কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

৭ ডিসেম্বর শুরু বিআইডিএসের চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হবে ‘অ্যানুয়াল বিআইডিএস কনফারেন্স অন ডেভেলপমেন্ট (এবিসিডি) ২০২৪’ শীর্ষক সম্মেলনটি। ছবি : সংগৃহীত
আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হবে ‘অ্যানুয়াল বিআইডিএস কনফারেন্স অন ডেভেলপমেন্ট (এবিসিডি) ২০২৪’ শীর্ষক সম্মেলনটি। ছবি : সংগৃহীত

‘সমতা, সুযোগ, স্বাধীনতা ও আত্মমর্যাদা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজন করতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হবে ‘অ্যানুয়াল বিআইডিএস কনফারেন্স অন ডেভেলপমেন্ট (এবিসিডি) ২০২৪’ শীর্ষক সম্মেলনটি। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআইডিএস। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উন্নয়নবিষয়ক সমসাময়িক বিষয় ও বিতর্ক বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট গবেষকদের গবেষণা কাজ উপস্থাপন করার একটি মাধ্যম হিসেবে কাজ করবে এই আন্তর্জাতিক সম্মেলন।

চারদিনের সম্মেলনে ১২টি একাডেমিক সেশনে মোট ৩০টি গবেষণাপত্র, ১২টি পাবলিক লেকচার এবং ২টি মুখ্য বক্তৃতা উপস্থাপন করা হবে। অধিবেশনের আলোচ্য বিষয়বস্তু মূলত অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠন, দারিদ্র্য, মূল্যস্ফীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্যনিরাপত্তা, জ্বালানি, পরিবেশ, নগরায়ন, বাল্যবিয়েসহ আরও অন্যান্য উন্নয়নসংক্রান্ত বিষয়।

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং অনুষ্ঠানে ‘সমতা’ শিরোনামে একটি বিশেষ বক্তৃতাও দেবেন তিনি।

সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান সম্মেলনে ‘এজেন্ডা ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিফর্ম’ শীর্ষক একটি পাবলিক লেকচার পরিচালনা করবেন। এ সেশনে ৯টি গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করা হবে।

বিআইডিএসের প্রফেসরিয়াল ফেলো এম এ সাত্তার মন্ডল ‘করপোরেট এগ্রিকালচার’; আইএফপিআরআইয়ের সিনিয়র রিসার্চ ফেলো জেসিকা লেইট ‘স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন অ্যান্ট ইটস ইফেক্ট অন গ্রোথ অ্যান্ড পোভার্টি’; এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসুয়ুকি সাওয়াদা ‘বিল্ডিং রেজিলিয়েন্স অ্যামাং দ্য পুওর : লেসনস ফ্রম দ্য ফিল্ড’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন।

আয়োজকরা জানান, সম্মেলনের ১ম এবং ৩য় দিনে যথাক্রমে কর্নেল বিশ্ববিদ্যালয়ের টি এইচ লি প্রফেসর অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল প্রফেসর অব অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট, ইকোনমিক্সের অধ্যাপক রবি কানবুরের ‘সমতা ও সুযোগ’ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাতনিক স্কুল অব গভর্নমেন্ট এবং ইকোনমিক্স বিভাগের অধ্যাপক স্টেফান ডেরকনের ‘ক্যান বাংলাদেশ রিনিউ ইটস এলিট বার্গেন ফর ডেভেলপমেন্ট?’ শীর্ষক মুখ্য বক্তৃতা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সম্মেলনে বেশ কয়েকটি একাডেমিক সেশন থাকবে। প্রযুক্তি, সাপ্লাই চেইন এবং কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য, জ্বালানি, পরিবেশ, কৃষি এবং ভূমি ব্যবহার বিষয়ে বিআইডিএস’র একাডেমিক সেশন থাকবে। এ ছাড়াও খাদ্য আয়-ব্যয় জরিপ-২০২২ এর ভিত্তিতে বিশ্বব্যাংকের বাংলাদেশে দারিদ্র্য নিয়ে বিশ্লেষণ, আইএফপিআরআই’র কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে গবেষণা, দারিদ্র্যসহ অন্যান্য বিষয়ের গবেষণা পদ্ধতি নিয়ে যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের সেশন থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভাবার অনুরোধ তারেক রহমানের

বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

শাহজালালে বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

‘একসঙ্গে সমুদ্রে নেমে তো গোসল করতে পারব না’

জুলাই যোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম ২ জায়গায়

বিএনপির অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ

রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

১০

জামায়াত-গণঅধিকার পরিষদের মতবিনিময় / নির্বাচনী জোট গঠনে একমত

১১

উপবৃত্তির টাকা আত্মসাৎ, মাদ্রাসার সুপার কারাগারে

১২

তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না : মুরাদ

১৩

চট্টগ্রাম নগরীতে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

১৪

‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’

১৫

মেয়ের জন্য চিপস আনতে গিয়ে প্রাণ হারান মোবারক

১৬

১৯৭৩ সালের পর সবচেয়ে বড় সংকটে মার্কিন ডলার

১৭

তারেক রহমান জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন : অধ্যাপক মোর্শেদ

১৮

তারা ভেবেছে, নারীঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে : আমির হামজা

১৯

পিআর পদ্ধতি নিয়ে বিএনপিকে চরমোনাই পীরের কড়া বার্তা

২০
X