কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০২:১৮ পিএম
আপডেট : ০৫ মে ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ
স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব

চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা
রোগীর প্রেসক্রিপশন দেখছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত

হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি দেখা করার সুযোগ পাবেন না। ইমেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা চিকিৎসকদের কাছে জানাতে হবে।

সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন পেশ করেছে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন।

কমিশন বেশকিছু আইন সংস্কার ও নতুন আইন প্রণয়নের সুপারিশ করেছে প্রতিবেদনে। সুপারিশে বলা হয়, সব সংশ্লিষ্ট পুরোনো আইন পর্যালোচনা করে যুগোপযোগী করতে হবে। এ ছাড়া রোগী সুরক্ষা, আর্থিক বরাদ্দ, জবাবদিহি ও জরুরি অবস্থায় পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিত করতে কিছু নতুন আইন প্রণয়ন করতে হবে।

স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান সুপারিশসমূহ হলো:

১. স্বতন্ত্র ‘বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস’ গঠন: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের পরিবর্তে ‘বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস’ নামে একটি স্বতন্ত্র কাঠামো গঠনের প্রস্তাব করা হয়েছে। এটির জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশন (স্বাস্থ্য) গঠন এবং জনবল কাঠামো পুনর্নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

২. ক্যারিয়ার প্ল্যানিং ও পদোন্নতি: স্বাস্থ্য সেবা, শিক্ষা ও ব্যবস্থাপনা—এই তিনটি বিভাগে লাইন প্রমোশনের জন্য পর্যাপ্ত পদসোপান তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া কর্মকর্তাদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ‘সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস’-এ প্রবেশের সুযোগ সৃষ্টির সুপারিশ করা হয়েছে।

৩. স্বাস্থ্য শিক্ষা ও সেবা বিভাগ পৃথককরণ: চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে একাডেমিক ও সার্ভিস হাসপাতাল হিসেবে ভাগ করে তাদের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ স্ব-স্ব বিভাগের অধীনে ন্যস্ত করার প্রস্তাব করা হয়েছে।

৪. জনবল নিয়োগ ও উপস্থিতি নিশ্চিতকরণ: নতুন চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপনের পূর্বেই প্রয়োজনীয় ও দক্ষ জনবল নিয়োগ নিশ্চিত করা এবং উপস্থিতি নিশ্চিতকরণের জন্য ডিজিটাল হাজিরা ও সরেজমিনে তদারকি বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

৫. বাজেট বরাদ্দ ও দালাল দমন: সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যার পরিবর্তে চিকিৎসা গ্রহণকারী রোগীর সংখ্যা অনুপাতে বাজেট বরাদ্দ এবং দালালদের দৌরাত্ম্য অবসানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

৬. স্বাস্থ্য সুরক্ষা আইন ও রেগুলেটরি কর্তৃপক্ষ: চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের স্বার্থে ভারসাম্য রেখে ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়ন এবং ল্যাবরেটরিগুলোর মান গ্রহণের জন্য একটি রেগুলেটরি কর্তৃপক্ষ সৃষ্টির সুপারিশ করা হয়েছে।

৭. ফিজিওথেরাপি বিভাগ ও পদ সৃষ্টি: সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, আইএইচটি এবং জেলা ও উপজেলা পর্যায়ের সদর জেনারেল হাসপাতালসমূহে ফিজিওথেরাপি চিকিৎসার জন্য ফিজিওথেরাপি বিভাগ এবং ফিজিওথেরাপিস্ট পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে

৮. কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা: গ্রাম পর্যায়ে প্রতিষ্ঠিত কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেসরকারি সংস্থাগুলোকে দায়িত্ব প্রদান এবং সরকার সুনির্দিষ্ট শর্তে বাজেট বরাদ্দ দিয়ে কেন্দ্রগুলো পরিচালনা আউটসোর্স করার সুপারিশ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণাঢ্য আয়োজনে সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নেওয়া শুরু

ঈদুল আজহায় বিশেষ ট্রেন থাকছে ৫ জোড়া, অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

হামলার আশংকায় শেহবাজ শরিফের মালয়েশিয়া সফর স্থগিত

রাষ্ট্রীয়ভাবে শাপলা চত্বরকে গণহত্যা দিবস ঘোষণা করতে হবে : ছাত্রশিবির সভাপতি

বাতাসের গুণগতমান যাচাইয়ে ঢাকায় বসছে আধুনিক যন্ত্র

পদ্মার দুই ইলিশ ১০ হাজারে বিক্রি 

বন্ধ হচ্ছে এককালের তুমুল জনপ্রিয় স্কাইপ

বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা 

যুদ্ধের পরও গাজা দখলে ইসরায়েলের নীলনকশা অনুমোদন

১০

শিক্ষা বোর্ডের হুঁশিয়ারি / পরীক্ষার খাতা অন্যকে দিয়ে মূল্যায়ন করালে শাস্তি পাবেন পরীক্ষক

১১

একদফা দাবিতে ববির প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা

১২

নির্বাচনের সময় ঠিক করবে বাংলাদেশের জনগণ : ইইউ রাষ্ট্রদূত

১৩

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ৬টি মর্টার শেল

১৪

খালেদা জিয়ার আগমন উপলক্ষে কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি বার্তা ফখরুলের

১৫

শান্ত-লিটনদের লঙ্কা সফরসূচি চূড়ান্ত

১৬

হবিগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

১৭

৪ মিনিটে ১৫ লাখ টাকার মালামালসহ ৫ লাখ টাকা লুট

১৮

ওয়াসার এমডিকে এবি পার্টির স্মারকলিপি / জীবাণুযুক্ত পানি বন্ধ ও সুপেয় পানি সরবরাহের দাবি

১৯

ফিরছেন খালেদা জিয়া, সব প্রস্তুতি সম্পন্ন

২০
X