২০৪০ সালে মধ্যে ‘তামাকমুক্ত বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
শুক্রবার (৩১ মে) সকালে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০৪০ সালের মধ্যে ‘তামাকমুক্ত বাংলাদেশ’ গড়ার জন্য প্রধানমন্ত্রীর যে ঘোষণা দিয়েছেন, সেটি বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও খেলার মাঠের ১০০ গজের মধ্যে তামাকজাতীয় পণ্য বিক্রি নিষিদ্ধ করাসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি প্রত্যাশা করেন, ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে অনেকটাই এগোবেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এ বছর তামাকবিরোধী সম্মাননা ভোরের কাগজের রিপোর্টার সেবিকা দেবনাথ ও ইন্ডিপেনডেন্ট টিভির রুহুল আমিনকে প্রদান করা হয়।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের আওতায় থাকা কোনো প্রতিষ্ঠানে যদি ডেঙ্গু বা অ্যাডিস মশার লার্ভা পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গু নির্মূলে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন