কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৭:১৬ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করতে চায় ভারতীয় প্রতিষ্ঠান

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ডিসান হাসপাতালের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সজল দত্ত। ছবি : কালবেলা
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ডিসান হাসপাতালের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সজল দত্ত। ছবি : কালবেলা

বাংলাদেশে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করতে চায় ভারতীয় চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ডিসান। এরই মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। এমনকি সরকারের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস পেয়েছে তারা। দেশের চারটি অঞ্চলকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে, এর মধ্যে যেকোনো একটি অঞ্চলে এ হাসপাতালটি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ডিসান হাসপাতালের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সজল দত্ত।

মঙ্গলবার ( ৮ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য সেবায় এক হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়ে আমরা এসেছি। চারটি অঞ্চলকে আমরা পরিকল্পনায় নিয়ে কাজ করছি। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট অন্যতম। আশা করছি, আগামী ৫ বছরের মধ্যে এটি বাস্তবায়ন করতে পারব। প্রস্তাবিত হাসপাতালে ক্যান্সার, হৃদরোগ, নিউরো, গ্যাস্ট্রোলিভার রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে (সোমবার) আমাদের মিটিং হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

হাসপাতালে কারা সেবা দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই বাংলাদেশর চিকিৎসকরা। তবে মাঝে মাঝে ভারতের চিকিৎসকরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিবেন। আমরা নার্স ও টেকনিশিয়ান ভারত থেকে নিয়ে আসব। স্থানীয় চিকিৎসকদের সঙ্গে তাদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় হবে।

সজল দত্ত বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক রোগী ভারতে যান। মাঝে কোভিডের সময় কমে গিয়েছিল, কিন্তু এখন আবার প্রচুর যাচ্ছে। ভারতের সবচেয়ে বেশি রোগী আসে ৪টি ডিপার্টমেন্টে। প্রথমত কার্ডিয়াক, এ ডিপার্টমেন্টে বিশেষ করে হার্টে বাইপাস, স্ট্যান্টের রোগী বেশি আসে। এছাড়া ক্যান্সার, নিউরো চিকিৎসা এবং গ্যাসট্রোলিভারের রোগীরাও চিকিৎসা নিতে ভারতে আসেন। বাংলাদেশ থেকে যারা আসেন, তাদের কয়েকটি প্রত্যাশা থাকে, বিশেষ করে সুচিকিৎসা, সুনির্দিষ্ট খরচ, হাসপাতাল কর্তৃপক্ষের সাপোর্ট ও দেখভাল। এসবের বেশি কারও প্রত্যাশা থাকে না। এছাড়া তাদের প্রত্যাশা থাকে যেন তাড়াতাড়ি চিকিৎসা করে ফিরে যেতে পারে। এই বিষয়টিতে ডিসান আলাদাভাবে গুরুত্ব দেয়।

তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশিদের জন্য দৈনিক সবমিলিয়ে ৯ হাজার ভিসা দেয়, যা বিশ্বের আর কোনো দেশ এভাবে দেয় না। আমরাও রোগীর ভিসা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করি। বিশেষ করে রোগীদের যেসব দরকারি ডকুমেন্টস প্রয়োজন হয়, সেগুলো আমরা ২৪ ঘণ্টার মধ্যেই দিয়ে দেই। কিন্তু অন্যান্যরা এগুলো দিতে ৮-১০ দিন সময় নেয়।

ডিসানের হাসপাতালে চিকিৎসার খরচ কেমন হবে জানতে চাইলে সজল দত্ত বলেন, হাসপাতালে যখন সেবা চালু হবে তখন এ বিষয়ে বলতে পারব। আমরা সুচিকিৎসা, ন্যায্য খরচ ও রোগীর ভোগান্তি কমাতে চাই। আধুনিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিশ্বমানের সেবা দিতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যদের কাছে সম্মান পেতে যা করা জরুরি

ম্যানচেস্টার ইউনাইটেড শিখবে কবে?

মেট্রোরেল কার্ডের অনলাইন রিচার্জের উদ্বোধন 

পঞ্চগড়ে ২ হাজার বস্তা সার জব্দ

উয়েফার বিরুদ্ধে সুপার লিগের ‘হাজার কোটি টাকার’ মামলা শুরু

দিবা-রাত্রির টেস্টের আগে অজি শিবিরে সুখবর

কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

যেভাবে মুহূর্তেই জানবেন ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি

বলিউডের ‘মিস্টার ডিপেন্ডেবল’ ধর্মেন্দ্র

ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি

১০

‘ওয়ানডে ছেড়ে কোহলির টেস্ট খেলাই চালিয়ে যাওয়া উচিত ছিল’

১১

জানা গেল বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচের তারিখ

১২

বাউল আবুল সরকারের কঠোর শাস্তি চাইলেন রাশেদ খাঁন

১৩

ভিটামিন ডি পাওয়ার সেরা সময় সকালে নাকি বিকেলে

১৪

বিপিএলে অন্তর্ভুক্ত হলো নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’

১৫

নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে জাল টাকা

১৬

ইথিওপিয়ায় ১২ হাজার বছর পর নিষ্ক্রিয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

১৭

ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি: দেবযানী

১৮

পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি

১৯

খাবার নিয়ে বিপাকে রণবীর কাপুর

২০
X