কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সিটি করপোরেশন এলাকাগুলোতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন। ছবি : সংগৃহীত
উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সব সিটি করপোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহের কথা জানিয়েছে চীন। এ বিষয়ে বাংলাদেশের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ আগ্রহের কথা জানায় দেশটি।

বুধবার (৩০ এপ্রিল) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন এ আগ্রহের কথা জানান।

এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ বিষয়ে চীনকে প্রস্তাব দেন। স্থানীয় সরকার বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশকে চীন সরকার এক হাজার শয্যার হাসপাতাল উপহারের বিষয়টি জনমনে আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি চীন-বাংলাদেশ যৌথ ড্রোন শো দেশের লাখ লাখ মানুষ প্রত্যক্ষ করেছে, যা দুই দেশের পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের জন্য গুরুত্বপূর্ণ।

বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, চীনের সহযোগিতায় দেশের সব সিটি করপোরেশনে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী সরকার। জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন, সিটি করপোরেশন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চীন আগ্রহী। একে একে সব সিটি করপোরেশনেই যেন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেদিকে লক্ষ্য রেখে প্রকল্প হাতে নেবে চীন।

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশে ৫৫টি ক্রীড়া ফেডারেশন রয়েছে। ক্রিকেট, ফুটবল ছাড়া অন্যান্য ক্রীড়া ক্ষেত্রেও বাংলাদেশের উন্নতি এবং আন্তর্জাতিক অর্জন সম্ভব, সেজন্য চীনের সহযোগিতায় স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়ে জোর দেন। এছাড়া কোচ-খেলোয়াড়দের অলিম্পিক মান উপযোগী প্রশিক্ষণ ব্যবস্থার ওপর জোর দেন উপদেষ্টা।

ক্রীড়াঙ্গন নিয়ে আলোচনায় উচ্ছ্বাস প্রকাশ করে চীনের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সম্পর্কোন্নয়ন ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশে দল পাঠাবে চীন। এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য চীনে আমন্ত্রণ জানাতে চান রাষ্ট্রদূত। বাংলাদেশের যে কোনো পর্যায়ের খেলোয়াড় কিংবা কোচদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি।

আলোচনায় ক্রীড়াঙ্গন নিয়ে উপদেষ্টার সুদূরপ্রসারী ক্রীড়া পরিকল্পনার কথা জানতে পেরে ক্রীড়া উপদেষ্টাকে চীনের স্পোর্টস ভিলেজ পরিদর্শনের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত ওয়াও ওয়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট প্রতিক্রিয়া  / সিগারেটের নিম্ন ও মধ্যম স্তর একত্র করার দাবি

মই দিয়ে উঠতে হয় ৬ কোটি টাকার সেতুতে

তুষারের সঙ্গে কথা বলা সেই এনসিপি নেত্রীর পরিচয় মিলল

কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব : ইরানের প্রেসিডেন্ট

ইরানের হামলার ভয়াবহতা বেড়েছে, হতাহত বহু ইসরায়েলি

এনসিপি নেতার কারাদণ্ড

খামেনিকে নির্মূল করাই যুদ্ধের মূল লক্ষ্য : ইসরায়েল

ইরানের পরমাণু প্রকল্প রক্ষার দায়িত্ব নেবেন পুতিন

ডেঙ্গুতে নতুন আক্রান্ত ২৪৮, সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে

একাধিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

১০

বেসরকারি শিক্ষা ফি নির্ধারণে নিয়ম দরকার : ডা. বিধান রঞ্জন

১১

কর্মবিরতি থেকে সরে এসেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন

১২

কেউ আমাকে আদর করলে কান্না পেয়ে যায় : জাহিদ হাসান

১৩

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

১৪

সাবেক প্রতিমন্ত্রী ড. শামসুল আলম কারাগারে

১৫

মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে যুদ্ধবিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

‘আওয়ামী ফ্যাসিস্টরা নগর ভবনে চাকরি করতে পারবে না’

১৭

হাসপাতাল নয়, সেনা ও গোয়েন্দা স্থাপনা ছিল হামলার লক্ষ্য : ইরান

১৮

দেখতে পাচ্ছি দর্শক কী কী খায় : আফসানা মিমি

১৯

নওগাঁয় সিএনজি-ভটভটি মুখোমুখি সংর্ঘষে নিহত ২

২০
X