কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০১:০১ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারীদের ঢল

আন্দোলনরত এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : কালবেলা
আন্দোলনরত এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : কালবেলা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কার দাবিতে কমপ্লিট শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অংশ নিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (২৮ জুন) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মকর্তা-কর্মচারীরা রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের সামনে জড়ো হতে থাকেন। দুপুরের মধ্যে বাড়তে থাকে উপস্থিতি।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে ভয়-ভীতি উপেক্ষা করে এনবিআর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন। শনিবার সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয় অভিমুখে মিছিল করেন।

এর আগে, শুক্রবার (২৭ জুন) রাতে ঐক্য পরিষদের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিন থেকে সারাদেশের এসব দপ্তরে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ কার্যকর থাকবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে।

গত ১২ এপ্রিল রাতে জারি করা এক অধ্যাদেশে এনবিআর বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ—‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’—গঠনের ঘোষণা দেয় সরকার। এর প্রতিবাদে আন্দোলনে নামেন কর্মকর্তারা।

পরবর্তীতে ১২ মে অর্থ মন্ত্রণালয় ওই অধ্যাদেশ অকার্যকর ঘোষণা করলে কর্মীরা কাজে ফেরেন। তবে ২৯ মে’র মধ্যে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানকে অপসারণের দাবি জানানো হয়। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে তাঁকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন আন্দোলনকারীরা। এরপর গত ২২ জুন পাঁচ কর্মকর্তাকে বদলির ঘটনায় আন্দোলন আবার তীব্র হয়। আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করা হয়। শুক্রবার এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ বা দেরিতে উপস্থিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলে গেলেন হলিউড কিংবদন্তি ডায়ান কিটন

সমাধান ও সফটওয়্যার শপের মধ্যে নতুন চুক্তি

১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

পাক সীমান্তে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন আফগানিস্তানের

তিন মন্ত্রণালয়ের ৩ সচিবকে বদলি

নতুন ধর্ম সচিব কামাল উদ্দিন

খুলনায় শিশু হত্যায় জড়িত ফয়সালের বাড়িতে অগ্নিসংযোগ

শিশু মিমের চিকিৎসার দায়িত্ব নিলেন শিমুল বিশ্বাস

পুয়ের্তো রিকো ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবিতে ঢাকার ডিসিকে জামায়াতসহ ৭ দলের স্মারকলিপি

১০

ট্রুডোর সঙ্গে প্রমোদতরীতে ঘনিষ্ঠ কেটি পেরি

১১

রাবিতে ফারুক হত্যা মামলার সব আসামি বেকসুর খালাস

১২

সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে বাঁচাতে চান হাবিপ্রবির সালমা

১৩

রাতের অন্ধকারে ভোট চাই না : সিইসি

১৪

খাওয়ার পর বসে থাকার অভ্যাস ধূমপানের মতোই বিপজ্জনক

১৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা

১৬

পাকিস্তানের ৫৮ সেনা নিহত, দাবি আফগানিস্তানের

১৭

‘পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা রয়েছে ট্রাইব্যুনালের’

১৮

দু-তিন দিন ধরে ফ্ল্যাট বন্ধ, পুলিশ এসে উদ্ধার করল পাঁচটি মৃতদেহ

১৯

‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’

২০
X