কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

১৪ জুলাই: আজকের রাশিফলে কী আছে জেনে নিন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

প্রতিটি দিনই নিয়ে আসে নতুন সম্ভাবনা, আশা, আর কখনো কখনো কিছু সতর্কবার্তা। জীবনের প্রতিটি মুহূর্তে, আকাশের গ্রহ-নক্ষত্রগুলোর চলাচল আমাদের ভাগ্য ও মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে।

আজকের রাশিফলে জেনে নিন আপনার দিনটা কেমন যাবে, কোন দিকে রাখবেন বিশেষ নজর, আর কোথায় থেকে পেতে পারেন সাফল্যের ইঙ্গিত। প্রেম, সম্পর্ক, কর্মজীবন, অর্থ ও স্বাস্থ্য- সব দিক জেনে নিন দিনের শুরুতেই।

চলুন, দেখে নেওয়া যাক আজকের আকাশের গ্রহ-নক্ষত্ররা কি বলতে চাচ্ছে আপনাকে।

মেষ (২১ মার্চ–২০ এপ্রিল)

বিদেশযাত্রার আলোচনা উঠে আসতে পারে আজকে। তবে অতিরিক্ত ক্রোধে বা রাগে আপনার কাজে বাধা আসতে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনা আজ ভালোভাবেই এগোবে। আজকের দিনে প্রশাসনিক দায়িত্ব এড়িয়ে চলাই ভালো। চোখে অস্বস্তি থাকতে পারে, তবে মন ভালো রাখুন। ভালো কোনো চিন্তা বা অনুভূতি আজকে সারাদিন আপনাকে ঘিরে রাখবে। ভ্রাতৃবিরোধের আশঙ্কা আছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। বাড়িতে আত্মীয় আসতে পারে। মেধা প্রকাশের সুযোগ পাবেন, তবে সমাজসেবায় অযথা না যাওয়াই ভালো। মানহানির ঝুঁকি রয়েছে।

শুভ সংখ্যা: শুভ রং: ক্রিম ও সাদা

বৃষ (২১ এপ্রিল–২০ মে)

এ রাশির অভিনেতারা আজ বিশেষ সুযোগ পাবেন। প্রেমে হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে ভেবেচিন্তে আগাবেন। শেয়ারবাজারে লাভের সম্ভাবনা আছে, তবে সতর্ক থাকুন। কর্মপ্রতিষ্ঠানে দক্ষতা দিয়ে সুনাম লাভ করবেন। সংসারে সম্পত্তি-সম্পর্কিত অস্থিরতা দেখা দিতে পারে। চেষ্টা করলে যে কোনো কাজের ফল শুভ হবে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের প্রতি নমনীয় থাকুন। রাস্তায় ছোটোখাটো আঘাতের ঝুঁকি আছে।

শুভ সংখ্যা: শুভ রং: গোলাপি

মিথুন (২১ মে–২০ জুন)

সারাদিন কোনো না কোনো ভয় ভয় ভাব আপনার মনকে অস্থির করবে। স্ত্রীর সুবাদে বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে। দুস্থ কারো পাশে দাঁড়াতে হতে পারে। শারীরিক সমস্যা সক্রিয় হবে। গৃহনির্মাণের কাজে বাধা আসতে পারে। সপরিবার ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। যান চালনায় সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে বদলের সম্ভাবনা ও ব্যবসায় কৌশলে উন্নতি আশা করা যায়।

শুভ সংখ্যা: শুভ রং: বাদামি ও ধূসর

কর্কট (২১ জুন–২০ জুলাই)

বেকারদের নতুন উদ্যোগ নিতে উৎসাহ বাড়বে। মাতৃস্থানীয় কারো সঙ্গে মতপার্থক্য দেখা দেবে। সংগীতচর্চায় নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। পরিশ্রমের ফল মিলবে, প্রতিবেশীর মাধ্যমে ব্যবসায় সহায়তা পাবেন। কোনো প্ররোচনায় পড়ে হঠাৎ কোনো কাজ শুরু না করাই ভালো। পারিবারিক অশান্তি যদি থেকে থাকে তবে দ্রুত হ্রাস পাবে। অতিরিক্ত কথা বলায় ঝামেলা হওয়ার ঝুঁকি আছে তাই কথা কম বলুন। পেটের সমস্যা দেখা দিতে পারে।

শুভ সংখ্যা:শুভ রং: কালো ও নীল

সিংহ (২১ জুলাই–২০ আগস্ট)

মানসিক অস্থিরতা বাড়তে পারে। কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুদের মাধ্যমে ক্ষতি হতে পারে, ব্যবসায় দুশ্চিন্তা বাড়বে। অন্যের প্রতি আচরণে যত্নবান থাকুন। তবে নতুন ব্যবসায় শুভ সূচনা হবে, চাকরিতে বন্ধুত্ব ও সুনাম বাড়বে। পুরনো ইচ্ছাও পূরণ হবার সম্ভাবনা আছে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে বুঝে কথা বলুন- ইতিবাচক সমাধান আসবে।

শুভ সংখ্যা: শুভ রং:গোলাপি

কন্যা (২১ আগস্ট–২২ সেপ্টেম্বর)

অন্যকে সুখী করতে গিয়ে নিজের স্বার্থ ত্যাগ করতে হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পাবেন। প্রতিযোগিতায় জয় সম্ভব, তবে ভুল বুঝে মিথ্যা আশ্রয় না নেবেন। দাম্পত্যে কিছুটা দুরত্ব থাকবে, কোনো সমস্যা থাকলে আলোচনা করে দ্রুত সমাধান করুন। শারীরিক দুর্বলতায় ভুগতে পারেন। কর্মস্থানে সুনাম আসতে পারে। গুরুজনের কথায় বিশেষ গুরুত্ব দিন, বাড়ির দায়িত্বে সক্ষম হবেন।

শুভ সংখ্যা:শুভ রং: বাদামি ও ধূসর

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)

নামকরা কাউকে জানার মাধ্যমে আপনি লাভবান হতে পারেন। ধর্মীয় আলোচনায় সুনাম বাড়বে। আবেগে অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন না, না হয় ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা দ্রুত কাটবে। প্রিয় বন্ধুর সঙ্গে আপনাকে দেখা হতে পারে। খাদ্য নিয়ে লোভ সামলাতে না পারলে স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে। বন্ধুদের মাধ্যমে সম্মান পাবেন। ব্যবসার ক্ষেত্রে নিজের মনোবল বাড়ান। কাউকে পরামর্শ না দেয়াই ভালো- অতিরিক্ত বন্ধুপ্রীতি ঝামেলা টেনে আনতে পারে। দাম্পত্য জীবনে হঠাৎ অশান্তি হতে পারে।

শুভ সংখ্যা:শুভ রং: ক্রিম ও সাদা

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)

আজকের দিনে আপনার সম্মান নিয়ে উদ্বেগ থাকতে পারে। কর্মস্থলের দায়িত্বেও ঝামেলা আসতে পারে। শারীরিক অসুস্থতায় অর্থ ব্যয় বাড়বে। পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসবে। তবে প্রেমের যেকোনো সমস্যা থেকে আজ থেকে মুক্তি পাবেন। দাম্পত্যে মতবিরোধ কাটবে। আজ কোনো মামলায় পা না দিলেই ভালো। পুরনো শত্রু আজ বন্ধু হিসেবে আচরণ করবেন, তবে সতর্ক থাকুন।

শুভ সংখ্যা: শুভ রং: লাল ও মারুন

ধনু (২২ নভেম্বর–২০ ডিসেম্বর)

সঞ্চয় করার প্রবণতা বাড়বে। কথা বলার ক্ষেত্রে সতর্ক হোন। সন্তান নিয়ে সংসারে কলহ হতে পারে। আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা রয়েছে। নিজ প্রতিভার বিকাশ হবে, সেক্ষেত্রে মনযোগ দিন। কোনো ভয় আপনার চিন্তা-ভাবনা আর বিচার-বিবেচনা বিকৃত করতে পারে, আবেগে কাজ করবেন না। আমাশয় জাতীয় সমস্যা দেখা দিতে পারে। তবে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে, বড়দের স্বাস্থ্যে কিছুটা সমস্যা হতে পারে। উচ্চশিক্ষার জন্য সুযোগ আসবে।

শুভ সংখ্যা:শুভ রং: গোলাপি

মকর (২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি)

ব্যবসায় আজ তেমন লাভ নেই, অর্থক্ষতির আশঙ্কা আছে। তবে ছাত্রছাত্রীরা আজ নিজের বহুমুখ প্রতিভা দেখাবেন। নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে, তবে প্রয়োজনে কারও সঙ্গে কথা বলেন। শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। বাড়ির বাইরে পরিস্থিতি ভালো না-ও হতে পারে, তবে ঘরে আজ ইতিবাচক পরিবেশ থাকবে। গুরুজনদের সঙ্গে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্র আজ দিনটা শুভ। আপনার ধৈর্যের প্রশংসা পাবেন। সংসারে বা ব্যবসায় বিশেষ পরিবর্তন আসছে।

শুভ সংখ্যা: শুভ রং: গোলাপি

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

চাকরিতে দিনটি ভালো কাটবে, তবে সন্তান নিয়ে চিন্তায় থাকতে পারেন। প্রতিবেশীদের ক্ষেত্রে আজ সতর্ক থাকুন। ঋণের পরিমাণ বাড়তে পারে। ভালো ব্যবহার করুন, এতে আপনার জনপ্রিয়তা বাড়বে। সম্পত্তি রক্ষণাবেক্ষণে দাম্পত্য কলহ হতে পারে। ব্যবসায় ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। তবে আপনার ব্যবহারই আপনাকে সম্মান এনে দেবে। আত্মীয়দের মধ্যে মনোমালিন্য হয়ে যেতে পারে, কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মিলেমিশে থাকা জরুরি।

শুভ সংখ্যা: শুভ রং: কেশর ও হলুদ

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)

সকালে দাম্পত্য কলহের ফলে মন খারাপ থাকতে পারে। কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে। কর্মক্ষেত্রে কেউ ঠকাতে পারে, তবে সাংসারিক সমস্যা সমাধান হবে আজ। অতিরিক্ত বন্ধুত্ব ক্ষতির কারণ হতে পারে, সতর্ক থাকুন। সন্তানদের জন্য গর্ব অনুভব করার সুযোগ আছে আজ। প্রশাসনিক দায়িত্বে অপ্রত্যাশিত বাধা আসবে, যা চিন্তার কারণ হত্যা পারে। আজ অতিরিক্ত ব্যয় হওয়ার সুযোগ আছে, পকেট নিয়ে তাই সাবধানে থাকুন। পুরনো শারীরিক ব্যথা বাড়তে পারে।

শুভ সংখ্যা: শুভ রং: কমলা ও সোনালি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯৯২-৯৩ সালে জন্মগ্রহণকারীরা চাকরির আবেদনে বঞ্চিত হয়েছেন : সাকি

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা!

যুবদল নেতা মাহাবুব হত্যায় আরও একজন গ্রেপ্তার

বিইউবিটিতে অনুষ্ঠিত হল পিএমসিসি ২০২৫-এর রেজিস্ট্রেশন ক্যাম্পেইন

মোহাম্মাদপুরে ‘আয়েশা বাহিনী’র প্রধানসহ গ্রেপ্তার ২

জেলের জালে ধরা পড়ল ৩টি পাখি মাছ

‘ময়না’ হলেন বুবলী

জামায়াতের উদ্যোগে যুব দায়িত্বশীল সমাবেশ

ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার

‘আমার চোখে জুলাই বিপ্লব’ আইডিয়া প্রতিযোগিতায় প্রথম জবি, বাস্তবায়নে পাবে ১০ লাখ টাকা

১০

প্রেস কাউন্সিলের সদস্য হলেন ইউজিসির সচিব ড. ফখরুল

১১

‘মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে সহজ করা উচিত’

১২

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

পার্সটুডের বিশ্লেষণ / যুদ্ধকালীন নেতৃত্বে যেভাবে সফল হলেন আয়াতুল্লাহ খামেনি

১৪

সালমানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এলি

১৫

শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের ৩৮তম মঞ্চায়ন

১৬

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

১৭

মিটফোর্ডে সোহাগ হত্যা / আসামি রাজীব-সজীব ৫ দিনের রিমান্ডে

১৮

জুলাই আন্দোলনে শহীদদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা নয়, হাইকোর্টের রুল

১৯

আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেল আসামি

২০
X