

দেশের শীর্ষস্থানীয় প্রসাধনী উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড রোববার (৭ ডিসেম্বর) তাদের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (AGM) ডিজিটাল প্ল্যাটফর্মে সফলভাবে সম্পন্ন করেছে। বিকাল ৩টা ১৫ মিনিটে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম।
সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন ও কাজী মামুনুল আশরাফ, কোম্পানি সচিব মোঃ কামরুজ্জামান, এফসিএমএ এবং প্রধান অর্থ কর্মকর্তা (CFO) মো. শামীম কবির, এফসিএমএ।
AGM-এ ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং কোম্পানির সার্বিক পারফরম্যান্স নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে আলোচ্যসূচিগুলো অনুমোদিত হয়।
কোম্পানির ধারাবাহিক ব্যবসায়িক সফলতা ও শেয়ারহোল্ডারদের প্রতি প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৬৫% নগদ লভ্যাংশ এবং ১০% বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদন করা হয়।
মন্তব্য করুন