কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৭:০৭ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

নারী ফুটবলারদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাতীয় প্রেস ক্লাবের সামনে সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত মানববন্ধন। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত মানববন্ধন। ছবি : কালবেলা

খুলনায় বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে বিভাগীয় অনূর্ধ্ব-১৭ দলের নারী ফুটবলারদের ওপর হামলার প্রতিবাদে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি দিলীপ সরকার, মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র কো-অর্ডিনেটর মহুয়া লেয়া, একশন এইডের নুরুন্নাহার, নারীমুক্তি সংসদের শিউলি সিকদার, নারী ঐক্য পরিষদের শাহানা ফেরদৌস লাকি, বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, কর্মজীবী নারীর জোবাইদা উর্মি এবং ঢাকা ওয়াইডব্লিউ সিএ-এর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী।

বক্তারা বলেন, অগ্রযাত্রার পথে অবদান রেখে চলা নারীর প্রতি একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে সমাজের নারীবিদ্বেষী মনোভাবের কারণে। নারীবিদ্বেষী মনোভাবকে এখন কেবল পুরুষতান্ত্রিক মনোভাব বলে আর চালিয়ে দেওয়া যাবে না। বিগত সময়ে নারী খেলোয়াড়দের ওপর সংঘটিত হামলার ঘটনায় অপরাধীদের বিচার নিশ্চিত হলে আজ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটত না।

বক্তারা আরও বলেন, নারীবান্ধব, খেলাধুলাবান্ধব এবং মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় থাকার পরও নারীদের খেলাধুলার জন্য অপদস্থ করার ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

তারা নারী খেলোয়াড়দের প্রতি হামলার ঘটনার পুনরাবৃত্তি রোধে বাধা সৃষ্টিকারী মৌলবাদী ও নারীবিদ্বেষী শক্তিকে প্রতিহত ও প্রতিরোধ করতে এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে সুষ্ঠু তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারীকে তার লিঙ্গীয় পরিচয়ের কারণে বারবার নির্যাতন, হয়রানি ও অবমাননার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটির সাথে আরেকটি সম্পর্কিত, তারপরও বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তা বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, নারী-পুরুষের কাজে, চলাচলে, জীবনযাপনে কোনো বিভাজন নেই। নারীদের সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিত করতে হলে পরিবর্তনের ধীরগতি দূর করতে হবে, বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে ও বিচার প্রক্রিয়ার গতি ত্বরান্বিত করতে হবে যাতে সহিংসতার শিকার নারীরা দ্রুত বিচার পেতে পারে; শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটাতে হবে। ধর্মের নামে, পোশাকের নামে ও কাজের নামে নারীবিদ্বেষী মনোভাব পোষণকারীদের কঠোরভাবে দমন করতে তাদের বিচারের আওতায় আনার পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সরকারের প্রতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

দুই শতাধিক ভুয়া ভোটারকে আটকে দিল প্রশাসন   

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে প্রথম টেস্টে সহজ জয় পাকিস্তানের

ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

শিক্ষকদের ৩ দাবিতে উত্তাল শাহবাগ

কলাবাগানে স্বামীর হাতে স্ত্রী খুনের লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ

সন্ধ্যায় দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে ঐকমত্য কমিশন 

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচনের তারিখ ঘোষণা

সেই দুই পুলিশ কর্মকর্তার দুদকে বদলির আদেশ বাতিল

সরকারি কাজে বাধা, যুবদল নেতা বহিষ্কার

১০

সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ

১১

দুঃসাহসী সেই চিকিৎসকের ভাগ্যে কী ঘটেছে?

১২

আসলেই কি নোয়াখালীতে গান্ধীর ছাগল চুরি হয়েছিল?

১৩

বিপিএলে বাড়ছে প্রাইজমানি, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কত পাবে জানা গেল

১৪

রাজধানীতে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

আগুন নেভাতে কত সময় লাগবে, জানে না ফায়ার সার্ভিস ‎

১৬

যে কারণে বাড়ির বাইরে যেতে পারছেন না ভিকি

১৭

হংকং চায়না ম্যাচ শেষে দেশে ফিরেছেন জামাল-রাকিবরা

১৮

রাকসু নির্বাচন : ভিপি পদে হাড্ডাহাড্ডি, জিএসে ত্রিমুখী লড়াইয়ের আভাস

১৯

দেয়ালে শিশুর আঁকাআঁকি পরিষ্কার করার ৪ সহজ উপায়

২০
X