চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলওয়ে অস্থায়ী শ্রমিকরা আগামী ৩ সেপ্টেম্বর রোববার ট্রেন অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।
বুধবার (৩০ আগস্ট) আন্দোলনরত রেল শ্রমিকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়েতে দীর্ঘদিন কর্মরত অস্থায়ী শ্রমিকদের সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে চলমান আন্দোলন। বারবার রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের দারস্থ হয়েও কারও কাছ থেকে কোনো পদক্ষেপ বা কার্যকর ভূমিকা পাইনি। এতে সব শ্রমিক উদ্বিগ্ন।
এই পরিস্থিতিতে চার ডিভিশনের অস্থায়ী সব শ্রমিকের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় প্রতিনিধিদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী তিন সেপ্টেম্বর ঢাকায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এতে শ্রমিকদের উপস্থিত হয়ে নিজেদের ন্যায্য অধিকার আদায় করার লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালনে আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।
মন্তব্য করুন