প্রস্তাবিত শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনে চূড়ান্তভাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন মিলেছে। ফলে দেশে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় হতে চলেছে।
সোমবার (১২ জুন) মন্ত্রিসভার বৈঠকে এ দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইনের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
এর আগে, গত ৯ জানুয়ারি শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২২-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। সেটির নাম পরিবর্তন করে এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিদ্যালয়, শরীয়তপুর করা হচ্ছে।
মন্তব্য করুন