কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বকেয়া বেতনের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি কারখানা শ্রমিকদের

বকেয়া বেতনের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন দুটি কারখানার শ্রমিকরা। ছবি : কালবেলা
বকেয়া বেতনের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন দুটি কারখানার শ্রমিকরা। ছবি : কালবেলা

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দিয়েছেন বিএনএস গ্রুপের দুটি কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (২ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে যাত্রা শুরু করলে প্রথমে কদম ফোয়ারর বাধা দেয় পুলিশ। সেই বাধা উপেক্ষা করে মিছিলটি পুনরায় যাত্রা শুরু করলে পুলিশ মৎস্য ভবনের সামনে আটকে দেয়। বাধার মুখে সড়কে প্রতিবাদ সমাবেশ করে একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। বাকি শ্রমিকরা বিক্ষোভ মিছিলসহ শ্রমভবনের সামনে গিয়ে অবস্থান নেন।

প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিতে বলা হয়, গাজীপুরে অবস্থিত এমএনএইচ বুলুর মালিকানাধীন বিএনএস গ্রুপের দুটি কারখানা ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফেকচারিং কোং লি. এবং এবিকো ইন্ডাস্ট্রিজ লিসিটেডে কর্মরত শ্রমিকদের যথাক্রমে ৫ মাস ও ৩ মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস পরিশোধ না করে কারখানা দুটি বেআইনিভাবে বন্ধ করে রাখা হয়েছে। মালিক কারখানার ইউনিয়ন নেতাদের ব্যাংক লোন করে দিতে চাপ প্রয়োগ করে আসছেন- যা ট্রেড ইউনিয়নের এখতিয়ার বহির্ভূত কাজ। ইতোপূর্বে কারখানা দুটির শ্রমিকদের পক্ষ থেকে বকেয়া বেতন পরিশোধের জন্য শ্রম প্রতিমন্ত্রী বরাবর আবেদন করা হয়েছিল। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার উদ্যোগ নিয়েও এখনো বিষয়টি সমাধান করতে পারিনি।

স্মারকলিপি পেশের আগে প্রেস ক্লাবের ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফেকচারিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিকনেতা কাজী রুহুল আমিন, আমিনুল ইসলাম, মো. রাসেল মিয়া ও মো. আব্দুল আলী।

নেতারা বলেন, বেতন না পেয়ে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। অনেক শ্রমিক পরিবারকে বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দিয়েছে। অর্থাভাবে অনেক শ্রমিকের সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন বেতন না পাওয়ায় বাবুল মিয়া নামের একজন শ্রমিক অর্থাভাবে এবং কষ্টের যন্ত্রণায় ঈদের দিনই মৃত্যুবরণ করেছেন বলে সমাবেশে জানানো হয়।

সমাবেশ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকায় শ্রম ভবনে অবস্থানসহ নানামুখী আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের ঘোষণা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীকে দেওয়া স্মারকলিপির অনুলিপি শ্রম প্রতিমন্ত্রী, শ্রম সচিব, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মহাপরিচালক, গাজীপুরের জেলা প্রশাসক, ঢাকা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক, জেএমপি পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের নিকট প্রেরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মশার উপদ্রবে অতিষ্ঠ নওগাঁ পৌরবাসী, বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

আমি মেয়ে হতে পারি; কিন্তু বোকা নই: রুক্মিণী

এবার ভূমিকম্পে কাঁপল ভারত

বিপিএল নিলামে ১৫৮ ক্রিকেটার, কোন ক্যাটাগরিতে কারা

৫৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ১০০

বাবার পর এবার ছেলেকে কুপিয়ে হত্যা, কী বলছে পুলিশ

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড 

প্লট দুর্নীতি    / শেখ হাসিনা-জয়-পুতুলের রায় পড়া চলছে

সহজ ৫ অভ্যাসে নিয়ন্ত্রণে রাখুন রক্তের সুগারের মাত্রা

নতুন পে স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল

১০

ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

১১

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের বৈঠকে ইসি

১২

‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার’

১৩

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের আগুন এখনো নেভেনি, গ্রেপ্তার ৩

১৪

ফ্র্যাঞ্চাইজিরা টাকা না দিলে যে ব্যবস্থা নেবে বিসিবি

১৫

‘৯’, ‘২৪’, ‘১০০০’: তারকাদের ছবির ওপর এই সংখ্যার রহস্য কী?

১৬

সেনাবাহিনীর অভিযানে নকল সার ও বিষাক্ত রাসায়নিক দ্রব্য জব্দ 

১৭

কথা বলতে পারছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন শারীরিক অবস্থার সর্বশেষ

১৮

তরুণ রক্তে কি মিলবে বয়স কমার সূত্র, নতুন গবেষণা যা বলছে

১৯

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

২০
X