কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১১:৪৪ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সাব-ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষার প্রস্তুতি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে লিখিত পরীক্ষা হবে শনিবার (১৭ জুন)। নতুন সিলেবাস, নম্বর বিভাজন ও বিগত সালের প্রশ্নের আলোকে এ পদের নিয়োগ পরীক্ষার জন্য পরামর্শ দিয়েছেন মোহাম্মদ জয়নাল আবেদীন

বাংলা

বাংলায় নম্বর ৫০। লিখিত পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন কমন পড়ে বাংলায়। ব্যাকরণ অংশে নম্বর ভালোই তোলা যায়। রচনা, ভাবসম্প্রসারণ, সারমর্ম, পত্র, বাংলায় অনুবাদ, বানান শুদ্ধিকরণ, বাক্য সংকোচন, বাগধারার অর্থসহ বাক্য রচনা প্রভৃতি সম্পর্কে জ্ঞান রাখতে হবে।

১৫ নম্বর বরাদ্দ থাকা রচনার জন্য গুরুত্বপূর্ণ টপিক হলো— ক. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; খ. আধুনিক তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ; গ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাবসম্প্রসারণে থাকে ১০ নম্বর। এক কথায় প্রকাশে থাকে ৫ নম্বর।

নমুনা প্রশ্নোত্তর—এক হতে আরম্ভ করে (একাদিক্রমে), যা বালকের মধ্যেই সুলভ (বালকসুলভ), যা কষ্টে নিবারণ করা যায় (দুর্নিবার), যা নাড়ানো যায় (জঙ্গম), ময়ূরের পুচ্ছ বিস্তার (পেখম)।

বাগধারার অর্থসহ বাক্য রচনায় থাকে ৫ নম্বর। নমুনা প্রশ্নোত্তর—ঢাকের বায় (সঙ্গে থাকে অথচ অকর্মণ্য ব্যক্তি), এসপার ওসপার (মীমাংসা), ছক্কা পাঞ্জা (ইতঃস্তত করা), পরের মাথায় কাঁঠাল ভাঙা (অন্যকে ফাঁকি দিয়ে কার্যসিদ্ধি), ফেঁপে ওঠা (ধনী হওয়া), পেটের ভাত চাল হওয়া (অতিরিক্ত দুর্ভাবনায় পড়া)।

বাংলায় অনুবাদে থাকে ৫ নম্বর এবং সন্ধিতে থাকে ৫ নম্বর। কয়েকটি নমুনা প্রশ্নোত্তর Ñ বাগদত্তা = বাক্ + দত্তা, পতঞ্জলি = পতৎ + অঞ্জলি, প্রাতঃকাল = প্রাতঃ + কাল, স্বেচ্ছা = স্ব + ইচ্ছা, ব্যর্থ = বি + অর্থ

বানান শুদ্ধিকরণে থাকে ৫ নম্বর। নমুনা প্রশ্নোত্তর—পীপিলিকা, নাগরীক, গিতাঞ্জলি, উপকারীতা, মিমাংসা। উত্তর : পিপীলিকা, নাগরিক, গীতাঞ্জলি, উপকারিতা, মীমাংসা।

ইংরেজি

ইংরেজিতে নম্বর ৫০। এখানে Essay, Letter, Fill in the Blank, Tense, Voice, Article, Parts of Speech, Correct Spelling, Antonym, Narration, Translation, Choose the correctly spelt word, Preposition, Correction প্রভৃতি পড়তে হবে। Sentence Correction করতে Grammar and Vocabulary পড়তে হবে ভালো করে।

১০ নম্বর বরাদ্দ থাকে রচনায়। নমুনা টপিক—Father of the Nation Bangabandhuslife and ideology, Padma Bridge (Its Impact on our national economy), Importance of modern technology.

লেটারে থাকে ১০ নম্বর। নমুনা বিষয়—Write a letter to your friend in abroad describing him the steps of applying for the post of Cadet Sub-Inspector of Police. Or Write an application to the Mayor of your municipality to ensure safe drinking water in your locality.

Passage-এ থাকে ১০ নম্বর। Fill in the blanks with appropriate prepositions-এ থাকে ৫ নম্বর। নমুনা প্রশ্নোত্তর—(a) Everybody longs—happiness. Don’t hanker—money. (c) Early rising is congenial— health. (d) You have to abstain—bad habit like smoking. (e) The man was charged—theft. (f) It is far—my reach. Ans : (a) for; (b) after; (c) to; (d) from; (e) with. (f) beyond.

5. Correct the following sentences (any five)-এ থাকে ৫ নম্বর। নমুনা প্রশ্নোত্তর—a. He has been ill from last Monday. Ans : He has been ill since last Monday. b. One should take care of his health. Ans : One should take care of one’s health. c. The quality of the mangoes are good. Ans : The quality of mangoes is good. d. Let you and I go. Ans : Let you and me go. e. My mother gave me many advices. Ans : My mother gave me many pieces of advice. f. I shook his hands. Ans : I shook his hand.

এ ছাড়া অনুবাদে থাকে ১০ নম্বর।

সাধারণ জ্ঞানে নম্বর ৫০।

লিখিত পরীক্ষায় পাস করতে এই অংশে সবচেয়ে ভালো নম্বর পেতে হবে। সাধারণ জ্ঞানের সিলেবাস নেই। বাংলাদেশ বিষয়াবলি অংশ বিশেষ করে সংবিধান, অধিকার, মুজিবনগর সরকার, বাংলাদেশের ইতিহাস, জলবায়ু, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, কৃষি, অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, সরকার ব্যবস্থা, গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রতিষ্ঠান ইত্যাদি পড়তে হবে। আন্তর্জাতিক বিষয়াবলিতে মহাদেশ-সংক্রান্ত তথ্য, বিশেষ অঞ্চল, সমসাময়িক ঘটনা, যুদ্ধ, সংঘাত, বিভিন্ন বিভিন্ন দেশের শাসন ও সরকার ব্যবস্থা, বিখ্যাত প্রতিষ্ঠান, প্রণালি, ব্যাংক, জাতিসংঘ ও তার অঙ্গসংগঠন, বিভিন্ন জোট, চুক্তি, খেলা, খনিজসম্পদ, বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা ও পার্লামেন্টের নাম জানতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি অংশে বিশেষ করে মহাকাশ, স্যাটেলাইট, আলো, তড়িৎ প্রবাহ, সিস্টোলিক চাপ, মহাকাশ ও বিজ্ঞান, কম্পিউটার, বিভিন্ন রোগের কারণ এবং মানবদেহের গঠন সম্পর্কে জ্ঞান নিতে হবে।

বিশ্লেষণমূলক প্রশ্নে থাকে ২০ নম্বর। নমুনা প্রশ্ন—ক). আটলান্টিক সনদ কী? আটলান্টিক চার্টারের ৮টি মূলনীতি কী? প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ?

বাংলাদেশ বিষয়াবলিতে থাকে ১০ নম্বর। নমুনা প্রশ্ন—বাংলাদেশের জলবায়ু কী ধরনের? বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? ‘বঙ্গবন্ধু দ্বীপ’ কোথায়? চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী? বর্তমান সরকার কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তা করেছে? বেসরকারি বিল কাকে বলে? আন্তর্জাতিক বিষয়াবলির (১০) নমুনা প্রশ্ন—বলকান রাষ্ট্রসমূহ কী কী? কিয়োটা প্রটোকল কী, জাতিসংঘের উদ্দেশ্য কী? বিশ্ব অর্থনৈতিক ফোরাম কী? সার্ক কোন সালে, কোথায় প্রতিষ্ঠিত হয়?

টিকায় থাকে ১০ নম্বর। যেমন—বায়োম, সাভানা, ESCAP, ICSID ও কমনওয়েলথ।

গণিত

এতে নম্বর থাকে ৫০। পাটিগণিতে থাকবে ১০ নম্বর। গতিবেগ, দূরত্ব, লসাগু, গসাগু, শতকরার মাধ্যমে লাভ-ক্ষতি, সুদ-কষা, নৌকা ও স্রোতের বেগ, গড় সময়, ধারা ও মানসিক দক্ষতা থেকে প্রশ্ন আসে। নমুনা প্রশ্ন—১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষের ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত? দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির লসাগু ৯৬ হলে গসাগু কত? চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বাড়ল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?

এ ছাড়া বীজগণিতে থাকে ১০ নম্বর। উৎপাদকে বিশ্লেষণ ১০ নম্বর, মান নির্ণয়ে ১০ নম্বর। জ্যামিতিতে থাকে ১০ নম্বর। বর্গক্ষেত্র, চতুর্ভুজ, রম্বস, সামন্তরিক, জ্যা, বিভিন্ন ক্ষেত্রফল বের করার সূত্র জানতে হবে।

লেখক : প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা।

Elon Musk thinks beyond imagination ♠️pic.twitter.com/bwOMLx1wLI

— Big Tesla (@hikingskiing) June 24, 2023
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংকে গরুর মাংস খাওয়া নিষেধ, প্রতিবাদে কর্মীদের ‘পার্টি’

ব্যাংকিং টিপস / ঋণ নেওয়ার আগে যেসব চিন্তাভাবনা জরুরি

বাংলা সিনেমায় মুগ্ধ অনুপম খের

ফের ছোট পর্দায় ফিরছেন মধুমিতা

প্রকৃতির আশীর্বাদপুষ্ট ঔষধি নিম

বিসিবির নির্বাচন জিতলে কী কী পদক্ষেপ নেবেন, জানালেন তামিম

৫০০ সাংবাদিককে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

ধূমপানের ক্রেভিং কমাতে সাহায্য করে যে ফল

‘ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার ছাড়া নির্বাচন উৎসবমুখর হবে না’

স্থানীয়দের সঙ্গে চবি শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১০

টানা তিন জয়ে লা লিগার শীর্ষে রিয়াল

১১

মোদি এখন কোথায়?

১২

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত?

১৩

স্যামসাং টিভি ও মনিটরে আসছে মাইক্রোসফটের 'কোপাইলট' চ্যাটবট

১৪

সৌন্দর্যে ভরে উঠছে ত্রিশালের চেচুয়া বিল

১৫

আজ মুখোমুখি অবস্থানে যেতে পারেন বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমাধারীরা

১৬

৩১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

সিঙ্গারে চাকরির সুযোগ, থাকবে ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড

১৮

টাঙ্গাইলে সাত মাসে সাপের কামড়ের শিকার ৫৩৫ জন

১৯

ব্যাংক এশিয়ায় রিলেশনশিপ ম্যানেজার পদে আবেদন করুন আজই

২০
X