব্যাহত থাকবে।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমদ, জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস ও প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার কো-অর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বগুড়ায় আজিজুল হক কলেজের লেক পরিষ্কার করল ছাত্রদল

ইনানী নয়, কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাবে জাহাজ

৮ দিন ধরে মুক্তা পানির উৎপাদন বন্ধ, আন্দোলনে প্রতিবন্ধী শ্রমিকরা

মঙ্গলবার সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় মোন্থা, বাংলাদেশেও পড়বে প্রভাব

ভারতের মহড়া, আকাশসীমা বন্ধ ঘোষণা করল পাকিস্তান

জামায়াতের আন্দোলন মানেই শান্তি ও সুশৃঙ্খল : মাওলানা বিল্লাল

শিক্ষিকার চুরি যাওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করল পুলিশ

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর

এল ক্লাসিকোয় আগুন জ্বেলে এখন সমালোচনার মুখে ইয়ামাল

১০

টানা ৩ দফায় স্বর্ণের দাম কত কমলো?

১১

সাতক্ষীরায় মাদক বিক্রির সময় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

যুবদল নেতা কলিম হাওলাদারের নেতৃত্বে জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা

১৪

রাবিতে ভর্তির আবেদনের তারিখ ঘোষণা

১৫

সেই ৫ উপদেষ্টাকে ছাড়া এক ঘণ্টাও টিকবে না ড. ইউনূসের সরকার : রাশেদ খান

১৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে বর্ণাঢ্য র‍্যালি

১৭

 তারুণ্যের যে চাওয়া তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তা পূরণ হবে : মানিক

১৮

সীমান্তে চীনের ‘গোপন বিমানঘাঁটি’, দুশ্চিন্তায় ভারত

১৯

ক্যারিবীয়দের সামনে মুখ থুবড়ে পড়ল লিটনরা

২০
X