কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৭:১৪ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন অফিসের পথে পথে হয়রানি ও দুর্নীতির প্রমাণ

দুদকের বিভিন্ন জেলা কার্যালয় থেকে একযোগে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। ছবি : কালবেলা
দুদকের বিভিন্ন জেলা কার্যালয় থেকে একযোগে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। ছবি : কালবেলা

জাতীয় পরিচয়পত্র তৈরি ও সংশোধনে ঘুষ লেনদেনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দেশের ১৩ জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ জুন) দুদকের বিভিন্ন জেলা কার্যালয় থেকে একযোগে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

যেসব অফিসে দুদকের অভিযান—তার মধ্যে রয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও জামালপুর জেলা নির্বাচন অফিস। অভিযোগ মূলত জাতীয় পরিচয়পত্র তৈরি ও সংশোধনসহ বিভিন্ন সরকারি সেবা পেতে ঘুষ ও হয়রানি। অভিযোগ রয়েছে দালালের মাধ্যমে অর্থ লেনদেনের।

দুদক সূত্রে জানা গেছে, অভিযানে জাতীয় পরিচয়পত্র সংশোধন ও সংগ্রহে সেবাগ্রহীতার নিকট ঘুষ গ্রহণ, হয়রানি সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন। পাবনা জেলা অফিসে অভিযানে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অনলাইনে আবেদন দাখিলের পর সেটি অনুমোদন হতে বেশ বিলম্ব হওয়ার সত্যতা পায় দুদক। কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসে সেবাপ্রত্যাশীদের মধ্যে দুজন মহিলার কাগজপত্রসহ তাদের জেলা নির্বাচন কর্মকর্তার কক্ষে নিয়ে গেলে দেখা যায়, পরিচয়পত্রের তথ্য সংশোধনের আবেদন ২০২২ সালে করলেও ২০২৫ সালে এসে সিদ্ধান্ত প্রদান করা হয় এবং আবেদন খারিজ করা হয়।

জেলা নির্বাচন অফিস রাজশাহীতে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশনের জন্য ২৩০/- টাকা অনলাইন/ট্রেজারি চালানের মাধ্যমে ফি জমা নেওয়ার কথা থাকলেও রসিদ ছাড়াই নগদ অতিরিক্ত অর্থ নেওয়ার প্রমাণ পায় দুদক। জেলা নির্বাচন অফিস বরিশালে সেবাগ্রহীতারা ফিঙ্গার দিতে গিয়ে সার্ভার সংক্রান্ত জটিলতার অভিযোগ জানান। জেলা নির্বাচন অফিস নওগাঁয়ে ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে পর্যবেক্ষণ করা হয়। পরে এনফোর্সমেন্ট অফিসে আগত সেবাগ্রহীতাদের কাছ থেকে সেবা সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ করে। দিনাজপুরে এনফোর্সমেন্ট টিম নির্বাচন অফিসের এনআইডি সংশোধনের জন্য ‘ক’ ‘খ’ ‘গ’ শ্রেণির আবেদনগুলো পর্যালোচনা করে উপস্থিত সেবাগ্রহীতাদের সমস্যা তাৎক্ষণিক সমাধান করে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে রংপুর জেলা নির্বাচন অফিসের আশপাশে অবস্থান নিয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করে। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। নির্বাচন অফিসে আগত অধিকাংশ সেবাগ্রহীতা এনফোর্সমেন্ট টিমের নিকট অভিযোগ করেন যে, তারা পাসপোর্ট করার নিমিত্ত পাসপোর্ট অফিসে রেকর্ডপত্র জমা প্রদান করতে গেলে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ভেরিফায়েড কপির কথা বলে তাদের হয়রানি শিকার করছেন। ময়মনসিংহ জেলা নির্বাচন অফিসে অভিযানকালে জেলা নির্বাচন অফিসে আগত সেবাগ্রহীতা ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য গ্রহণ করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এ ছাড়া সেবাগ্রহীতাদের হয়রানি বিষয়টি এনফোর্সমেন্ট টিমের নিকট তাৎক্ষণিকভাবে পরিলক্ষিত হওয়ায় তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা করে দুদক।

এ ছাড়া জামালপুর, পটুয়াখালী, ঠাকুরগাঁও, পিরোজপুরে অভিযান পরিচালিত হয় এবং তাৎক্ষণিকভাবে সেবাপ্রার্থীদের কাজ নিষ্পত্তি করা হয়। ভবিষ্যৎ আইনগত পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট অফিসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিটি টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এবং কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার বিচার হতেই হবে : মির্জা ফখরুল

ঘোষণা আজ / জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত

‘শেয়ার শূন্য ৫ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

খালেদা জিয়ার রাজনৈতিক শিক্ষা সারা জীবন বয়ে চলার অঙ্গীকার ব্যারিস্টার অমির

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জবিতে শীতবস্ত্র বিতরণ 

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা : ভারতের সেনাপ্রধান

ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে চীন

রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ

‘শেষ ৪ মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি’

১০

বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা

১১

যে কারণে স্বতন্ত্র নির্বাচন করছেন, জানালেন তাসনিম জারা

১২

মাদ্রাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

১৩

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি : ‘এক ইঞ্চিও পিছু হটব না’

১৪

কলকাতার হয়ে খেলা পেসারকেও ভিসা দিচ্ছে না ভারত

১৫

প্রার্থী-সমর্থকদের প্রতি যে আহ্বান জানাল জমিয়ত

১৬

‘হাঙর’ নিয়ে আসছেন নেপালি তারকা প্রমোদ আগ্রহারী

১৭

শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে এনসিপি নেতা

১৮

দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির

১৯

জকসুর প্রথম সভা অনুষ্ঠিত

২০
X