ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন থেকে সরে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। শিগগিরই সচিবালয়ে নিয়ে যাওয়া হবে এই অফিস।
গত বছরের ২৬ ডিসেম্বর সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কার্যক্রম নগর ভবনে সরিয়ে নেওয়া হয়। নগর ভবনের ওপরে খালি থাকা ১৪ ও ১৫ তলায় করা হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস। এরপর থেকে সেখানেই অফিস করতেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলন শুরুর পর থেকে নগর ভবনের অফিসে যাচ্ছেন না আসিফ মাহমুদ। সেদিন থেকে নগর ভবনের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমও বন্ধ আছে।
এখন নগর ভবনে থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন বিভাগের কার্যক্রম সরিয়ে আবার সচিবালয়ে নিয়ে আসা হচ্ছে বলে স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী জানিয়েছেন। তিনি বলেন, আমরা নগর ভবনে অস্থায়ীভাবে কিছুদিন কাজ করেছি। আমাদের এখানকার অফিস ঠিক হচ্ছে, কাজ প্রায় শেষের দিকে। ফলে নগর ভবন থেকে এরই মধ্যে অনেকটা চলে এসেছে, পুরোপুরি ঠিক হয়ে হয়ে গেলে আমরা চলে আসব। হয়তো আগামী দুয়েক দিনের মধ্যে পুরোপুরি চলে আসতে পারব।
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে আন্দোলন শুরু করেন তার কর্মী-সমর্থকরা। সেদিন থেকেই নগর ভবনে যেতে পারছেন না উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমও সেদিন থেকেই বন্ধ হয়ে যায়। এরপর ১৭ মে নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা করেন ইশরাকের সমর্থকরা।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তখন থেকে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে বসে দাপ্তরিক কাজকর্ম চালাতেন বলে স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছিলেন। আসিফ মাহমুদ ক্রীড়া মন্ত্রণালয়েরও উপদেষ্টা।
মন্তব্য করুন