কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ
হিমালয়ের পর্বতারোহণ

পর্বতারোহী রুপককে আইইবির পতাকা হস্তান্তর

রূপকের কাছে পতাকা হস্তান্তর। ছবি : কালবেলা
রূপকের কাছে পতাকা হস্তান্তর। ছবি : কালবেলা

বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের তত্ত্বাবধানে পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপককে হিমালয়ের দুটি পর্বত চুলু ওয়েস্ট (৬৪১৯ মিটার) ও থরং (৬১৪৪ মিটার) অভিযান উপলক্ষে পতাকা হস্তান্তর করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের ২য় তলায় তার হাতে পতাকা তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু বলেন, আমাদের এই দুই ভাইবোন যেন চূড়া বিজয় করে, সফল হয়ে ফিরে আসেন দোয়া করি। দেশের মুখ উজ্জ্বল করবেন। পৃথিবীর সর্বোচ্চ চূড়া বিজয় করবে, এই দোয়া করি।

অন্য বক্তারা বলেন, আমাদের প্রত্যাশা, আইইবির সদস্য পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক আগামী ২৪ এপ্রিল যাত্রা করে চার সপ্তাহের মধ্যে হিমালয়ের দুটি পর্বত চুলু ওয়েস্ট ও থর শিখরে বাংলাদেশের পতাকা তুলে ধরতে সক্ষম হবে। এ অভিযানের কথা দেশের তরুণ-তরুণীদের জানানোর জন্যই এই সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অভিযানে যাওয়ার আগে আইইবির সদস্য পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক এবং নূর নাহার মিম্মিকে শুভেচ্ছা ও জাতীয় পতাকা প্রদান করা হয়।

পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক বলেন, ইতোমধ্যে বিশ্বের অন্যতম কঠিন ও কৌশলগত শৃঙ্গ মাউন্ট আমা দাবলামসহ (৬৮১৪ মিটার) তিনটি ৬০০০ মিটার উঁচু হিমালয় শৃঙ্গে সফলভাবে আরোহণের মাধ্যমে সারা বিশ্বে প্রকৌশলীদের ভাবমূর্তি উজ্জ্বল করেছি। একজন প্রকৌশলী হিসেবে আইইবি এবং বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের তত্ত্বাবধানে এবং ইউনিটি ল্যাব সলুশন বিডি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আগামী ২৪ এপ্রিল নেপালের অন্নপূর্ণা হিমালয় অঞ্চলে অবস্থিত এক সঙ্গে দুটি পর্বত চুলু ওয়েস্ট (৬৪১৯ মিটার) এবং থরং (৬১৪৪ মিটার)-এ চার সপ্তাহের অভিযানে যাচ্ছি। সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নুর পরিচালনায় সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক, বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সভাপতি দুইবার এভারেস্ট আরোহণকারী এমএ মুহিত এবং অভিযানের স্পনসর ইউনিটি ল্যাব সলুশন বিডি লিমিটেডের পরিচালক প্রকৌশলী মোল্লা আকিদুল ইসলাম সৈকত, আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী এটিএম তানবীর-উল হাসান (তমাল), সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, প্রকৌশলী মো. নূর আমিন (লালন), প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী এবং আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুল ইসলাম (উজ্জল) ও প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ আইইবির কেন্দ্রীয় নেতা ও প্রকৌশলী এবং বিএমটিসির সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃত্যু ৪১০, নিখোঁজ ৩৩৬

বেগম জিয়ার অসুস্থতা হাসিনার কারণেই : রিজভী

সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন বিএসএফের

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা 

পর্তুগালের জালে এক হালি গোল দিয়েও মন ভরেনি ব্রাজিলের

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’

সাংবাদিকদের হুমকি দেওয়া যুবশক্তির ২ নেতাকে অব্যাহতি

‘আমি আর কত ক্ষতিগ্রস্ত হবো?’—প্রশ্ন বিজয়ের

ক্লান্ত ও দুর্বল লাগলে যে ৫ খাবার বাড়াবে আয়রন ও হিমোগ্লোবিন

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১২.৩ ডিগ্রি

১০

গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির ১০ সেনা কর্মকর্তা

১১

হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে ইংল্যান্ডের ডা. রিচার্ড বিলি

১২

সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক

১৩

ত্রুটিপূর্ণ নীতিমালা ও অপরিকল্পিত নগরায়ণ : আতঙ্কিত ঢাকার গল্প

১৪

অর্থ পাচার মামলায় ফেঁসে গেলেন নেহা শর্মা?

১৫

খালেদা জিয়ার নেতৃত্ব গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা : মির্জা মোস্তফা

১৬

এবার ওটিটিতে শাকিবের ডুবে যাওয়া সিনেমা

১৭

আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ১০ বাড়ি

১৮

তরুণ থেকে বৃদ্ধ—সবার জন‍্য রাহিতুল ইসলামের নতুন বই ‘ফ্রিল্যান্সারের আদর্শলিপি’

১৯

বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে কারা, জানাল অপটা সুপারকম্পিউটার

২০
X