কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ
হিমালয়ের পর্বতারোহণ

পর্বতারোহী রুপককে আইইবির পতাকা হস্তান্তর

রূপকের কাছে পতাকা হস্তান্তর। ছবি : কালবেলা
রূপকের কাছে পতাকা হস্তান্তর। ছবি : কালবেলা

বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের তত্ত্বাবধানে পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপককে হিমালয়ের দুটি পর্বত চুলু ওয়েস্ট (৬৪১৯ মিটার) ও থরং (৬১৪৪ মিটার) অভিযান উপলক্ষে পতাকা হস্তান্তর করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের ২য় তলায় তার হাতে পতাকা তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু বলেন, আমাদের এই দুই ভাইবোন যেন চূড়া বিজয় করে, সফল হয়ে ফিরে আসেন দোয়া করি। দেশের মুখ উজ্জ্বল করবেন। পৃথিবীর সর্বোচ্চ চূড়া বিজয় করবে, এই দোয়া করি।

অন্য বক্তারা বলেন, আমাদের প্রত্যাশা, আইইবির সদস্য পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক আগামী ২৪ এপ্রিল যাত্রা করে চার সপ্তাহের মধ্যে হিমালয়ের দুটি পর্বত চুলু ওয়েস্ট ও থর শিখরে বাংলাদেশের পতাকা তুলে ধরতে সক্ষম হবে। এ অভিযানের কথা দেশের তরুণ-তরুণীদের জানানোর জন্যই এই সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অভিযানে যাওয়ার আগে আইইবির সদস্য পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক এবং নূর নাহার মিম্মিকে শুভেচ্ছা ও জাতীয় পতাকা প্রদান করা হয়।

পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক বলেন, ইতোমধ্যে বিশ্বের অন্যতম কঠিন ও কৌশলগত শৃঙ্গ মাউন্ট আমা দাবলামসহ (৬৮১৪ মিটার) তিনটি ৬০০০ মিটার উঁচু হিমালয় শৃঙ্গে সফলভাবে আরোহণের মাধ্যমে সারা বিশ্বে প্রকৌশলীদের ভাবমূর্তি উজ্জ্বল করেছি। একজন প্রকৌশলী হিসেবে আইইবি এবং বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের তত্ত্বাবধানে এবং ইউনিটি ল্যাব সলুশন বিডি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আগামী ২৪ এপ্রিল নেপালের অন্নপূর্ণা হিমালয় অঞ্চলে অবস্থিত এক সঙ্গে দুটি পর্বত চুলু ওয়েস্ট (৬৪১৯ মিটার) এবং থরং (৬১৪৪ মিটার)-এ চার সপ্তাহের অভিযানে যাচ্ছি। সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নুর পরিচালনায় সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক, বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সভাপতি দুইবার এভারেস্ট আরোহণকারী এমএ মুহিত এবং অভিযানের স্পনসর ইউনিটি ল্যাব সলুশন বিডি লিমিটেডের পরিচালক প্রকৌশলী মোল্লা আকিদুল ইসলাম সৈকত, আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী এটিএম তানবীর-উল হাসান (তমাল), সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, প্রকৌশলী মো. নূর আমিন (লালন), প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী এবং আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুল ইসলাম (উজ্জল) ও প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ আইইবির কেন্দ্রীয় নেতা ও প্রকৌশলী এবং বিএমটিসির সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই’

স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ 

‘সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন’ ড. ইউনূসকে মির্জা ফখরুল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় / শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বদলে গেল উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি

শুরু হয়েছে ‘মুক্ত সুরের ছন্দ’

কোকা কোলা বর্জন শুরু করেছে ইউরোপের এক দেশ

সিটি করপোরেশন এলাকাগুলোতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

হার্ভার্ডে মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা চরমে, ঝুঁকিতে ইহুদি শিক্ষার্থীরাও

পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা হয়নি ৬ পরিবারের

আ.লীগ আর কোনোভাবেই রাজনীতি করতে পারবে না : সারজিস

১০

রাষ্ট্রদ্রোহ মামলা / চিন্ময় দাসের জামিন স্থগিতাদেশের পর প্রত্যাহার

১১

দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা

১২

সাংবাদিকতা ও মত প্রকাশ রোধের পুনরাবৃত্তি হচ্ছে : এমএসএফ

১৩

২ ঘণ্টায় লিখা হয় ‘তোমার ব্যথায় আমি’ 

১৪

জিআই পেল আরও ২৪ পণ্য

১৫

পদ্মা সেতুর ইলেট্রনিক টোল সংগ্রহ প্রক্রিয়ায় যুক্ত হলো নগদ

১৬

আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন

১৭

সাকিবের বিরল রেকর্ডে ভাগ বসিয়ে মিরাজের ইতিহাস

১৮

প্লাস্টিকের গৃহসামগ্রী ব্যবহার, বছরে প্রাণহানি সাড়ে ৩ লাখ

১৯

মে দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী 

২০
X