কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ ১৩ দাবি শিক্ষার্থীদের

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

ধর্ষণের মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ ১৩ দফা দাবি জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের এ দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি নিয়ে রাস্তায় নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়। ‘সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাকিন শাদাব ও ফারাবি জিসান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে রুদ্র, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) আবির এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফুয়াদ।

লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি দেশে ধর্ষণ, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এ চরম অবনতি রাষ্ট্রের প্রশাসনিক ব্যর্থতার সুস্পষ্ট প্রমাণ। অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে দায়িত্বশীল ব্যক্তিরা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন, যার ফলে অপরাধের মাত্রা আরও বাড়ছে।

তারা বলেন, আমরা এ দুর্ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হয়েছি এবং দেশের শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারের লক্ষ্যে ১৩টি দাবি উপস্থাপন করছি। আশা করছি, সরকার আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ন্যায়সংগত এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

শিক্ষার্থীদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো- ধর্ষণসহ সব অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে অপরাধীর পরিচয় সরকারিভাবে প্রচার করতে হবে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংস্কার এবং ৪(খ) ধারা সংশোধন করে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নির্ধারণ করতে হবে, শুধু ধর্ষণ মামলার বিচারের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এ ট্রাইব্যুনালের কার্যক্রম ভবিষ্যতে বহাল রাখতে হবে, প্রতিটি থানায় প্রশাসনিক এবং মাঠপর্যায়ের কর্মচারীর সংখ্যা বাড়াতে হবে, যেসব থানায় ওসি ও গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে, সেখানে দ্রুত নিয়োগ দিতে হবে, প্রতিটি থানায় নারী ও শিশুবান্ধব শাখা চালু করে এ বিষয়ক অভিযোগ দায়ের সহজীকরণ করত হবে; প্রতিটি এলাকা, বিশেষ করে অপরাধপ্রবণ এবং মহাসড়কগুলোতে পোস্ট গার্ড নিয়োগ ও তাদের নন-লিথাল অস্ত্র দিয়ে সজ্জিত করতে হবে, প্রতিটি থানার পক্ষ থেকে ওয়ার্ডভিত্তিক অথবা এলাকাভিত্তিক ২৪ ঘণ্টা আনসার বাহিনী কিংবা সমপর্যায়ের বাহিনী সংবলিত নিরাপত্তা টহল দলের ব্যবস্থা করতে হবে, পাশাপাশি সম্পূর্ণ এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে, প্রশাসন ও বিচার বিভাগের কার্যবলি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।

সংবাদ সম্মেলনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি), কানাডিয়ান ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলোপাতারি কুপিয়ে স্ত্রীকে হত্যা

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দামে কাঁচামাল

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

১০

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১১

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১২

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১৩

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৪

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৫

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৬

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৭

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৮

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১৯

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

২০
X