

কখনো কখনো একজন নারী নিজের ভালোবাসা, পরিশ্রম, ধৈর্য, সবকিছু ঢেলে দেয় একটি সম্পর্কে। তবুও বিনিময়ে পায় ভালোবাসার অভাব, উদাসীনতা আর অবহেলা। নারী তার প্রিয় পুরুষের কাছে চায় সামান্য যত্ন, সামান্য সম্মান, সামান্য বোঝাপড়া, যা আসলে সম্পর্কের সবচেয়ে সাধারণ প্রয়োজন।
কিন্তু সত্য হলো, যে জিনিসগুলো স্বাভাবিকভাবে পাওয়ার কথা, সেগুলোর জন্য যখন বারবার বলতে হয় বা চাইতে হয়, তখন সম্পর্কের ভিত্তিটাই নড়ে যায়। ভালোবাসা কখনোই চেয়ে পাওয়া উচিত না, কারণ যে ভালোবাসা চাওয়া লাগে, সেটা আর যাই হোক ভালোবাসা থাকে না।
আরও পড়ুন : নারীদের মধ্যে যে ৮ জিনিস খোঁজে পুরুষরা
আরও পড়ুন : পিরিয়ডের সময় ব্যায়াম করা কী শরীরের জন্য ভালো না ক্ষতিকর
এই কারণেই, কিছু মৌলিক বিষয় আছে যেগুলো একজন নারীকে কখনোই কোনো পুরুষের কাছে চাইতে হয় না। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী।
সম্মান : যদি সে তোমার সাথে সুন্দরভাবে কথা বলতে না পারে বা সাধারণ ভদ্র আচরণ না করে— তবে তাকে বোঝানোর দায় তোমার না। ভালোবাসার প্রথম শর্তই হলো সম্মান, আর এটা ভিক্ষা চেয়ে পাওয়া যায় না।
মনোযোগ : তোমার অস্তিত্ব মনে করিয়ে দেওয়া তোমার কাজ নয়। যে সত্যিকারের যত্ন করে, সে তোমাকে অগ্রাধিকার দেবে— প্রথমে নয়, শেষে নয়, মাঝখানে নয় বরং স্বাভাবিকভাবে।
প্রচেষ্টা : যে সম্পর্কে সবকিছু একা একজনকেই করতে হয়— সেটা ভালোবাসা নয়, ভারসাম্যহীনতা। সঠিক মানুষ নিজে থেকেই তোমার পাশে দাঁড়াবে, তোমাকে অর্ধেক পথ যেতে হবে না।
সততা : মনে রাখবেন— সত্য কোনো পুরস্কার নয়, এটা সম্পর্কের ভিত্তি। যদি সে সহজে মিথ্যা বলতে পারে, তবে সেই ভিত্তি কখনোই মজবুত হবে না।
বিশ্বস্ততা : বিশ্বাসযোগ্যতা চাইলে দেওয়া যায় না— এটা তার চরিত্রে থাকতে হবে। তুমি না থাকলেও যদি সে সত্যবাদী ও বিশ্বস্ত না থাকে, তবে তোমার উপস্থিতির মূল্য সে কখনোই বুঝবে না।
যোগাযোগ : তুমি যতই কথা বলো, যদি সে চুপ থাকার পথ বেছে নেয়— তবে সম্পর্ক এগোতে পারে না। সত্যিকারের মানুষ দূরত্ব দিয়ে তোমাকে শাস্তি দেয় না; বরং কথা বলে সমাধান খোঁজে।
ভালোবাসা : ভালোবাসা চাইতে হয় না, পাওয়া যায়। যখন ভালোবাসার জন্য ভিক্ষা করতে হয়, তখন সেটা ভালোবাসা নয়, নির্ভরতা। ভালোবাসা দুজনেরই— একতরফা হলে তা কষ্টই বাড়ায়।
সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা : যদি সে যেতে চায় তবে দরজা বন্ধ করে রাখতে নেই। জোর করে কাউকে ধরে রাখা যায় না। সাথে থাকার ইচ্ছাই সম্পর্ককে ধরে রাখে, জোর নয়।
মানসিক সমর্থন : একজন সঠিক মানুষ বুঝে নেবে তুমি কখন দুর্বল, কখন ক্লান্ত, কখন ভেঙে পড়েছ। তোমাকে ব্যাখ্যা করতে হবে না, সে নিজেই পাশে দাঁড়াবে।
সাধারণ মানবিক আচরণ : ভালোবাসার মধ্যে নিরাপত্তা, কোমলতা, যত্ন— এসব ভিক্ষা করে পাওয়ার জিনিস না। এগুলো কোনো বিলাসিতা না, সম্পর্কের মৌলিক প্রয়োজন।
মনে রাখবেন, ভালোবাসা চাওয়া কোনো নারীর জন্য লজ্জার বা অসম্ভব হওয়া উচিত নয়। আপনি সেই মানুষকে পাওয়ার যোগ্য, যিনি আপনাকে সম্মান, যত্ন এবং ভালোবাসা নিজে থেকেই দেবেন।
আরও পড়ুন : যে ভুলে চা হয়ে যায় বিষ, সতর্ক হোন আজই
আরও পড়ুন : সুগারই হতে পারে হার্টে ব্লকেজের কারণ, কীভাবে ?
যে সম্পর্ক আপনাকে বারবার ভালোবাসা চাইতে বাধ্য করে, সেটা ছেড়ে দেওয়াই সবচেয়ে জরুরি এবং সাহসী কাজ। সত্যিকারের ভালোবাসা জোর করে চাইতে হয় না। এটা স্বাভাবিকভাবে আসে আর অবশ্যই আপনি সেই ভালোবাসার যোগ্য।
মন্তব্য করুন