বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:১৯ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তিন বিভাগে শৈত্যপ্রবাহের শঙ্কা

তিন বিভাগে শৈত্যপ্রবাহের শঙ্কা
শৈত্যপ্রবাহের ফলে আবহাওয়া। ছবি : সংগৃহীত।

হিমেল বাতাসের সঙ্গে তাপমাত্রা কমে গিয়ে আজ থেকে জেঁকে বসতে পারে শীত। থাকতে পারে কয়েক দিন বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, দেশের বিভিন্ন স্থানে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। এর ফলে কোনো কোনো অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈতপ্রবাহ বয়ে যেতে পারে।

গতকাল শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দেওয়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রোববার থেকে সারা দেশে ফের জেঁকে বসতে পারে শীত। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কমবে। ২০ জানুয়ারির দিকে দেশের উত্তর-পশ্চিম অঞ্চল রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। থাকতে পারে মেঘাচ্ছন্ন আবহাওয়া। এ পরিস্থিতি দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে।

আজ রোববার (১৯ জানুয়ারি) এর পূর্বাভাসে বলা হয়, এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এদিকে মাঘের শুরুতেই হাড় কাঁপানো তীব্র শীত অনুভূত হচ্ছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। দ্বিতীয়বারের মতো মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ জেলার ওপর দিয়ে। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। এ জেলার তাপমাত্রা শনিবার ১২ ডিগ্রি সেলসিয়াস থেকে আজকে ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার ভোর ৬টায় তেঁতুলিয়ায় ৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল, যা গতকাল সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সচল

আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন : জামায়াতকে প্রধান উপদেষ্টা

আজ শুভ ‘ভাইফোঁটা’

মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের তারেক রহমানের সহায়তা

সেন্টমার্টিনে অভুক্ত প্রাণীর পাশে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

গণতান্ত্রিক চর্চায় নির্বাচনের বিকল্প নেই : এনপিপি

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

আমরা হতবাক ও ক্ষুব্ধ : মুহিউদ্দীন রাব্বানী

৩১ দফা আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা : কফিল উদ্দিন

‘একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র’

১০

এনসিপি ও জামায়াতকে যা বললেন প্রধান উপদেষ্টা

১১

টুঙ্গিপাড়ায় মাইকিং করে দেশীয় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

১২

সেনাবাহিনীর উদ্যোগ প্রশংসার দাবিদার, বললেন আইন উপদেষ্টা

১৩

ইউআইইউতে ‘লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ’ প্রতিযোগীতার দ্বিতীয় সাইকেলের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

১৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

নির্বাচিত সরকার এলে পরবর্তী কিস্তি ছাড়ের সিদ্ধান্ত নেবে আইএমএফ : গভর্নর

১৬

‘চট্টগ্রামের সব বিজনেস ফোরাম ঐক্যবদ্ধ থাকলে প্রতিবন্ধকতা দূর করা সম্ভব’

১৭

পশুর নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

১৮

হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে চাই : সালাউদ্দিন বাবু

১৯

প্রধান উপদেষ্টাকে যেসব বার্তা দিল জামায়াত

২০
X