কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

সারা দেশে বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সারা দেশে বজ্রপাত ও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

সোমবার (২১ এপ্রিল) সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ পূর্বাভাস দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, সোমবার সকাল ৯টার সময়কার জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ দেশের ৮টি বিভাগের ওপরেই সঞ্চরণশীল মেঘের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। আজ ভোর থেকেই রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপরে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলছে। সকাল ৮টার পর থেকে সিলেট বিভাগের জেলাগুলোর ওপর বৃষ্টি থেমে গেলেও তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে রাজশাহী, ময়মনিসংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে।

মোস্তফা কামাল পলাশ লেখেন, ‘আজ সকাল ৯টার পর থেকে বিকেল ৫টার মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগের অল্প কয়েকটি জেলা ছাড়া দেশের সকল জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে দিনের বিভিন্ন সময়ে। অর্থাৎ, বিভিন্ন বিভাগ ও জেলায় বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

তিনি লেখেন, ‘এই পূর্বাভাস লেখার সময় ময়মনিসংহ বিভাগের সকল জেলার ওপরে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর ওপরে চলমান এই বৃষ্টি সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ : এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের উত্তর দিকে জেলাগুলোর ওপরে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ সকাল ৯টার পর থেকে দুপুর ৩টার মধ্যে ঢাকা বিভাগের সকল জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। ঢাকা জেলার দক্ষিণ ও পূর্ব দিকের উপজেলাগুলোর ওপরে ব্যাপক বজ্রপাতসহ ভারি বৃষ্টির প্রবল আশংকা রয়েছে আজ। ঢাকা শহরের ওপর দিয়ে বৃষ্টি অতিক্রমের সম্ভব্য সময় সকাল ৯টার পর থেকে দুপুর ১২টার মধ্যে।

রংপুর বিভাগ : এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের দিনাজপুর, গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার ওপরে বৃষ্টি হচ্ছিল। আজ সকাল ৯টার পর থেকে দুপুর ৩টার মধ্যে রংপুর বিভাগের অন্যান্য জেলাগুলোর ওপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ : এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ওপরে বৃষ্টি হচ্ছিল। আজ সকাল ৯টার পর থেকে দুপুর ৩টার মধ্যে রাজশাহী বিভাগের অন্যান্য সকল জেলাগুলোর ওপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। তবে রাজশাহী ও চপাইনবাবগঞ্জ জেলার ওপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম অন্যান্য জেলাগুলো অপেক্ষা।

চট্টগ্রাম বিভাগ : এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, ও চট্টগ্রাম জেলার ওপর বৃষ্টি হচ্ছে। আজ সকাল ৯টার পর থেকে দুপুর ৩টার মধ্যে চট্টগ্রাম বিভাগের সকল জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। আজ চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি জেলার ওপরে ব্যাপক বজ্রপাতসহ ভারি বৃষ্টির প্রবল আশংকা রয়েছে।

বরিশাল বিভাগ : এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টি হওয়ার মতো মেঘ সংগঠিত হচ্ছে। আজ সকাল ১০টার পর থেকে বিকেল ৬টার মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

সিলেট বিভাগ : এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে যা দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আজ দিনের অবশিষ্ট সময় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

খুলনা বিভাগ : এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টি হওয়ার মতো মেঘ সংগঠিত হচ্ছে। খুলনা বিভাগের পূর্ব দিকের জেলাগুলোর উপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকাল ১০টার পর থেকে রাত ৮টার মধ্যে। বিশেষ করে মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট। তবে আজ খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টিপাতের পরিমাণ হবে অপেক্ষাকৃত কম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তি প্রতীক্ষায় ‘মাস্তি ফোর’

পাঠাওয়ের ১০ বছর উদযাপন আরও বড় হলো পার্টনার অফারের সঙ্গে

ভারতকে হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

ইসরায়েলকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

সিভাসুতে ১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু রোববার

সাড়ে ৬ মাস পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ বন্ধ, ফিরল ‘না ভোট’

খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জে মতবিনিময় সভা 

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্টারলিংক সেবা চালু চবি ক্যাম্পাসে

জাতীয় নির্বাচন / ভোটে দাঁড়াতে গুনতে হবে আড়াই গুণ বেশি জামানত

১০

১০ দিনের রিমান্ড মঞ্জুর  / ছাত্রলীগ নেতাকে বহন করা প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ, ফাঁসি দাবি

১১

বিশাল জয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ

১২

৮ দিন পর খুলল প্যাসিফিক জিন্সের ৮ কারখানা

১৩

দেশ গড়তে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী

১৪

ফের বাবা হচ্ছেন রাম চরণ

১৫

পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

বিচার বিভাগকে প্রভাবিত করে আমাকে ৭০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল : হাবিব

১৭

চট্টগ্রাম সিটি করপোরেশনে দুদকের অভিযান

১৮

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৯

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে নতুন গুজব

২০
X