

জীবনে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সব সম্পর্কই যে সুখ দেয়, তা নয়। কখনও কখনও একটি সম্পর্ক এতটাই ক্লান্তিকর হয়ে ওঠে যে তা মানসিক শান্তি নষ্ট করে ফেলে। তবু আমরা অনেক সময় সম্পর্কটা ধরে রাখি, আশা করি একদিন সব ঠিক হয়ে যাবে।
আরও পড়ুন : যে ১০ সহজাত অনুভূতি আপনার কখনো উপেক্ষা করা উচিত নয়
আরও পড়ুন : ভালোবাসার সম্পর্কে যে ১০ জিনিস নারীর প্রাপ্য
কিন্তু সত্যিই কি সব ঠিক হয়ে যায়? কখন বুঝবেন যে সরে আসাই আপনার জন্য ভালো? নিচের কিছু দিক বিবেচনা করলে বিষয়টি পরিষ্কার হবে।
যেকোনো সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। এই বিশ্বাস যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে সম্পর্ক এগিয়ে নেওয়া কঠিন। যদি প্রতারণার প্রমাণ পান কিংবা কথায় কথায় মিথ্যা ধরা পড়ে, তাহলে নিজেকে বাঁচানোর জন্যই সরে আসা উচিত।
কেউ আপনাকে ছোট করে দেখলে বা তুচ্ছ মনে করলে সেটা শুধু সম্পর্ক নয়, আপনার আত্মসম্মানকেও ক্ষতিগ্রস্ত করে। ভালোবাসার সম্পর্কেও আত্মসম্মান অত্যন্ত জরুরি। সঙ্গী যদি আপনাকে সস্তা ভাবতে শুরু করে, তবে এটি সম্পর্ক ছাড়ার বড় ইঙ্গিত।
ভালোবাসা মানে যত্ন, মনোযোগ ও গুরুত্ব। যদি দেখেন সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, বারবার আপনাকে অবহেলা করছে, তাহলে বুঝবেন সম্পর্ক আর আগের মতো নেই। এমন অবস্থায় সম্পর্ক টিকিয়ে রাখা শুধু আপনাকেই কষ্ট দেবে।
ভালোবাসার পাশাপাশি শ্রদ্ধাও সম্পর্কের মূল স্তম্ভ। একজন সঙ্গী যদি আপনাকে অপমান করে, অসম্মান করে বা বারবার কষ্ট দেয়, তাহলে তা কখনোই সুস্থ সম্পর্ক হতে পারে না। এটা সম্পর্ক শেষ করার স্পষ্ট সংকেত।
কিছু ঝগড়া স্বাভাবিক, কিন্তু প্রতিদিনই যদি ঝগড়া হয় এবং বারবার চেষ্টা করেও সমাধান না পাওয়া যায়, তাহলে বোঝা যায় এই সম্পর্ক আপনাদের শান্তি কেড়ে নিচ্ছে। এমন সম্পর্ক ধরে রাখা মানে নিজেকে আরও কষ্ট দেওয়া।
আরও পড়ুন : যে ৮ লক্ষণে বুঝবেন তিনি এখনো আপনাকে ভুলতে পারেননি
আরও পড়ুন : ব্রোকেন হার্ট সিন্ড্রোম
নিজেকে ভালোবাসুন এবং নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিন। একটি সম্পর্ক শেষ মানেই জীবনের শেষ নয়, বরং এটি একটি নতুন শুরুর পথ খুলে দেয়।
প্রতিটি মানুষই সুখী হওয়ার অধিকার রাখে। তাই যে সম্পর্ক আপনাকে কষ্ট দেয়, অপমান করে বা মানসিকভাবে দুর্বল করে - তা থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। জীবনে আরও সুন্দর কিছু অপেক্ষা করছে। শুধু নিজেকে মূল্য দিতে শিখুন।
মন্তব্য করুন