কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চূড়ান্ত ভোটার তালিকা কবে জানালেন ইসি

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করা হয়। ছবি : সংগৃহীত
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করা হয়। ছবি : সংগৃহীত

আগামী বছরের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করে এ তালিকা তৈরি করা হবে।

সোমবার (০২ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নতুন ভোটার তালিকা প্রস্তুত, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে পাওয়া আপত্তিসহ চার নির্বাচন কমিশনারের নেতৃত্বে চার কমিটি গঠনসহ তিন এজেন্ডা নিয়ে আজ সোমবার প্রথমবার বৈঠকে বসে এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)।

মো. সানাউল্লাহ বলেন, নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার জন্য আমাদের কাছে ১৭ লাখ নাগরিকের তথ্য সংগ্রহে রয়েছে। এসব নাগরিক আগামী ১ জানুয়ারি ভোটার তালিকায় যুক্ত হবে। এই ১৭ লাখ নাগরিকের মধ্যে ১৩ লাখের তথ্য নির্বাচন কমিশন ২২ সালে সংগ্রহ করেছিল। বাকি নাগরিকরা নিজেরা নিবন্ধিত হয়েছেন। তবে পরিসংখ্যান বলে ৪৫ লাখের মতো নাগরিকের নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার কথা। সেই হিসাবে ২৭-২৮ লাখ নাগরিক নিবন্ধিত হননি। কিন্তু তারা ভোটার হওয়ার যোগ্য। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি— নতুন বছরের হালনাগাদ ২ জানুয়ারি থেকে ২ মার্চের মধ্যে সম্পন্ন হবে। এরপর আমরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করব। বাদ পড়া এসব নাগরিকসহ ২০২৬ সালে ভোটার হওয়ার উপযুক্ত হবেন— এমন নাগরিকের তথ্য সংগ্রহ করা হবে। একইসঙ্গে যেসব ভোটার মৃত্যুবরণ করেছে— তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তথ্য নেওয়া হবে। এ ছাড়া দ্বৈত ভোটার বা অন্য কোনো জটিলতা আছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হবে। এর মাধ্যমে আমরা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তথ্যের ভিত্তিতে শতভাগ সঠিকতা নিশ্চিত করতে পারব।

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে ৬ মাসের মতো সময় লাগবে বলে এই কমিশনার জানান। বৈঠকে ৪টি পৃথক কমিটি গঠন করা হয়।

এর আগে বেলা ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাকক্ষে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ভোটার তালিকা হালনাগাদ করা ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

গত ২১ নভেম্বর অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান (সিইসি) করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। সিইসি ছাড়া নবনিযুক্ত ৪ নির্বাচন কমিশনাররা হলেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহ্‌মদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবি নজরুল বিশ্ববিদ্যালয় / প্রাথমিকে ‘সংগীত ও শারীরিক শিক্ষা’ শিক্ষক পদ বাতিলের প্রতিবাদ

বিএনপিতে যোগদানের পর রেজা কিবরিয়ার বার্তা

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমাচ্ছেন? কী হয় জেনে নিন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনিরের ২ নৌযান জব্দের আদেশ

জোহরান মামদানির স্ত্রী সম্পর্কে অজানা তথ্য

এই ৫ জায়গায় রাউটার রাখছেন? কমবে ওয়াইফাইয়ের গতি

সহিষ্ণুতার সংকটে তরুণ সমাজ : মানবিক বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে সাউথইস্ট 

এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেপ্তার

দুদিন ধরে কিশোর সাদমান সাদিক নিখোঁজ

১০

পাখির খাদ্যের আড়ালে এলো নিষিদ্ধ পণ্য

১১

ফ্যামিলি ফিউডের অনুষ্ঠানে তাহসানের অনুরোধ

১২

খুবিতে বিদায়ী শিক্ষার্থীদের ‘আল ই’তিসাম-২১’  শিক্ষা সমাপনী অনুষ্ঠিত

১৩

মঞ্চে দেরি করে আসায়, বিতর্কে মাধুরী

১৪

শুক্রবার ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৫

ভোটার ও প্রার্থীদের সুবিধার্থে পরীক্ষা স্থগিত রাখার দাবি জবি ছাত্র ফ্রন্টের

১৬

জেমকন গ্রুপের সিইও কাজী আনিসের সম্পদ জব্দ

১৭

২০২৬ সালে কত দিন ছুটি, জানাল সরকার

১৮

পরীক্ষামূলক পরিচালনার সময় দুর্ঘটনায় ট্রেন, মারাত্মক ক্ষতিগ্রস্ত

১৯

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের ল্যাব উদ্বোধন

২০
X