বিএনপির কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আমেনা আক্তার মারা গেছেন।
মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৭ জুলাই তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে প্রথমে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ও পরে আগারগাঁওর নিওরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত রোববার তাকে বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
আজ বাদ জোহর রাজধানীর ধানমন্ডির শঙ্কর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
মন্তব্য করুন