জ্যোতিষশাস্ত্র বিভিন্ন সময়ের ভবিষ্যদ্বাণী করে থাকে। যেমন দৈনিক রাশিফল, যা প্রতিদিনের ঘটনার ভবিষ্যৎকথন করে থাকে। জ্যোতিষে ১২টি রাশির কথা উল্লেখ করা আছে। সেগুলো হলো—মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন।
প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে। তাই প্রতিদিন গ্রহের অবস্থান অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে ঘটে যাওয়া ঘটনাও ভিন্ন ভিন্ন হয়। এ কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা হয়।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ মঙ্গলবার (১৮ জুলাই) কেমন কাটতে পারে আপনার দিন, সে সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মেষ
পারিবারিক কোনো সমস্যা নিয়ে আপনি চিন্তিত থাকবেন। অফিসে আপনার কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকে, তাহলে আজই তা সম্পূর্ণ করার চেষ্টা করুন, অন্যথায় বস আপনার ওপর খুব রেগে যেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে।
বৃষ
যারা লাভ ম্যারেজ করতে চান, তারা পরিবারের অনুমতি পেতে পারেন। শিগগিরই গাঁটছড়া বাঁধবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। অর্থলাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে।
মিথুন
আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। লাভ লাইফ ভালো কাটবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে।
কর্কট
বন্ধুদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলুন। ঠাট্টা করে বলা কিছু কারও অনুভূতিতে আঘাত করতে পারে। ব্যয় বাড়বে। চাকরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে।
সিংহ
আজকের দিনটি মোটামুটি কাটবে। ব্যবসায়ীরা অন্যের পরামর্শে কোনো সিদ্ধান্ত নেবেন না। চাকরিজীবীদের অলসতা ত্যাগ করে নিজের কাজে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। তবে শিগগিরই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আর্থিক অবস্থা ভালো থাকবে।
কন্যা
লাভ লাইফ খুব ভালো কাটবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। অর্থ লাভ হবে। কর্ম সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য আসবে।
তুলা
স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। কোনো সমস্যা হলেই দ্রুত ডাক্তার দেখান। চাকরিজীবীদের অফিসে সম্মান বাড়বে। আপনি আপনার কঠোর পরিশ্রমের জোরে উচ্চপদস্থ কর্মকর্তাদের মন জয় করতে সক্ষম হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে ব্যয় কমাতে হবে।
বৃশ্চিক
জীবনসঙ্গী খুব ভালো মেজাজে থাকবেন। আপনারা একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাবেন। প্রিয়জনের কাছ থেকে মূল্যবান উপহারও পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে।
ধনু
আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আপনার ওপর দায়িত্ব বেশি থাকবে। ভাই বা বোনের কাছ থেকে ভালো খবর পাবেন। স্বাস্থ্য সমস্যা হতে পারে। অবহেলা করবেন না।
মকর
কোর্ট-কাছারির সম্পর্কিত বিষয় যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি করার চেষ্টা করুন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের পার্টনারের প্রতি আস্থা বাড়াতে হবে, অন্যথায় ব্যবসায় ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থা ঠিক থাকবে।
কুম্ভ
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়িতে ধর্মীয় আয়োজন হতে পারে। মানসিকভাবে আপনি খুব ভালো বোধ করবেন। ক্যারিয়ার সংক্রান্ত সমস্যার অবসান হবে। আজ আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
মীন
বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো সময় কাটাবেন। অনেকদিন পর নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। জীবনসঙ্গীর ভালোবাসা ও সাপোর্ট পাবেন। সিঙ্গেল জাতকরা আজ বিশেষ কারও সঙ্গে দেখা করতে পারেন।
মন্তব্য করুন