পেলভিক ব্যথা বলতে মূলত পেটের নিচের দিক, কুঁচকি বা যৌনাঙ্গের আশপাশে ব্যথাকে বোঝায়। অনেক সময় এটা হালকা হয়, আবার কখনো তীব্রও হতে পারে। পুরুষদের মধ্যে এই ব্যথা নানা কারণে হতে পারে—যেমন প্রস্রাবের সমস্যা, যৌনাঙ্গের অসুখ বা হজমের গোলমাল।
চলুন দেখি, কী কী কারণে এই ব্যথা হতে পারে:
প্রস্রাবের রাস্তায় সংক্রমণ হলে এই ব্যথা হতে পারে। পুরুষদের মধ্যে তুলনামূলকভাবে কম হলেও, এটা হয়।
লক্ষণ:
- পেটের নিচে ব্যথা বা চাপ
- বারবার প্রস্রাবের চাপ
- প্রস্রাবের সময় জ্বালাপোড়া
- কখনো প্রস্রাবে রক্ত দেখা যেতে পারে
মূত্রথলি যদি কোনো কারণে ফুলে যায় বা ইনফ্লেম হয়, তখন এই সমস্যা হয়। UTI, কিছু ওষুধ বা কেমিক্যালের প্রতিক্রিয়ায় এটা হতে পারে।
লক্ষণ:
- প্রস্রাবের সময় জ্বালা
- প্রস্রাব ঘোলা বা দুর্গন্ধযুক্ত
- পেটের নিচে ব্যথা
প্রোস্টেট গ্রন্থি যদি ব্যাকটেরিয়ার কারণে সংক্রমিত হয় বা ফুলে যায়, তখন ব্যথা হতে পারে।
লক্ষণ:
- যৌনাঙ্গ, পেটের নিচে বা পিঠে ব্যথা
- প্রস্রাব বা বীর্যপাতের সময় ব্যথা
- ঘন ঘন প্রস্রাব
- জ্বর (সংক্রমণ থাকলে)
যেমন ক্ল্যামাইডিয়া বা গনোরিয়ার মতো সংক্রমণ থেকেও পেলভিক ব্যথা হতে পারে।
লক্ষণ:
- লিঙ্গ থেকে স্রাব বের হওয়া
- অণ্ডকোষে ব্যথা
- প্রস্রাবের সময় জ্বালা
- পেটের নিচে ব্যথা
যখন পেটের ভেতরের কোনো অঙ্গ পেশির ফাঁক দিয়ে বেরিয়ে আসে, তখন হার্নিয়া হয়।
লক্ষণ:
- কুঁচকিতে ফুলে ওঠা বা গাঁট
- নড়াচড়ায় ব্যথা বেড়ে যাওয়া
- ভারী কিছু তুললে বেশি ব্যথা অনুভব
পেটের হজমে গোলমাল হলে পেলভিক ব্যথা হতে পারে।
লক্ষণ:
- পেট ব্যথা, গ্যাস, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য
- সাদা শ্লেষ্মাসহ পায়খানা
অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হলে হঠাৎ তীব্র ব্যথা শুরু হয়। এটা চিকিৎসা না করলে বিপজ্জনক হতে পারে।
লক্ষণ:
- পেটের ডান পাশে তীব্র ব্যথা
- জ্বর, বমি বা বমি ভাব
মূত্রনালিতে পাথর হলে অনেক সময় তীব্র ব্যথা হয়।
লক্ষণ:
- প্রস্রাবের সময় ব্যথা
- প্রস্রাবে রক্ত
- কোমর বা পাশের দিকে ব্যথা
মূত্রনালি সরু হয়ে গেলে প্রস্রাব করতে কষ্ট হয়, ব্যথাও হতে পারে।
লক্ষণ:
- প্রস্রাবের গতি কমে যাওয়া
- প্রস্রাবে রক্ত
- লিঙ্গ ফুলে যাওয়া
বয়স বাড়লে অনেক পুরুষের প্রস্টেট বড় হয়ে যায়, এতে প্রস্রাবের ওপর চাপ পড়ে এবং ব্যথা হয়।
লক্ষণ:
- প্রস্রাব করতে কষ্ট
- রাতে বারবার প্রস্রাবের চাপ
- যৌন মিলনের সময় ব্যথা বা অস্বস্তি
পেলভিক অঞ্চলের গুরুত্বপূর্ণ নার্ভে যদি চাপ পড়ে, তাহলে দীর্ঘমেয়াদি ব্যথা হতে পারে।
লক্ষণ:
- বসলে ব্যথা বাড়ে
- জ্বালা বা সুচ ফোটার মতো ব্যথা
- যৌন দুর্বলতা
১২. পেটের ভেতরে দাগ বা জোড়া (Abdominal Adhesion)
অস্ত্রোপচারের পর পেটের ভেতরের অঙ্গগুলোতে দাগ পড়ে গিয়ে ব্যথা হতে পারে।
অনেক সময় কোনো পরিষ্কার কারণ ছাড়াও পুরুষেরা পেলভিক ব্যথায় ভোগেন। একে বলে Chronic Pelvic Pain Syndrome (CPPS)।
লক্ষণ:
- যৌনাঙ্গ বা পিঠে ব্যথা
- প্রস্রাব বা মলত্যাগের সময় ব্যথা
- অনেকক্ষণ বসে থাকলে ব্যথা বেড়ে যাওয়া
ভ্যাসেকটমি করার পর কিছু পুরুষের পেলভিক বা যৌনাঙ্গে ব্যথা থাকতে পারে।
পেলভিক ব্যথা হালকা কারণেও হতে পারে, আবার গুরুতর রোগের লক্ষণও হতে পারে। যদি ব্যথা কয়েকদিনের বেশি থাকে, তীব্র হয়, বা অন্য উপসর্গ (যেমন জ্বর, প্রস্রাবে রক্ত, ব্যথা বাড়ছে ইত্যাদি) থাকে—তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সূত্র: হেলথলাইন
মন্তব্য করুন