কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার বৃহস্পতি গ্রহের চকচকে ছবি তুলে আলোচনায় ঢাকার জুবায়ের

জুবায়েরের তোলা বৃহস্পতি গ্রহের ছবি।
জুবায়েরের তোলা বৃহস্পতি গ্রহের ছবি।

সম্প্রতি ওরিয়ন নেবুলা বা কালপুরুষ নীহারিকার ছবি তুলে সাড়া ফেলেন জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ফটোগ্রাফার জুবায়ের কেওলিন। এবার বৃহস্পতি গ্রহের চকচকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বৃহস্পতি গ্রহের ছবি তোলার বিষয়টি জানান জুবায়ের। এর আগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এ ছবিটি নিজের বানানো টেলিস্কোপে ফ্রেমবন্দি করেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে জুবায়ের কেওলিন লিখেছেন, এটি বৃহস্পতির আমার তোলা সবচেয়ে পরিষ্কার ছবি। ২ ডিসেম্বর রাতে আমি মোট ১৪ লাখেরও বেশি ফ্রেম তুলেছি। সেদিনের ‘সিইং’ পুরোপুরি ভালো ছিল না, তবে একটি ছোট সময়ের জন্য বায়ুমণ্ডল স্থিতিশীল থাকায় আমি এই ছবিটি তুলতে সক্ষম হয়েছি। গ্রহ পর্যবেক্ষণে শুধু মেঘমুক্ত রাত যথেষ্ট নয়; তাপমাত্রার পার্থক্যের কারণে সৃষ্ট বায়ুমণ্ডলীয় অস্থিরতা ছবির স্বচ্ছতার উপর বড় প্রভাব ফেলতে পারে। সাধারণত যখন আবহাওয়া সামান্য কুয়াশাচ্ছন্ন থাকে, তখন বায়ুমণ্ডল সবচেয়ে স্থিতিশীল থাকে। সিইং পরিস্থিতি পর্যালোচনার আরেকটি উপায় হলো- তারাদের দিকে নজর দেওয়া। যদি তারা অনেক বেশি ঝিলমিল করে, তাহলে সিইং খারাপ। আর যদি তারা কম ঝিলমিল করে এবং স্থির দেখায়, তাহলে সিইং ভালো।

এই ছবির জন্য আমি একটি ৮” স্মিট ক্যাসেগ্রেন টেলিস্কোপ (SCT), একটি ২x বার্লো লেন্স এবং একটি ছোট গ্রহ পর্যবেক্ষণ ক্যামেরা ব্যবহার করেছি। শুধু এই একটি ছবির জন্য আমি ২৩,০০০-এরও বেশি ফ্রেম তুলেছি, যার মধ্যে সেরা ২৫% ফ্রেম একত্রিত করেছি। এরকম আরও ৫৭টি ছবি তুলেছি, যা দিয়ে একটি টাইমল্যাপস ভিডিও তৈরি হয়েছে। আশা করি ছবিটি আপনাদের ভালো লাগবে। খুব শিগগিরই টাইমল্যাপস, ‘বিহাইন্ড দ্য সিন’ এবং সম্পূর্ণ প্রসেসিং টিউটোরিয়াল শেয়ার করব।

এর আগে ওরিয়ন নেবুলা বা কালপুরুষ নীহারিকার ছবি তুলে আলোড়ন ফেলেন জুবায়ের কেওলিন। ঢাকায় বাসার ছাদ থেকেই ছবিগুলো তোলেন। সম্প্রতি ছবিগুলো ফেসবুকে পোস্ট করার পর তা রাতারাতি ভাইরাল হয়। সেসব ছবিতে নীহারিকার উজ্জ্বল তারকারাজি, ধূলিমেঘ ও গ্যাসীয় ধূলিকণাসহ মহাকাশের আশ্চর্যজনক গঠন উঠে এসেছে।

জুবায়ের কেওলিন নিজেকে অপেশাদার জ্যোতির্বিজ্ঞানী ও বাংলাদেশের একজন জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ফটোগ্রাফার হিসেবে পরিচয় দেন। নীহারিকার ছবি তিনি যে টেলিস্কোপ ব্যবহার করে তুলেছেন, সেটি তার নিজেরই তৈরি। জুবায়ের ২০১৯ সাল থেকে মহাকাশের ছবি তুলে আসছেন। নীহারিকা ছাড়াও মহাবিশ্বের অন্যান্য উপাদানের প্রতিও তার আগ্রহ বেশ।

সম্প্রতি যে ছবিগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো তিনি একদিনে তুলেছেন এমন নয়। এর কিছু এ বছর; আর কিছু গত বছর তুলেছেন। নীহারিকা ছাড়াও ভাইরাল হয়েছে চাঁদের ছবিও। সেটিও তুলেছেন তার বানানো টেলিস্কোপ দিয়েই। এ ছাড়া আলোচিত ছবিগুলোর মধ্যে রয়েছে, জুপিটার বা বৃহস্পতির টাইম-ল্যাপস, যেখানে জুপিটার ঘুরছে। মঙ্গলগ্রহ ও শুক্রগ্রহের ফেজ পরিবর্তনের দৃশ্য এবং সূর্যের ছবি। সূর্যের ছবিটি তোলা হয় গত মে মাসে। তখন সূর্যে বিশাল চুম্বকীয় ঝড় হয়েছিল। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন তোলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে নিরাপত্তা জটিলতায় টেলর সুইফট

পুরো অ্যাশেজ থেকেই কি ছিটকে গেলেন অজি তারকা?

দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, শেষ স্ট্যাটাস ভাইরাল

ঢাবি শিক্ষক কার্জনের জামিন

৩ বছর বিদেশে থেকেও ভোগ করেন বেতন-ভাতা

রহস্যময় বেলুনে লিথুনিয়ার বিমানবন্দর বন্ধ

বাউল শিল্পী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা

রাতে ঘুমানোর আগে ঘরোয়া টোটকায় পা হবে নরম তুলতুলে

সিনিয়রদের মুখের ভাষাকে দুর্ভিক্ষ বলে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা

‘আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে’

১০

২৪ ঘণ্টায় ১১৮ ভূমিকম্প

১১

রোনালদোর অবিশ্বাস্য বাইসাইকেল কিকে আল-নাসরের টানা নবম জয়

১২

দেড় বছর পর টেস্ট দলে ফিরলেন কেন উইলিয়ামসন

১৩

মার্কিন ভিসা না পাওয়ায় ভারতীয় চিকিৎসকের আত্মহত্যা

১৪

২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৫

বনশ্রীতে দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

১৬

ধরা দেওয়া শিরোপা হাতছাড়া হওয়ার পর যা বললেন আকবর

১৭

মানুষ ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে : চরমোনাই পীর

১৮

লা লিগায় আবারও হোঁচট খেল রিয়াল

১৯

হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার

২০
X