কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইডেন কলেজে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান

ইডেন কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়। ছবি : সংগৃহীত
ইডেন কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়। ছবি : সংগৃহীত

রাজধানীর ইডেন মহিলা কলেজে কিশোরী ও তরুণীদের বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য এবং জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকাদান উপলক্ষে এক স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে ইডেন কলেজের শিক্ষক, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং ইডেন কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বাদ্যের তালে তালে র‌্যালিটি ইডেন কলেজের ঐতিহ্যবাহী পুকুর পাড ঘুরে মূল ফটকে এসে শেষ হয়। র‌্যালি শেষে কলেজের অডিটরিয়ামে ‘অ্যাওয়ারনেস অব ইয়থ অ্যান্ড এডোলোসেন্ট হেলথ অ্যান্ড প্রিভেনশন অব সার্ভিক্যাল ক্যানসার’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভা শেষে টিকাদান কর্মসূচি ও স্বাস্থ্যঘর উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ইডেন মহিলা কলেজ এবং আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইয়াহা ফাউন্ডেশন যৌথভাবে সচেতনতামূলক এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটির সায়েন্টিফিক পার্টনার ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শামসুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অবস্ অ্যান্ড গাইনি বিভাগের বিভাগীয় প্রধান, দেশের প্রখ্যাত গাইনি চিকিৎসক এবং প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সেহেরীন এফ. সিদ্দিকা।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপনে অধ্যাপক ডা. সেহেরীন এফ. সিদ্দিকা বলেন, দেশের বিপুল সংখ্যক কিশোরী, তরুণীদের স্বাস্থ্য সুরক্ষা দরকার। এ কারণে কিশোরী স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং সুষম খাদ্যের ওপর জোর দিতে হবে। প্রাণবন্ত উপস্থাপনায় তিনি কলেজের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের প্রশ্ন করেন।

তিনি বলেন, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, নারী শক্তিকে জোরদার করার জন্য সচেতনতার বিকল্প নেই। তাই প্রতিটি মেয়েকে সচেতন হবে। জীবনের জন্য যা যা ক্ষতিকর তা পরিহার করতে হবে। কি-নোট উপস্থাপনায় তিনি আরও বলেন, বাংলাদেশে ৫ কোটি নারী জরায়ুমুখ ক্যানসারে আক্রান্তের ঝুঁকিতে আছে। প্রতি বছর এই ক্যানসারে ১০ হাজার নারী মারা যায়। ভ্যাকসিন নেওয়ার মধ্য দিয়ে এই মৃত্যু ও ঝুঁকি পরিহার করা সম্ভব। সবাইকে এ বিষয়ে তাই সচেতন হতে হবে।

অনুষ্ঠানের চেয়ারপার্সন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শামসুন নাহার বলেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে মেয়েদের নিজের স্বাস্থ্য সম্পর্কে গভীরভাবে জানা ও তা সুরক্ষার পথ তৈরি হবে। রাষ্ট্রকে এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইয়াহা ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ডাক্তার মো. আবিদ হোসেন মোল্লা, ভাইস প্রেসিডেন্ট ডাক্তার সায়রা তাসনিম, ইডেন মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর খালিদা ইয়াসমিন, ইডেন মহিলা কলেজের টিচার্স কাউন্সিল অব দ্য কলেজ প্রফেসর মাহফিল আরা বেগম, পুষ্টিবিদ ডাক্তার শামসুন্নাহার নাহিদ এবং মেরি স্টোপস বাংলাদেশের অ্যাডভোকেসি লিড মনজুন নাহার। ইনসেপ্টার পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার শহীদুল ইসলাম এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হোমায়রা ফাতেমা অনন্যা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক রীতা হালদার।

অনুষ্ঠান উপলক্ষে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস জরায়ুমুখ ক্যানসার বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক ফেস্টুন, ব্যানার দিয়ে সাজানো হয়। এখানে উল্লেখ্য যে, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে দেশীয় কোম্পানিগুলোর মধ্যে ইনসেপ্টা প্রথমবারের মতো ‘প্যাপিলোভ্যাক্স’ নামে ভ্যাকসিন তৈরি করে আসছে। ৯-৪৫ বছর বয়সের সব নারী এই ভ্যাকসিনটি নিয়ে জরায়ুমুখ ক্যানসার সহজেই প্রতিরোধ করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামদানিকে ওবামার ফোন, পরামর্শক হওয়ার প্রস্তাব

নির্বাচন ও শপথ শেষেও আসন না পেয়ে গতিহীন চাকসু

অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতির সমাপ্তি : তুলসী গ্যাবার্ড

রেমিট্যান্সে সুবাতাস অব্যাহত, অক্টোবরে এলো ২৫৬ কোটি ডলার

বরিশালে শয়তানের নিঃশ্বাসে নিঃস্ব ব্যবসায়ীসহ সাধারণ মানুষ

শিহাবের মৃত্যুতে এলাকায় শোক, আসামিরা কেউ ধরা পড়েনি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদত্যাগ

কোনো দলকে খুশি করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় : ডা. তাহের

সুন্দরের ‘সুন্দর ব্যাটিংয়ে’ সিরিজে সমতা ভারতের

নববধূর হাতে মেহেদির রঙ না মুছতেই প্রাণ হারালেন স্বামী

১০

পদ্মার এক পাঙাশ ৭০ হাজারে বিক্রি

১১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

১২

তামিমকে নিজেদের দলে চায় বরিশালের ‘নতুন ফ্র্যাঞ্চাইজি’

১৩

আইন উপদেষ্টার বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ তুলল এনসিপি

১৪

দীর্ঘদিন ফ্রিজে রাখা মাংস খেলে কি ক্যানসারের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ

১৫

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ড. ইউনূসকেই দিতে হবে : হাসনাত

১৬

বিএনপির এক নেতাকে শোকজ

১৭

সৌদিতে ব্যাপক ধরপাকড়, এক সপ্তাহেই ২১ হাজারের বেশি গ্রেপ্তার

১৮

আখরোট নাকি কাঠবাদাম, শীতে শরীরের জন্য কোনটি বেশি উপকারী?

১৯

ঝিলের জায়গায় রামপুরা থানার স্থায়ী ভবন নির্মাণ বন্ধের নির্দেশ

২০
X