রাতের মধ্যে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
বুধবার (১৪ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে তিনি লেখেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্টত লঘুচাপের প্রভাবে বুধবার (২৮ মে) দুপুর ২টার পর থেকে রাত ১২টার মধ্যে একাধিকবার বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে সিলেট বিভাগের জেলাগুলোতে। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলায় ভারী থেকে খুবই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।
তিনি লেখেন, রাত ১২টার মধ্যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর ও রংপুর বিভাগের কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর জেলার উপরে বজ্রপাতসহ হালকা থেকে মানের বৃষ্টিপাতের পড়ল আশঙ্কা করা যাচ্ছে।
এই গবেষক লেখেন, রাতে ঢাকা শহরের ওপর দিয়ে ভারী মানের বৃষ্টি অতিক্রমে আশঙ্কা করা যাচ্ছে।
মন্তব্য করুন