সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ
হিমালয়ের পর্বতারোহণ

পর্বতারোহী রুপককে আইইবির পতাকা হস্তান্তর

রূপকের কাছে পতাকা হস্তান্তর। ছবি : কালবেলা
রূপকের কাছে পতাকা হস্তান্তর। ছবি : কালবেলা

বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের তত্ত্বাবধানে পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপককে হিমালয়ের দুটি পর্বত চুলু ওয়েস্ট (৬৪১৯ মিটার) ও থরং (৬১৪৪ মিটার) অভিযান উপলক্ষে পতাকা হস্তান্তর করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের ২য় তলায় তার হাতে পতাকা তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু বলেন, আমাদের এই দুই ভাইবোন যেন চূড়া বিজয় করে, সফল হয়ে ফিরে আসেন দোয়া করি। দেশের মুখ উজ্জ্বল করবেন। পৃথিবীর সর্বোচ্চ চূড়া বিজয় করবে, এই দোয়া করি।

অন্য বক্তারা বলেন, আমাদের প্রত্যাশা, আইইবির সদস্য পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক আগামী ২৪ এপ্রিল যাত্রা করে চার সপ্তাহের মধ্যে হিমালয়ের দুটি পর্বত চুলু ওয়েস্ট ও থর শিখরে বাংলাদেশের পতাকা তুলে ধরতে সক্ষম হবে। এ অভিযানের কথা দেশের তরুণ-তরুণীদের জানানোর জন্যই এই সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অভিযানে যাওয়ার আগে আইইবির সদস্য পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক এবং নূর নাহার মিম্মিকে শুভেচ্ছা ও জাতীয় পতাকা প্রদান করা হয়।

পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক বলেন, ইতোমধ্যে বিশ্বের অন্যতম কঠিন ও কৌশলগত শৃঙ্গ মাউন্ট আমা দাবলামসহ (৬৮১৪ মিটার) তিনটি ৬০০০ মিটার উঁচু হিমালয় শৃঙ্গে সফলভাবে আরোহণের মাধ্যমে সারা বিশ্বে প্রকৌশলীদের ভাবমূর্তি উজ্জ্বল করেছি। একজন প্রকৌশলী হিসেবে আইইবি এবং বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের তত্ত্বাবধানে এবং ইউনিটি ল্যাব সলুশন বিডি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আগামী ২৪ এপ্রিল নেপালের অন্নপূর্ণা হিমালয় অঞ্চলে অবস্থিত এক সঙ্গে দুটি পর্বত চুলু ওয়েস্ট (৬৪১৯ মিটার) এবং থরং (৬১৪৪ মিটার)-এ চার সপ্তাহের অভিযানে যাচ্ছি। সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নুর পরিচালনায় সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক, বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সভাপতি দুইবার এভারেস্ট আরোহণকারী এমএ মুহিত এবং অভিযানের স্পনসর ইউনিটি ল্যাব সলুশন বিডি লিমিটেডের পরিচালক প্রকৌশলী মোল্লা আকিদুল ইসলাম সৈকত, আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী এটিএম তানবীর-উল হাসান (তমাল), সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, প্রকৌশলী মো. নূর আমিন (লালন), প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী এবং আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুল ইসলাম (উজ্জল) ও প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ আইইবির কেন্দ্রীয় নেতা ও প্রকৌশলী এবং বিএমটিসির সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

১০

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

১১

ভূমি অধিগ্রহণে আটকে আছে ইউলুপ, ইউটার্নে মরছে মানুষ!

১২

কনে দেখতে যাওয়ার পথে নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

১৩

থাইল্যান্ডের ক্লাবে আবার ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি

১৪

চাকসুতে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থিতা বাতিলের দাবি

১৫

ঠাকুরগাঁওয়ের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৬

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন

১৭

এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

১৮

রাকসুতে প্রথম দিনে ৫ জনের মনোনয়ন সংগ্রহ 

১৯

ফিলিস্তিনিদের ৩০০০ জলপাই গাছ উপড়ে ফেলল ইসরায়েলি বাহিনী

২০
X