দেশের প্রথম ডেনিম ব্র্যান্ড দ্বীন এর ‘জিন্স কিনুন, বাইক জিতুন’ ক্যাম্পেইনের বিজয়ী হয়েছেন ভৈরবের রায়হান মাসুদ।
রোববার (৬ আগস্ট) আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর কাছে সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল হস্তান্তর করে দ্বীন কমার্স।
মোটরসাইকেল বিজয়ী রায়হান মাসুদ তার উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে বলেন, আমার জীবনের বড় একটি স্বপ্ন পূরণ করার জন্য দ্বীনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জিন্স কিনেও যে বাইক জেতা সম্ভব সেটা আজ প্রমাণিত হল। এই মুহূর্তে আমার আনন্দ প্রকাশ করার মত সঠিক শব্দ খুঁজে পাচ্ছি না। আমার পরিবারের সবাই অনেক খুশি।
দ্বীন কমার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার পারভেজ বলেন, বাংলাদেশে পরিপূর্ণ ডেনিম ফোকাসড ব্র্যান্ড নেই যা আমরা প্রথম শুরু করেছি। দেশের মানুষের কাছে ন্যায্যমূল্যে ডেনিম প্রোডাক্ট পৌঁছানোর লক্ষ্যে দ্বীনের কার্যক্রম চলমান। আমরা ই-কমার্সের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে দ্বীনের প্রোডাক্ট পৌছে দিচ্ছি বাংলাদেশের আনাচে-কানাচে, যা স্মার্ট বাংলাদেশ গড়ার পথে একটি বড় পদক্ষেপ। বাইক ক্যাম্পেইনের মাধ্যমে আজ আমরা একজন ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি। এভাবে আরও অনেক ভাইয়ের স্বপ্নও পূরণ করতে চাই।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্বীন কমার্সের চিফ প্রোডাক্ট অফিসার আলি আশরাফ, চিফ অপারেটিং অফিসার মিনহাজুল আবেদিনসহ সুজুকি বাংলাদেশ মিরপুর ব্রাঞ্চের ম্যানেজার মোহাম্মাদ পলাশ।
এর আগে দ্বীনের মেগা ক্যাম্পেইনে ৫ জন বিজয়ীর মধ্যে ৫টি স্যামসাং গ্যালাক্সি এফ-২৩ হ্যান্ডসেট হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন