সারা দেশে স্মার্ট স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে ডিজিটাল প্লাটফর্ম ডকটাইম অ্যাপ। যেখানে এক হাজার ৩০০ বেশি চিকিৎসকের মধ্য থেকে পছন্দের জাক্তারকে ঘরে বসেই মাত্র ১০ মিনিটে দেখাতে পারা যায় বলে অ্যাপের নির্মাতারা জানিয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ভবন মিলনায়তনে এক সেমিনারে ডকটাইমের ফাউন্ডার সিইও আনোয়ার হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, কোভিডকালিন সময়ে মানুষের দোড়গোড়ায় চিকিৎসাসেবা পৌছে দেওয়ার লক্ষ্যে ২০২০ সালে ডকটাইমের যাত্রা। এরপর অল্প সময়ে সাধাররণ মানুষ ডকটাইমের সেবায় আকৃষ্ট হয়। ফলে অল্প সময়ে গুগল প্লে স্টোর থেকে প্রায় ১০ লাখেরও বেশি মানুষ অ্যাপটি ডাউনলোড করেছেন। তারা ৪ কোটিরও বেশিবার অ্যাপটি ভিজিট করেছেন। তাদের মধ্যে চার লাখ ব্যবহারকারী অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
তিনি বলেন, ডকটাইমের কারণে প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে রাজধানীর টাকশিয়ারি বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারছেন। যা একসময় ছিল অকল্পনীয়। এ ছাড়াও হোম মেডিসিন ডেলিভারি ও হোম ডায়াগনস্টিক টেস্ট অর্ডারসহ স্বাস্থ্যসেবার প্রায় সকল পরিষেবা পাওয়া যাচ্ছে। ফলে উন্নত স্বাস্থ্যসেবা হয়ে উঠেছে আরো অনেক বেশি সহজলভ্য ও সাশ্রয়ী। প্রথম থেকে এ পর্যন্ত প্রতিদিন ডকটাইমে গড়ে ৬০০-এরও বেশি মানুষ ডাক্তার ভিডিও কনসালটেশন সার্ভিস নিয়েছে।
ডকটাইমের সিইও বলেন, জরুরি মুহূর্তে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ সেবা গ্রহণের সুযোগ অনেক বেশি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করছে। এছাড়া ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতিতে দেশের মানুষের সুস্থতা নিশ্চিতেও ২৪ ঘণ্টা অভিজ্ঞ চিকিৎসকের ভিডিও কনসালটেশন সার্ভিস দিয়েছে ডকটাইম। এজন্য রোগীকে বাইরে যেতে হয়নি। ঘরে বসেই তারা অনলাইনে ডেঙ্গু সংক্রান্ত ডাক্তারের পরামর্শ নিয়েছেন । কনসালটেশন শেষে অ্যাপের মধ্যেই পেয়েছেন ডাক্তারের দেওয়া ই-প্রেসক্রিপশন। পরীক্ষা/নিরীক্ষার প্রয়োজনেও ডকটাইমের মাধ্যমে ডায়াগনস্টিক টেস্ট অর্ডার করে ঘরে বসে টেস্ট করেছেন। অভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ান দ্বারা ঘর থেকেই স্যাম্পল সংগ্রহ করে দ্রুততম সময়ে রিপোর্ট পৌঁছে দিয়েছে রোগীদের দ্বারপ্রান্তে। পাশাপাশি একই রিপোর্ট অ্যাপেও আপলোড করে দেওয়া হয়েছে। এতে রোগীরা ঘরে বসেই ডেঙ্গুর মতো ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় ২৪ ঘণ্টা ডাক্তার পরামর্শসহ সকল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পেরেছেন।
ডকটাইমের ফাউন্ডার ও সিইও আনোয়ার হোসেন জানান, দেশের প্রতিটা ঘরে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে ডকটাইম। অ্যাপের মাধ্যমে স্বল্প খরচে উন্নতমানের ডিজিটাল স্বাস্থ্যসেবা শহর থেকে গ্রাম, সবস্থানে পৌঁছে দিতে পেরে এবং প্রতিদিন অসংখ্য মানুষকে ভিডিও কনসালটেশন, বিশেষ করে গভীর রাতে বাংলাদেশের ৬৪ জেলার লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করছে এই ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্মটি। একইসঙ্গে, সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণে হয়ে উঠেছে পথপ্রদর্শক।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং ডা. তানজিনা প্রমুখ।
মন্তব্য করুন