কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

‘রংপুর বিভাগে বৈষম্য নিরসনে সমষ্টিগতভাবে কাজ করতে হবে’ 

আঞ্চলিক বৈষম্যের শিকার রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্র্য, উচ্চ বেকারত্ব এবং শিল্পের বন্ধ্যাত্ব নিরসনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
আঞ্চলিক বৈষম্যের শিকার রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্র্য, উচ্চ বেকারত্ব এবং শিল্পের বন্ধ্যাত্ব নিরসনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

আঞ্চলিক বৈষম্যের শিকার রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্র্য, উচ্চ বেকারত্ব এবং শিল্পের বন্ধ্যাত্ব নিরসনে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের আয়োজনে সন্ধ্যা ৬টায় স্যার সলিমু্ল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং মেহেদী হাসান সুমনের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, রংপুর বিভাগ আঞ্চলিক বৈষম্যের শিকার। স্থানীয় চাহিদার সঙ্গে সরকারের উন্নয়ন বাজেটে সামঞ্জস্য বিধান না করলে রংপুর বিভাগে বৈষম্য আরও বাড়বে। রংপুরের বৈষম্য নিরসনে আমাদের সমষ্টিগতভাবে কাজ করতে হবে।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক শাহ, প্রাধ্যক্ষ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, অধ্যাপক ড. ইলিয়াস আল মামুন, প্রাধ্যক্ষ, ফজলুল হক মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, মাসউদ বিন আব্দুর রাজ্জাক ও ব্যাংক কর্মকর্তা মেহেরুল্লাহ মিঠু প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজসহ সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ঢাকায় কর্মরত রংপুর বিভাগের পেশাজীবী শ্রেণি এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক শাহ বলেন, উন্নয়ন বৈষম্যের পেছনে সবার দায় রয়েছে। আমাদের স্থানীয় চাহিদার সঙ্গে সরকারের উন্নয়ন বাজেটে সামঞ্জস্য বিধান না করলে রংপুর বিভাগ বৈষম্যের আরও তলানিতে নিমজ্জিত হবে।

বিশেষ আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. ইলিয়াস আল মামুন বলেন, রংপুরের বৈষম্য নিরসনে আমাদের সমষ্টিগতভাবে কাজ করতে হবে। মঙ্গা এবং মফিজ প্রত্যয় দুটি এ অঞ্চলের মানুষের নাগরিক অনুভূতিকে মারাত্মকভাবে আঘাত করে। পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষা-দক্ষতা এবং ঐক্য সুদৃঢ় করে সামনের দিকে এগিয়ে চলতে হবে। সরকারকে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে রোডম্যাপ ঘোষণা করতে হবে।

দীপ্ত টেলিভিশনের নিউজ এডিটর মাসউদ বিন আব্দুর রাজ্জাক বলেন, বাজেটে রংপুরের আট জেলার পৌনে দুই কোটি মানুষের ভাগ্য উন্নয়নে একটি পৃথক উন্নয়ন কমিশন গঠন করে দীর্ঘদিনের জমে থাকা খাত ভিত্তিক অনুন্নয়ন এবং বৈষম্যের বিনাশে সরকারকে মনোযোগী হতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

উন্মুক্ত মতবিনিময়ে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের সংগঠক আবুল আলা মো. রিসালাত, মারুফ হাসান, রিপন আহমেদ, ফেরদৌস আলম, সাদমান সাকিব, রিফাত উদ দৌলা, একরামুল হক রনিসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা।

এছাড়াও সভায় রংপুর বিভাগের বৈষম্য নিরসনে আগামীতে করণীয় সম্পর্কে রূপরেখা তৈরি করতে সভাপতির বক্তব্যে খোলামেলা আলোচনার আহ্বান জানান মতবিনিময় সভার সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুন।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, বাংলা কলেজ, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, ধানমন্ডি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মত প্রদান করেন।

খোলামেলা আলোচনায় উত্থাপিত বিষয় বিবেচনায় সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন চারটি উপকমিটি গঠনের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এতে রংপুর বিভাগের পেশাজীবী শ্রেণি, রাজনীতিবিদ, উদ্যোক্তা-ব্যবসায়ী, শিক্ষক-বু্দ্ধিজীবী, সাংবাদিক এবং ছাত্র-জনতার সমন্বয়ে ১৩ ডিসেম্বর রংপুরে একটি এবং ঢাকা প্রেস ক্লাবে একটি গোলটেবিল বৈঠকের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষায় নকল সরবরাহ করতে যান ছাত্রদল নেতা, অতঃপর...

ছাত্রীদের হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশি

দাম কমলো ইন্টারনেটের

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভাবার অনুরোধ তারেক রহমানের

বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

শাহজালালে বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

১০

‘একসঙ্গে সমুদ্রে নেমে তো গোসল করতে পারব না’

১১

জুলাই যোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম ২ জায়গায়

১২

বিএনপির অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ

১৩

রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

১৪

জামায়াত-গণঅধিকার পরিষদের মতবিনিময় / নির্বাচনী জোট গঠনে একমত

১৫

উপবৃত্তির টাকা আত্মসাৎ, মাদ্রাসার সুপার কারাগারে

১৬

তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না : মুরাদ

১৭

চট্টগ্রাম নগরীতে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

১৮

‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’

১৯

মেয়ের জন্য চিপস আনতে গিয়ে প্রাণ হারান মোবারক

২০
X