সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত অসহযোগ আন্দোলন ঘিরে যাত্রাবাড়ী এলাকায় মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। দুপুর সোয়া ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীরা সড়কে অবস্থান করছেন।
আজ রোববার (৪ আগস্ট) সকাল ১০টার পর যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা।
জানা গেছে, অসহযোগ কর্মসূচিকে সফল করতে রোববার সকাল থেকেই যাত্রাবাড়ীর কাজলা মোড়, শনির আখড়া, রায়েরবাগ এলাকায় আন্দোলনকারীদের অল্প অল্প করে জমায়েত শুরু হয়। সকাল ১০টার পরে মহাসড়কে আন্দোলনকারীদের উপস্থিতি বাড়তে থাকে। এক পর্যায়ে যাত্রাবাড়ী মোড় থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা পর্যন্ত আন্দোলনকারীরা দখলে নেয়।
দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজলার অনাবিল হাসপাতালের রাস্তা দিয়ে মহাসড়কে উঠতে চায়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সেখানে অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ৬ জন আহত হন। পাশাপাশি গুলিবিদ্ধ হন তিনজন। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে পাশের সালমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
তারা জানান, দুপুর ১২টার দিকে অনাবিল হাসপাতালের গলি থেকে গুলি ছোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তিনজন গুলিবিদ্ধ হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এক পর্যায়ে আন্দোলনকারীরা ধাওয়া দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়।
দুপুর সোয়া ১টার দিকে আরও এক আন্দোলনকারী শিক্ষার্থী যাত্রাবাড়ী এলাকায় ছাত্রলীগের হামলার শিকার হন। তাকে রিকশাযোগে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
এদিকে দুপুর ২টার দিকে অনাবিল হাসপাতালের রাস্তা দিয়ে আবারও মহাসড়কে ওঠার চেষ্টা করেন সরকার সমর্থকরা। কিন্তু আন্দোলনকারীদের ধাওয়ায় পালিয়ে যান তারা।
মন্তব্য করুন