কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৭:১৬ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করতে চায় ভারতীয় প্রতিষ্ঠান

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ডিসান হাসপাতালের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সজল দত্ত। ছবি : কালবেলা
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ডিসান হাসপাতালের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সজল দত্ত। ছবি : কালবেলা

বাংলাদেশে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করতে চায় ভারতীয় চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ডিসান। এরই মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। এমনকি সরকারের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস পেয়েছে তারা। দেশের চারটি অঞ্চলকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে, এর মধ্যে যেকোনো একটি অঞ্চলে এ হাসপাতালটি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ডিসান হাসপাতালের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সজল দত্ত।

মঙ্গলবার ( ৮ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য সেবায় এক হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়ে আমরা এসেছি। চারটি অঞ্চলকে আমরা পরিকল্পনায় নিয়ে কাজ করছি। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট অন্যতম। আশা করছি, আগামী ৫ বছরের মধ্যে এটি বাস্তবায়ন করতে পারব। প্রস্তাবিত হাসপাতালে ক্যান্সার, হৃদরোগ, নিউরো, গ্যাস্ট্রোলিভার রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে (সোমবার) আমাদের মিটিং হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

হাসপাতালে কারা সেবা দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই বাংলাদেশর চিকিৎসকরা। তবে মাঝে মাঝে ভারতের চিকিৎসকরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিবেন। আমরা নার্স ও টেকনিশিয়ান ভারত থেকে নিয়ে আসব। স্থানীয় চিকিৎসকদের সঙ্গে তাদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় হবে।

সজল দত্ত বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক রোগী ভারতে যান। মাঝে কোভিডের সময় কমে গিয়েছিল, কিন্তু এখন আবার প্রচুর যাচ্ছে। ভারতের সবচেয়ে বেশি রোগী আসে ৪টি ডিপার্টমেন্টে। প্রথমত কার্ডিয়াক, এ ডিপার্টমেন্টে বিশেষ করে হার্টে বাইপাস, স্ট্যান্টের রোগী বেশি আসে। এছাড়া ক্যান্সার, নিউরো চিকিৎসা এবং গ্যাসট্রোলিভারের রোগীরাও চিকিৎসা নিতে ভারতে আসেন। বাংলাদেশ থেকে যারা আসেন, তাদের কয়েকটি প্রত্যাশা থাকে, বিশেষ করে সুচিকিৎসা, সুনির্দিষ্ট খরচ, হাসপাতাল কর্তৃপক্ষের সাপোর্ট ও দেখভাল। এসবের বেশি কারও প্রত্যাশা থাকে না। এছাড়া তাদের প্রত্যাশা থাকে যেন তাড়াতাড়ি চিকিৎসা করে ফিরে যেতে পারে। এই বিষয়টিতে ডিসান আলাদাভাবে গুরুত্ব দেয়।

তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশিদের জন্য দৈনিক সবমিলিয়ে ৯ হাজার ভিসা দেয়, যা বিশ্বের আর কোনো দেশ এভাবে দেয় না। আমরাও রোগীর ভিসা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করি। বিশেষ করে রোগীদের যেসব দরকারি ডকুমেন্টস প্রয়োজন হয়, সেগুলো আমরা ২৪ ঘণ্টার মধ্যেই দিয়ে দেই। কিন্তু অন্যান্যরা এগুলো দিতে ৮-১০ দিন সময় নেয়।

ডিসানের হাসপাতালে চিকিৎসার খরচ কেমন হবে জানতে চাইলে সজল দত্ত বলেন, হাসপাতালে যখন সেবা চালু হবে তখন এ বিষয়ে বলতে পারব। আমরা সুচিকিৎসা, ন্যায্য খরচ ও রোগীর ভোগান্তি কমাতে চাই। আধুনিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিশ্বমানের সেবা দিতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের বৈঠক

‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ / সিলেটি দামানের আগমনে উৎসবের আমেজ

নবম স্কেলে সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তানের জন্য যে সুবিধা

ডিআরইউ নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

সহকারী শিক্ষক নিয়োগ : ৬ শর্তে উত্তীর্ণ ৬৯২৬৫ প্রার্থী

‘বিএনপির বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিচলিত নয় জমিয়ত’

নতুন রেকর্ড গড়ে স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়াল 

মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ : জামায়াত আমির

স্বামীর নির্বাচনী প্রচারে মাঠে নামলেন নাসরিন আউয়াল মিন্টু

শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ ঢাকা কলেজের সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু

১০

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? এখনই যে কাজ না করলে বিপদ

১১

বিস্কুটে ছোট ছোট ছিদ্র থাকে কেন? অবাক করা কারণ জেনে নিন

১২

সারা দেশে বহিষ্কার করা নেতাকর্মীদের তথ্য জানাল বিএনপি

১৩

ভোটার তালিকা সংশোধন নিয়ে ক্ষোভ বাড়ছে ভারতে

১৪

আইসিসির বোর্ড সভায় একটি দেশ পক্ষে ছিল বাংলাদেশের! 

১৫

তারেক রহমানের জনসভায় নাশকতার শঙ্কা নেই : এসএমপি কমিশনার

১৬

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

১৭

আরও শক্তি বাড়াল মোস্তাফিজের সাবেক দল

১৮

সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার

১৯

ট্রাম্পের আমন্ত্রণে ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান

২০
X