কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বন্যায় ২৬ ট্রেনের যাত্রা বাতিল 

বন্যায় বেশ কয়েকটি রুটে ট্রেন চলাচল স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ছবি : কালবেলা
বন্যায় বেশ কয়েকটি রুটে ট্রেন চলাচল স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ছবি : কালবেলা

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ ও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় রেললাইন ডুবে যাওয়ায় ২৬টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। আরো পাঁচটি ট্রেনের যাত্রাপথ কমিয়ে আনা হয়েছে। বাতিল ও যাত্রাপথ কমিয়ে আনা ট্রেনগুলো ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর, চট্টগ্রাম-কক্সবাজার ও চট্টগ্রাম ভূয়াপুরসহ বিভিন্ন রুটের। অর্থাৎ ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের এক অফিস আদেশে বলা হয়, বন্যায় পূর্বাঞ্চল রেলওয়ের বিভিন্ন সেকশনে মাটি সরে গিয়ে রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। অতিবৃষ্টির কারণে ফাজিলপুর-কালিদহ সেকশনের নিচ থেকে মাটি, পাথরসহ স্লিপার সরে গিয়ে রেল লাইন বেঁকে যায়। চট্টগ্রাম-নাজিরহাট-দোহাজারী-কক্সবাজার সেকশনেও একইভাবে মাটি সরে গিয়ে লাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। এর বাইরে শায়েস্তাগঞ্জ-লস্করপুর সেকশনের একটি রেলসেতুর গার্ডার পর্যন্ত পানি উঠে যাওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ পর্যায়ে চলে গেছে।

বাংলাদেশ রেলওয়ের পক্ষে মহাব্যবস্থাপক পূর্ব কামাল আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উদ্ভূত পরিস্থিতির কারণে ২৬টি ট্রেনের যাত্রা বাতিল ও পাঁচটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করার নির্দেশনা দেওয়া হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ফেনীতে রেললাইন ও রেলসেতুর ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। ফেনী স্টেশনে বন্যার পানি জমে রয়েছে। কুমিল্লা ও সিলেটে কয়েকটি স্থানে রেললাইনে পানি আছে। এই অবস্থায় ট্রেন চালানো সম্ভব নয়। তাই আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রেল কর্মকর্তা সাইফুল বলেন, সকালে ঢাকার উদ্দেশ্যে সুবর্ণ এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস ছেড়ে গেছে। ট্রেন দুটি চলে গেছে। কিন্তু সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেরত আনতে বাধ্য হয়েছি।

রেলওয়ে পূর্বাঞ্চলের অধীনে চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, জামালপুর ও চাঁদপুরসহ বিভিন্ন গন্তব্যে দৈনিক ১১টি আন্তঃনগর ট্রেন চলে। এছাড়া কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা ও ময়মনসিংহ গন্তব্যে কয়েকটি লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে। বন্যার কারণে এসব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় ঢাকা থেকে সিলেটের পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান কমলাপুর স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে আমরা সিলেটের পথে ট্রেন বন্ধ করে দিয়েছি। পথে রেললাইনে পানি উঠে গেছে। এছাড়া ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ধানমন্ডিতে দোয়া মাহফিল

রিকশাচালকদের চাঁদা বন্ধের আশ্বাস আমিনুল হকের

আলাউদ্দিন মৃধা হত্যা মামলার আসামি মিন্টু গ্রেপ্তার

দেশের প্রথম আন্তঃচেইন হোটেল ‘ডি মোর’ লয়্যালটি ক্লাবের যাত্রা শুরু

২৮ জেলে-মাঝিসহ ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

হোয়াটসঅ্যাপে ফিরছে পুরোনো সেই ফিচার, যেসব সুবিধা পাবেন

খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় রাজধানীতে শীতবস্ত্র বিতরণ

পোল্যান্ডে প্যাট্রিয়টসহ সেনা মোতায়েন নেদারল্যান্ডসের

দরজার ধাক্কায় আঙুল ভেঙে ফেললেন তারকা খেলোয়াড়

১০

নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র?

১১

বাংলাদেশে হিন্দু-মুসলিম-খ্রিষ্টানে ভেদাভেদ নেই : ড. এমএ কাইয়ুম

১২

যতদিন ইনসাফ কায়েম না হবে ততদিন সংগ্রাম চলবে : সাদিক কায়েম

১৩

নির্বাচন উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা 

১৪

গ্রামীণ ব্যাংকের আরও এক শাখায় অগ্নিকাণ্ডের চেষ্টা

১৫

নিলামে অংশ নিলেও ক্রিকেটার কেনার ইচ্ছে নেই এই ফ্র্যাঞ্চাইজির

১৬

তিন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

১৭

শীতে কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ে, এই ৪ নিয়ম মানলে বিপদ এড়ানো সম্ভব

১৮

ভূমিকম্পে হতাহতদের দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য সম্পাদক 

১৯

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

২০
X