কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

‘রংপুর বিভাগে বৈষম্য নিরসনে সমষ্টিগতভাবে কাজ করতে হবে’ 

আঞ্চলিক বৈষম্যের শিকার রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্র্য, উচ্চ বেকারত্ব এবং শিল্পের বন্ধ্যাত্ব নিরসনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
আঞ্চলিক বৈষম্যের শিকার রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্র্য, উচ্চ বেকারত্ব এবং শিল্পের বন্ধ্যাত্ব নিরসনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

আঞ্চলিক বৈষম্যের শিকার রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্র্য, উচ্চ বেকারত্ব এবং শিল্পের বন্ধ্যাত্ব নিরসনে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের আয়োজনে সন্ধ্যা ৬টায় স্যার সলিমু্ল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং মেহেদী হাসান সুমনের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, রংপুর বিভাগ আঞ্চলিক বৈষম্যের শিকার। স্থানীয় চাহিদার সঙ্গে সরকারের উন্নয়ন বাজেটে সামঞ্জস্য বিধান না করলে রংপুর বিভাগে বৈষম্য আরও বাড়বে। রংপুরের বৈষম্য নিরসনে আমাদের সমষ্টিগতভাবে কাজ করতে হবে।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক শাহ, প্রাধ্যক্ষ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, অধ্যাপক ড. ইলিয়াস আল মামুন, প্রাধ্যক্ষ, ফজলুল হক মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, মাসউদ বিন আব্দুর রাজ্জাক ও ব্যাংক কর্মকর্তা মেহেরুল্লাহ মিঠু প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজসহ সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ঢাকায় কর্মরত রংপুর বিভাগের পেশাজীবী শ্রেণি এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক শাহ বলেন, উন্নয়ন বৈষম্যের পেছনে সবার দায় রয়েছে। আমাদের স্থানীয় চাহিদার সঙ্গে সরকারের উন্নয়ন বাজেটে সামঞ্জস্য বিধান না করলে রংপুর বিভাগ বৈষম্যের আরও তলানিতে নিমজ্জিত হবে।

বিশেষ আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. ইলিয়াস আল মামুন বলেন, রংপুরের বৈষম্য নিরসনে আমাদের সমষ্টিগতভাবে কাজ করতে হবে। মঙ্গা এবং মফিজ প্রত্যয় দুটি এ অঞ্চলের মানুষের নাগরিক অনুভূতিকে মারাত্মকভাবে আঘাত করে। পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষা-দক্ষতা এবং ঐক্য সুদৃঢ় করে সামনের দিকে এগিয়ে চলতে হবে। সরকারকে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে রোডম্যাপ ঘোষণা করতে হবে।

দীপ্ত টেলিভিশনের নিউজ এডিটর মাসউদ বিন আব্দুর রাজ্জাক বলেন, বাজেটে রংপুরের আট জেলার পৌনে দুই কোটি মানুষের ভাগ্য উন্নয়নে একটি পৃথক উন্নয়ন কমিশন গঠন করে দীর্ঘদিনের জমে থাকা খাত ভিত্তিক অনুন্নয়ন এবং বৈষম্যের বিনাশে সরকারকে মনোযোগী হতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

উন্মুক্ত মতবিনিময়ে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের সংগঠক আবুল আলা মো. রিসালাত, মারুফ হাসান, রিপন আহমেদ, ফেরদৌস আলম, সাদমান সাকিব, রিফাত উদ দৌলা, একরামুল হক রনিসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা।

এছাড়াও সভায় রংপুর বিভাগের বৈষম্য নিরসনে আগামীতে করণীয় সম্পর্কে রূপরেখা তৈরি করতে সভাপতির বক্তব্যে খোলামেলা আলোচনার আহ্বান জানান মতবিনিময় সভার সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুন।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, বাংলা কলেজ, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, ধানমন্ডি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মত প্রদান করেন।

খোলামেলা আলোচনায় উত্থাপিত বিষয় বিবেচনায় সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন চারটি উপকমিটি গঠনের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এতে রংপুর বিভাগের পেশাজীবী শ্রেণি, রাজনীতিবিদ, উদ্যোক্তা-ব্যবসায়ী, শিক্ষক-বু্দ্ধিজীবী, সাংবাদিক এবং ছাত্র-জনতার সমন্বয়ে ১৩ ডিসেম্বর রংপুরে একটি এবং ঢাকা প্রেস ক্লাবে একটি গোলটেবিল বৈঠকের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় গেলে যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা করা হবে : মুরাদ

টাঙ্গাইলে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফরহাদ ইকবালের সমর্থনে রিকশা র‌্যালি

খড়ের মাঠ দখল নিয়ে ২ বাহিনীর গোলাগুলি, নিহত ২

বেসিসের সহায়ক কমিটি গঠন

বৃহত্তর সুন্নী জোটের জরুরি সভা অনুষ্ঠিত, যা বললেন জোটের নেতারা

সরকারি অর্থে বিদেশ ভ্রমণসহ যেসব ব্যয় বন্ধ থাকবে

ঝটিকা মিছিল : আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

এআইইউবিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বগুড়ায় আজিজুল হক কলেজের লেক পরিষ্কার করল ছাত্রদল

ইনানী নয়, কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাবে জাহাজ

১০

৮ দিন ধরে মুক্তা পানির উৎপাদন বন্ধ, আন্দোলনে প্রতিবন্ধী শ্রমিকরা

১১

মঙ্গলবার সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় মোন্থা, বাংলাদেশেও পড়বে প্রভাব

১২

ভারতের মহড়া, আকাশসীমা বন্ধ ঘোষণা করল পাকিস্তান

১৩

জামায়াতের আন্দোলন মানেই শান্তি ও সুশৃঙ্খল : মাওলানা বিল্লাল

১৪

শিক্ষিকার চুরি যাওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করল পুলিশ

১৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর

১৬

এল ক্লাসিকোয় আগুন জ্বেলে এখন সমালোচনার মুখে ইয়ামাল

১৭

টানা ৩ দফায় স্বর্ণের দাম কত কমলো?

১৮

সাতক্ষীরায় মাদক বিক্রির সময় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
X