

ইরাকে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় কোনো দেশের ‘বাহ্যিক হস্তক্ষেপ’ মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক মন্তব্যে ইরাক বিষয়ক মার্কিন বিশেষ দূত মার্ক সাভায়া এ কথা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি জানান, শিগগিরই তিনি ইরাক সফর করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি আশা প্রকাশ করেন যে সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতি অব্যাহত থাকবে এবং আলোচনাও এগিয়ে যাবে।
গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইরাকের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫৬ শতাংশের বেশি। নির্বাচনের পর দেশটির প্রধান রাজনৈতিক জোটগুলো নতুন সরকার গঠনে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ইরাকের প্রচলিত ক্ষমতা বণ্টন কাঠামো অনুযায়ী—প্রধানমন্ত্রী হন শিয়া সম্প্রদায় থেকে, সংসদের স্পিকার নির্বাচিত হন সুন্নি সম্প্রদায় থেকে আর প্রেসিডেন্ট থাকেন কুর্দি সম্প্রদায় থেকে।
মন্তব্য করুন