আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর গুলি না চালাতে আদালতে রিট করে সম্প্রতি আলোচনায় এসছেন আইনজীবী মানজুর আল মতিন। একইসঙ্গে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে অবিলম্বে মুক্তি চেয়েও আদালতে রিট করেন।
তিনি মন্তব্য করেন, কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর পর বাসায় বসে থাকার সুযোগ নেই। এছাড়াও আদালতে রিট বিষয়ে গণমাধ্যমে তার সাম্প্রতিক কথা গুলো তুমুল জনপ্রিয়তা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আইনজীবী মানজুরের এই পদক্ষেপের পর তার পক্ষে এবং বিপক্ষে অনেকে কথা বলছেন। এবার তাকে নিয়ে ফেসবুকে লিখলেন জনপ্রিয় রেডিও উপস্থাপক আরজে কিবরিয়ার। আরজে কিবরিয়ার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-
আরজে কিবরিয়ার ফেসবুক পোস্ট (হুবহু) “ছেলেটাকে আমি চিনতাম বিতার্কিক হিসেবে। ঢাবি’র আমার সময়ের অত্যন্ত মেধাবী জুনিয়র তার্কিক দের একজন। আজো ওকে মনে রাখা সহজ হয়েছে কারন ওর বলার ধরন অন্যদের থেকে একদম আলাদা। মানজুর আল মতিন। সাধারন মানুষ এবং ছাত্রদের জন্য আইনি লড়াইয়ে নেমে তুমুল সমর্থন পেয়েছে সে। শুনলাম তাকে নাকি ইতোমধ্যে শিবির বানিয়ে দেওয়া হয়েছে! রাজনৈতিক বুদ্ধির দেউলিয়াত্বের চরমসীমায় গেলে যা হবার কথা তাই হচ্ছে দেশে।”
মন্তব্য করুন