কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

গ্রিন টি নাকি রং চা, স্বাস্থ্যর জন্য কোনটি ভালো?

গ্রিন টি ও রং চা। ছবি : সংগৃহীত
গ্রিন টি ও রং চা। ছবি : সংগৃহীত

আমাদের দেশে চা অন্যতম একটি জনপ্রিয় পানীয়। চা মূলত ক্যামেলিয়া সিনেনসিসগাছের পাতা থেকে আসে। প্রক্রিয়াজাতকরণের পার্থক্যের কারণে নাম বদলে হয় গ্রিন টি বা রং চা। এ দুই ধরনের চা শরীরের জন্য উপকারী। তবে মূল পার্থক্য হলো রং চায়ে অক্সিডাইজ করা হয়, আর গ্রিন টিতে হয় না।

রং চা চারটি ধাপের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়। যার ফলে পাতাগুলো হয় গাঢ় বাদামি। যে কারণে এর স্বাদ হয় তীব্র। এতে ক্যাফেইনের পরিমানও সবচেয়ে বেশি থাকে। ফলে খাওয়ার সঙ্গে সঙ্গে এনার্জি মিলে।

অন্যদিকে, গ্রিন টি প্রক্রিয়াজাতে অরগানাইজেশন হয় না, ফলে এটি সবুজ থাকে। গ্রিন টির ক্ষেত্রে পাতা তোলার পর চুলার হালকা তাপে শুকানো হয়। এ চায়ে ভরপুর অ্যান্টি–অক্সিডেশন থাকে। ফলে গ্রিন টি পানে অনেক উপকার পাওয়া যাবে।

এ দুটিই চা হলেও এর মধ্যে গুণাগুণে কিছু ভিন্নতা রয়েছে-

অ্যান্টি–অক্সিডেন্টের মাত্রা

রং চায়ের চেয়ে গ্রিন টিতে অ্যান্টি–অক্সিডেন্টের উপস্থিতি বেশি। গ্রিন টিতে থাকা ক্যাটাচিন নামের উপাদান ক্যানসারের কোষের জিনের গতিবিধি নিয়ন্ত্রণ করে।

ক্যাফেইনের মাত্রা

গ্রিন টির তুলনায় রং চায়ে ক্যাফেইন মাত্রা কিছুটা বেশি। তাই ঘুম ভাব, ক্লান্তি দূর করে কাজ শুরু করার জন্য রং চা–ই ভালো।

ওজন নিয়ন্ত্রণ

গ্রিন টিতে আছে ক্যাটাচিন নামের উপাদান। যে কারণে ক্ষুধা অনুভব হয় কম। ফলে ওজন কমানোর জন্য পুষ্টিবিদেরা গ্রিন টি খাওয়ার পরামর্শ দেন।

হৃদ্‌যন্ত্রের উপকারিতা

গ্রিন টি রক্তনালির চাপ হ্রাস করে হৃদ্‌যন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। রং চায়ে একাধিক পলিফেলোনিক যৌগ থাকায় হৃদ্‌যন্ত্রকে সুস্থ রাখার পাশাপাশি ক্ষতিকর কোলেস্টেরল ও টিজির মাত্রা নিয়ন্ত্রণ করে। ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়।

মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি

এই দুই ধরনের চা–ই মস্তিষ্কের সচলতা ও বিপাক ঠিক রাখতে কাজ করে। তবে এদিকে গ্রিন টি একটু এগিয়ে। শরীর ঠান্ডা করার পাশাপাশি মানসিক প্রশান্তি দেয় এই চা। এতে থাকা এল থিয়েনিন উপাদান পারকিনসন ও আলঝেইমারের মতো সমস্যাগুলো হওয়ার আশঙ্কা কমায়।

প্রদাহজনিত প্রতিরোধ

গ্রিন টিতে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট থাকে বলে ইনফ্লামেশন বা প্রদাহ থেকে বাঁচায়। রোগ প্রতিরোধক্ষমতা তৈরি করে।

দাঁত ও হাড়ের স্বাস্থ্য

গ্রিন টি ও রং চা—দুটিতেই পর্যাপ্ত ফ্লোরাইড পাওয়া যায়। তাই দাঁত ও হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী।

মুখের দুর্গন্ধ

গ্রিন টির পলিফেনলস যৌগ ব্যাকটেরিয়ানাশক হিসেবে কাজ করে। সংক্রমণ ঠেকাতে সাহায্য করে। ফলে মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে গ্রিন টি।

তাই দেখা যাচ্ছে উভয় চা–ই উপকারী। গন্ধ, স্বাদ ও প্রয়োজনীয়তা অনুসারে এখন আপনিই বেছে নিন, কোনটা পান করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো নির্বাচন নয় : হাসনাত

পিছিয়ে গেল বিপিএলের নিলাম

মলিকুলার ডায়াগনোসিস-গবেষণা-বৈজ্ঞানিক দক্ষতা উন্নয়ন যৌথ কাজের অঙ্গীকার

নাসিম শাহর বাড়ি লক্ষ্য করে গুলি

সরকারি মেডিকেল কলেজে কমলো ৩৫৫ আসন

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ জানা গেল, আবেদনে যোগ্য যারা

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৫

বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

স্বাগতিকদের অম্লমধুর দিন

১০

রাতে রাজধানীর আরেক জায়গায় ককটেল বিস্ফোরণ

১১

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

১২

জামিনে বেরিয়ে সংঘবদ্ধ করার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩

প্লট বা ফ্ল্যাট হস্তান্তরে কারও অনুমতি লাগবে না : গণপূর্ত মন্ত্রণালয়

১৪

কুড়ির এশিয়ান কাপে সঙ্গী চীন

১৫

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

১৬

বন্দর ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মাশুল নিয়ে দর-কষাকষি চলছে : নৌ উপদেষ্টা

১৭

দিল্লিতে বিস্ফোরণের আগে ‘রহস্যময়’ অভিযান, যা জানা গেল

১৮

দেশ কীভাবে পরিচালিত হবে ৩১ দফায় সবই রয়েছে : হারুনুর রশিদ

১৯

কর্মজীবী নারীদের নতুন প্রস্তাব দিলেন জামায়াত আমির

২০
X