সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

দেড় ঘণ্টা পর সচল ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

দেড় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যান চলাচল সচল হয়েছে। তবে মহাসড়কের দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রোববার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সকল রুটের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বেলা ১১টার দিকে ডিপিপি অনুমোদনের দাবিতে হাটিকুমরুল গোলচত্বর এলাকার মহাসড়কের সকল রুট অবরোধ করে বিক্ষোভ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা ও ঢাকা-রংপুর রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া, রায়হান ও হৃদয় সরকার বলেন, আমরা আজকের মতো অবরোধ তুলে নিয়েছি। আরও ৪৮ ঘণ্টার সময় দেওয়া হলো। এর মধ্যে যদি ক্যাম্পাস প্রকল্পের ডিপিপি অনুমোদনে সরকার সাড়া না দেয় তাহলে উত্তরবঙ্গের সড়ক ও রেলপথ বন্ধ করে দেওয়া হবে। এর আগে বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, আট বছর ধরে ভাড়া করা ভবনে নানা দুর্ভোগের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের। সাত দফায় ডিপিপি সংশোধন করে ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রকল্প প্রায় ৯৩ দশমিক ৫০ শতাংশ ব্যয় কমিয়ে ৫১৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনার পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পটি একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি। বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির প্রতি অবিচার করা হয়েছে। আমরা বারবার আন্দোলন করার পরও শুধু আশ্বস্তই করা হয়েছে। বৃহস্পতিবার আমরা ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলাম। এই সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি।

এদিকে অবরোধ চলাকালে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রী ও পরিবহন চালকদের ভোগান্তি পোহাতে হয়। পরে অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। তবে এখনো মহাসড়কে যানজট রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরের ধোপাকান্দি এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী লেন বন্ধ করে বিক্ষোভ করছে। সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেয়। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে মিলবে টানা ১৬ দিনের ছুটি

পকেটে দীর্ঘক্ষণ মোবাইল রাখলে কি পুরুষের শুক্রাণু কমে যায়? 

ফ্যাসিবাদের দালালি করা গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না : রিজভী

ইসরায়েলের সঙ্গে তৃতীয় অস্ত্রচুক্তি বাতিল করল স্পেন

হাসিনার ষড়যন্ত্র রুখতে পূজামণ্ডপ পাহারা দেবে বিএনপি : সরওয়ার 

পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং

এনসিএলে সিলেট চট্টগ্রামের জয়

ডাকসু নির্বাচনে দায়িত্বে থেকেও অনিয়মের অভিযোগ সাদা দলের দ্বিচারিতা : ইউটিএল

নেতানিয়াহুর ভাষণে জাতিসংঘে প্রতিক্রিয়া দেখালেন ইসরায়েলি সেনার বাবা

নবীজির (সা.) প্রিয় ফল কী ছিল, জেনে নিন

১০

মরদেহ সৎকারে গিয়ে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ২

১১

১২ দলীয় জোট / নির্বাচন ও জুলাই সনদ নিয়ে কয়েকটি দলের সঙ্গে বৈঠক

১২

কবজিবিহীন হাত দিয়ে ঘুষি মেরে ইট-পাথর ভাঙেন শামীম

১৩

গ্রিন ডট লিমিটেডের স্নাকি নাইট অনুষ্ঠিত

১৪

এবার খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত বেড়ে চার

১৬

দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জে বাংলাদেশ সনাতন পার্টির বস্ত্র বিতরণ

১৭

৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের এডহক কমিটি গঠন

১৮

নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ভয়াবহ ধস, বহু প্রাণহানির শঙ্কা

১৯

রাজধানীতে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার অভিষেক অনুষ্ঠিত

২০
X