কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:১৯ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তিন বিভাগে শৈত্যপ্রবাহের শঙ্কা

তিন বিভাগে শৈত্যপ্রবাহের শঙ্কা
শৈত্যপ্রবাহের ফলে আবহাওয়া। ছবি : সংগৃহীত।

হিমেল বাতাসের সঙ্গে তাপমাত্রা কমে গিয়ে আজ থেকে জেঁকে বসতে পারে শীত। থাকতে পারে কয়েক দিন বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, দেশের বিভিন্ন স্থানে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। এর ফলে কোনো কোনো অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈতপ্রবাহ বয়ে যেতে পারে।

গতকাল শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দেওয়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রোববার থেকে সারা দেশে ফের জেঁকে বসতে পারে শীত। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কমবে। ২০ জানুয়ারির দিকে দেশের উত্তর-পশ্চিম অঞ্চল রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। থাকতে পারে মেঘাচ্ছন্ন আবহাওয়া। এ পরিস্থিতি দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে।

আজ রোববার (১৯ জানুয়ারি) এর পূর্বাভাসে বলা হয়, এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এদিকে মাঘের শুরুতেই হাড় কাঁপানো তীব্র শীত অনুভূত হচ্ছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। দ্বিতীয়বারের মতো মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ জেলার ওপর দিয়ে। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। এ জেলার তাপমাত্রা শনিবার ১২ ডিগ্রি সেলসিয়াস থেকে আজকে ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার ভোর ৬টায় তেঁতুলিয়ায় ৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল, যা গতকাল সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কন্যা সন্তানের বাবা হলেন সাগর দেওয়ান

কিডনি ভালো রাখতে দিনে কতটুকু পানি খাওয়া জরুরি? জেনে নিন

বিপিএলে নতুন নামে চট্টগ্রাম-রাজশাহী-সিলেট

যুক্তরাষ্ট্রে ৮০ হাজার ভিসা বাতিল, জানা গেল কারণ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অসদাচরণের দায়ে কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

বাংলাদেশে গুডউইয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু

কবি নজরুল বিশ্ববিদ্যালয় / প্রাথমিকে ‘সংগীত ও শারীরিক শিক্ষা’ শিক্ষক পদ বাতিলের প্রতিবাদ

বিএনপিতে যোগদানের পর রেজা কিবরিয়ার বার্তা

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমাচ্ছেন? কী হয় জেনে নিন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনিরের ২ নৌযান জব্দের আদেশ

১০

জোহরান মামদানির স্ত্রী সম্পর্কে অজানা তথ্য

১১

এই ৫ জায়গায় রাউটার রাখছেন? কমবে ওয়াইফাইয়ের গতি

১২

সহিষ্ণুতার সংকটে তরুণ সমাজ : মানবিক বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ

১৩

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে সাউথইস্ট 

১৪

এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেপ্তার

১৫

দুদিন ধরে কিশোর সাদমান সাদিক নিখোঁজ

১৬

পাখির খাদ্যের আড়ালে এলো নিষিদ্ধ পণ্য

১৭

ফ্যামিলি ফিউডের অনুষ্ঠানে তাহসানের অনুরোধ

১৮

খুবিতে বিদায়ী শিক্ষার্থীদের ‘আল ই’তিসাম-২১’  শিক্ষা সমাপনী অনুষ্ঠিত

১৯

মঞ্চে দেরি করে আসায়, বিতর্কে মাধুরী

২০
X