নোয়াখালীর গুড হিল হসপিটাল থেকে নুরুল হাসান (৫০) নামে হৃদরোগের এক ভুয়া ডাক্তারকে আটক করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। হৃদরোগের বিশেষজ্ঞ সেজে কয়েক বছর ধরে শহরের গুড হিল হসপিটালে চিকিৎসা দিয়ে আসছিলেন তিনি।
শনিবার (২৯ জুলাই) রাতে ওই প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া সনদে চিকিৎসা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন নুরুল হাসান। তিনি জানান, বিদেশ থেকে ফিরে চিকিৎসক সনদ ও শিক্ষাগত যোগ্যতা সনদ জাল করে গত তিন বছর ধরে গুড হিল হসপিটালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে স্ত্রীর করা নারী নির্যাতন মামলাও রয়েছে বলে স্বীকার করেন।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, নুরুল হাসানের সনদগুলো ভুয়া প্রমাণিত হয়েছে। বিএমডিসি সনদটি অসাধু উপায়ে তৈরি করেছেন। এসব সনদ দেখিয়ে গত কয়েক বছর কক্সবাজার ও নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে চেম্বার খুলে রোগী দেখেছেন। আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা নুরুল হাসানকে থানায় হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জয়পুরহাট থানায় একটি মামলা রয়েছে। ভুয়া সনদে রোগী দেখার ঘটনায় তার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন