কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০১:৪১ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে অধিষ্ঠিত করা দরকার: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। ছবি : কালবেলা
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। ছবি : কালবেলা

সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে অধিষ্ঠিত করা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

সোমবার (১৪ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৩তম দিনের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। দিনের আলোচ্যসূচি হচ্ছে সংসদে নারী আসন এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ।

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের কথা স্মরণ করে আলী রীয়াজ বলেন, তাদের গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে আন্দোলন যেভাবে বেগবান হয়েছে। এটা স্মরণ করে বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকাকে যেন প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, সেই জন্য আমরা মনে করি প্রাতিষ্ঠানিকভাবে, সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে অধিষ্ঠিত করার জন্য ব্যবস্থা গ্রহণ দরকার।

তিনি বলেন, আজকে ১৪ জুলাই সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তাদের এ অবদান আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারই প্রেক্ষাপটে আমরা সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করব। আমাদের সকলের মনে রাখা দরকার দিনটির, কারণ সবার প্রতিরোধের মুখে ফ্যাসিবাদ শাসনকে ক্রমাগত ক্ষমতা ছাড়তে হয়েছে। তাদের প্রচেষ্টার কারণে আজকে এখানে এসেছি।

২০২৪ সালের ১৪ জুলাইকে স্মরণ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, আপনাদের সকলের মনে আছে একবছর আগে আমরা কোথায় ছিলাম। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে আন্দোলনের সূচনা হয়েছিল জুলাই মাসে, ১৪ জুলাই বড় ধরনের মোড় ঘোরার দিন।

তিনি বলেন, আন্দোলনকারীদের প্রতি অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা রাতের মধ্যে পথে নেমে এসেছিলেন, তাদের সে প্রতিবাদ, তাদের সে বলিষ্ঠ কণ্ঠস্বর, যে প্রতিবাদ, প্রতিরোধ রচনা করেছিল, সেটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে বেগবান করেছিল, একটি পরিবর্তনের দিকে নিয়েছিল।

আজকের আলোচনার দুটো বিষয়ে ঐকমত্যে হওয়ার আশা প্রকাশ করে আলী রীয়াজ বলেন, বিশেষ করে রাজনীতিতে, রাষ্ট্রগঠনে, আইন প্রণয়নে প্রাতিষ্ঠানিকভাবে নারীকে মর্যাদার সঙ্গে অংশগ্রহণের পথ আমরা তৈরি করতে পারব। সে জায়গায় একমত হতে পারব, এক জায়গায় আসতে পারব।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় উপস্থিত রয়েছেন, কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সিরাজগঞ্জে ছাত্রদল নেতার পদত্যাগ

উড়ন্ত বিমানে জীবনরক্ষা / তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ডা. দোলনের বিরল সেবা

ইংলিশ মিডিয়ামের সেই তরুণীকে নিয়ে আহমাদুল্লাহর স্ট্যাটাস

চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দল নেতা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ দাবানল

পণ্য খালাস বন্ধ বেনাপোল স্থলবন্দরে

ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রেখেছি : ছাত্রদল সভাপতি

সাবেক আইজিপি বেনজীরের দুই দেশের ব্যাংক হিসাব ফ্রিজ

ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয়, হাইকোর্টের রুল 

দেশে সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি : প্রেস উইং

১০

সাতক্ষীরায় শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

১১

যেদিকে চোখ যায় শুধু পানি

১২

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০

১৩

১৯৯২-৯৩ সালে জন্মগ্রহণকারীরা চাকরির আবেদনে বঞ্চিত হয়েছেন : সাকি

১৪

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা!

১৫

যুবদল নেতা মাহাবুব হত্যায় আরও একজন গ্রেপ্তার

১৬

বিইউবিটিতে অনুষ্ঠিত হল পিএমসিসি ২০২৫-এর রেজিস্ট্রেশন ক্যাম্পেইন

১৭

রাজধানীর মোহাম্মদপুরে ‘আয়েশা বাহিনী’র প্রধানসহ গ্রেপ্তার ২

১৮

জালে ধরা পড়ল ৩ ‘পাখি মাছ’

১৯

‘ময়না’ হলেন বুবলী

২০
X