

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে মার্কিন প্রস্তাবিত শান্তি পরিকল্পনা আগামী ২৭ নভেম্বরের মধ্যেই মেনে নিতে হবে—এমন আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শীত শুরু হওয়ার আগেই কূটনৈতিক সমাধান চূড়ান্ত করতে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন যুদ্ধ শুরু করতে চান না। একইসঙ্গে তিনি জানান, রাশিয়ার তেল রপ্তানির ওপর নতুন নিষেধাজ্ঞা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র, যা মস্কোর জন্য আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি কঠিন করে দেবে।
মার্কিন প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ২৮টি শর্ত রয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়। এর মধ্যে ইউক্রেনকে ক্রিমিয়া, লুহানস্ক ও দোনেৎস্কে রাশিয়ার নিয়ন্ত্রণ স্বীকার করা, সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছয় লাখে সীমিত করা এবং ভবিষ্যতে ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো নিরাপত্তা নিশ্চয়তা, পুনর্গঠন সহযোগিতা ও অর্থনৈতিক ইন্টেগ্রেশনের প্রতিশ্রুতি দেবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দেশের জন্য এটি ইতিহাসের এক কঠিন মুহূর্ত। তিনি জানান, ইউক্রেনকে কঠিন শর্ত মেনে নেওয়া বা কঠিন শীতসহ যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ অংশীদারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নেওয়া—এই দুইয়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হচ্ছে।
জেলেনস্কি বলেন, তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথের প্রতি অটল থাকবেন। একইসঙ্গে ইউক্রেন নিজেদের প্রস্তাবও দেবে, যাতে রাশিয়া কিয়েভকে শান্তি বাধাগ্রস্তকারী হিসেবে তুলে ধরতে না পারে।
এদিকে ক্রেমলিন জানিয়েছে, এখনো যুক্তরাষ্ট্রের কাছ থেকে শান্তি পরিকল্পনা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। তবে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার সামরিক চাপ ইউক্রেনকে আলোচনায় আনতেই প্রয়োগ করা হচ্ছে। তিনি কিয়েভকে এখনই আলোচনায় বসার আহ্বান জানান।
মন্তব্য করুন