সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

দেড় ঘণ্টা পর সচল ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

দেড় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যান চলাচল সচল হয়েছে। তবে মহাসড়কের দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রোববার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সকল রুটের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বেলা ১১টার দিকে ডিপিপি অনুমোদনের দাবিতে হাটিকুমরুল গোলচত্বর এলাকার মহাসড়কের সকল রুট অবরোধ করে বিক্ষোভ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা ও ঢাকা-রংপুর রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া, রায়হান ও হৃদয় সরকার বলেন, আমরা আজকের মতো অবরোধ তুলে নিয়েছি। আরও ৪৮ ঘণ্টার সময় দেওয়া হলো। এর মধ্যে যদি ক্যাম্পাস প্রকল্পের ডিপিপি অনুমোদনে সরকার সাড়া না দেয় তাহলে উত্তরবঙ্গের সড়ক ও রেলপথ বন্ধ করে দেওয়া হবে। এর আগে বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, আট বছর ধরে ভাড়া করা ভবনে নানা দুর্ভোগের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের। সাত দফায় ডিপিপি সংশোধন করে ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রকল্প প্রায় ৯৩ দশমিক ৫০ শতাংশ ব্যয় কমিয়ে ৫১৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনার পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পটি একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি। বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির প্রতি অবিচার করা হয়েছে। আমরা বারবার আন্দোলন করার পরও শুধু আশ্বস্তই করা হয়েছে। বৃহস্পতিবার আমরা ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলাম। এই সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি।

এদিকে অবরোধ চলাকালে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রী ও পরিবহন চালকদের ভোগান্তি পোহাতে হয়। পরে অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। তবে এখনো মহাসড়কে যানজট রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরের ধোপাকান্দি এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী লেন বন্ধ করে বিক্ষোভ করছে। সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেয়। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

দেশে ফিরতে চাওয়া ক্রিকেটারদের কড়া বার্তা দিল লঙ্কান ক্রিকেট বোর্ড

আকিজ পেপার মিলের সামনে ট্রাকে আগুন

খেলোয়াড়রা সহযোগিতা না করলে কমিশন নিরপেক্ষতা হারাবে : সিইসি

পাকিস্তান সফরের মাঝপথেই দেশে ফিরতে চান শ্রীলঙ্কার খেলোয়াড়রা!

আ.লীগ ঠেকাতে মাঠে নেমেছে জামায়াত-শিবির

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ডিএমপির খণ্ডিত ভিডিওতে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেবে পুলিশ

মহাসড়কে আ.লীগের অস্ত্র নিয়ে মহড়া, যানবাহন চলাচল বন্ধ

১০

শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুন ট্রাইব্যুনালে হাজির 

১১

ফিলিস্তিনে ইউরোপীয় দেশের পুলিশ মোতায়েন

১২

বিলেতি পণ্য বর্জনের স্মৃতি, অস্তিত্ব সংকটে সলঙ্গা হাট

১৩

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা, রাজধানীজুড়ে বিজিবি-পুলিশের কঠোর অবস্থান

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন

১৫

যে আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

হিমেল হাওয়ার দাপট, ১৩ ডিগ্রিতে নেমেছে তেঁতুলিয়ার তাপমাত্রা

১৭

প্রভিডেন্ট ফান্ডসহ চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ

১৮

ইসলাম কায়েমের জন্য তোমাদের প্রয়োজন নেই, জামায়াতের উদ্দেশে টুকু

১৯

শাটডাউন এড়াতে মার্কিন কংগ্রেসে বিল পাস

২০
X