রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু রেল সেতুতে ট্রেন চলাচল শুরু হলে উত্তরবঙ্গের জনগণের জীবনমানের উন্নয়ন আরও এগিয়ে যাবে। এ ছাড়াও এই সেতু উত্তরবঙ্গের জনগণের যাতায়াত সুবিধার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করবে।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) গাইবান্ধা জেলার বোনারপাড়া ট্রেন স্টেশনে বন্ধ হয়ে যাওয়া রামসাগর এক্সপ্রেস পুনরায় চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের সব জেলাকে রেল যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে কাজ করছে সরকার। সব সিঙ্গেল লাইন ডুয়েল গেজে ডাবল লাইনে পরিণত করার জন্য কাজ করা হচ্ছে। গাইবান্ধার জনগণের দীর্ঘদিনের চাহিদা ছিল রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালু করা, তাই আজ ট্রেনটি পুনরায় চালু করা হলো।
সুজন বলেন, নদী ভাঙনকবলিত উত্তরবঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি কৃষি উন্নয়ন, শিক্ষার উন্নয়ন এবং অবকাঠামোগত যাবতীয় উন্নয়নের জন্য কাজ করছে সরকার। বিনামূল্যে বই দিচ্ছে, কৃষকের চাহিদামতো সার ও কীটনাশকসহ কৃষকের যাবতীয় চাহিদা মিটাচ্ছে, সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মডেল মসজিদ নির্মাণ করেছে ও মাদ্রাসা নির্মাণ করেছে।
তিনি বলেন, উত্তরবঙ্গের চরাঞ্চলের উৎপাদিত বিভিন্ন ফসল কৃষক যাতে সঠিক মূল্যে বিক্রি করতে পারে সেজন্য সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছে।
নূরুল ইসলাম সুজন বলেন, ১৯৭৫ সালের পর যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা রেল যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করেছে, স্বাধীনতাযুদ্ধের সময় আমাদের সাহায্যকারী দেশ বন্ধুরাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক নষ্ট করেছে, সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি করেছে, দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর দেশের সব ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে । ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ এবং সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ। জামায়াত-বিএনপি যাতে নাশকতা করে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নকে নষ্ট করতে না পারে সেই দিকে সজাগ থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান রেলপথ মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী নলডাঙ্গা রেলওয়ে স্টেশন আধুনিকায়নের নির্মাণকাজের উদ্বোধন করেন। এরপর সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন