কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৭:১৯ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান ঢাকায় আসছেন আজ

মার্কিন কংগ্রেসম্যান এড কেস ও রিচার্ড ম্যাককরমিক। ছবি: সংগৃহীত
মার্কিন কংগ্রেসম্যান এড কেস ও রিচার্ড ম্যাককরমিক। ছবি: সংগৃহীত

ঢাকা আসছেন মার্কিন দুই কংগ্রেসম্যান। আজ শনিবার (১২ আগস্ট) চার দিনের সফরে তারা ঢাকা আসছেন। সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন।

মার্কিন দুই কংগ্রেসম্যান হলেন রিচার্ড ম্যাককরমিক এবং এড কেস। রিপাবলিকান দলের রিচার্ড ম্যাককরমিক এবং ডেমোক্র্যাট দলের এড কেস ১২ থেকে ১৫ আগস্ট বাংলাদেশ সফর করবেন।

এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন গণমাধ্যমকে জানান, তারা মূলত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন। কিন্তু আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঢাকা ও ওয়াশিংটনের সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য অর্থায়নে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র। আর এ দুই কংগ্রেসম্যান মার্কিন সহায়তা অনুমোদনবিষয়ক কমিটির সদস্য।

জানা গেছে, সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন। বাংলাদেশে পৌঁছে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তারা। পরদিন কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করার পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলবেন। ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ওইদিন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাদের।

নানা ইস্যুতে চলতি বছর মার্কিন প্রতিনিধিদের একের পর এক বাংলাদেশ সফর অব্যাহত রয়েছে। দেশটির নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড লু এরই মধ্যে সফর করে গেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ ঢাকা সফর করে গেলেন।

আগামী ৮ অক্টোবর আসছে দেশটির প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। এ ছাড়া চলতি মাসে আরও মার্কিন প্রতিনিধির ঢাকায় আসার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, চলতি মাসের মধ্যভাগে ইন্দো-প্যাসিফিক কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জেমসের ঢাকা সফরে আসার কথা রয়েছে। দুদেশের মধ্যকার প্রতিরক্ষা সংলাপে অংশ নিতে আসছেন তিনি।

সেপ্টেম্বরের প্রথমভাগে টিকফা সংক্রান্ত বৈঠকে যোগ দিতে মার্কিন বাণিজ্য দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চও ঢাকায় আসতে পারেন। দু’দেশের কূটনৈতিক চ্যানেলে সফরগুলোর প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিথ্যা প্রচারণার বিরুদ্ধে থানায় জিডি মহানগর বিএনপি নেতা কফিল উদ্দিনের

চাকরির নামে প্রতারণা, আমেরিকা প্রবাসী আটক 

শর্ত না মানলে ধ্বংস হবে গাজা সিটি : ইসরায়েল

নতুন করিডোর প্রকল্প শুরু করতে চায় চীন-পাকিস্তান

থানা হাজতে যুবকের মৃত্যু, এএসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার

চবিতে নিলস-সিইউ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা শনিবার

জাতীয় সংখ্যালঘু সম্মেলন হয়নি, কারণ জানাল পুলিশ

বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি মেয়র শাহাদাতের 

ঘুমাতে যাওয়ার কত আগে রাতের খাবার খাওয়া উচিত জেনে নিন

ফ্যাসিবাদের পুনরুত্থান ছাত্রসমাজ রুখে দেবে : আ স ম রব

১০

চমেকে ১০ চর্ম রোগ নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ 

১১

বিভাজন তৈরির অপচেষ্টা চালানো হয়েছে : মাওলানা হালিম

১২

আপনার শখের গাছের জন্য প্রাকৃতিক টনিক

১৩

শিগগির শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী 

১৪

ইউক্রেনের আরও ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার

১৫

মিষ্টিমুখে অস্বাস্থ্যকর চিত্র, জরিমানা এক লাখ

১৬

‘মব’ করে তিন কিশোরকে বেঁধে বেধড়ক পিটুনি, নিহত ১

১৭

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক

১৮

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কতা

১৯

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

২০
X